কেন্দ্রীয় বাজেট ২০২১-২২ । Union Budget 2021-22
Union Budget 2021-22
কেন্দ্রীয় বাজেট ২০২১-২২ । জাতীয় বাজেট ২০২১
করোনা-লকডাউন-বিশ্ব অর্থনৈতিক অধপতনের বছর ২০২০ এর পর নতুন বছরে সকলের নজর ছিল কেন্দ্রীয় বাজেট ২০২১-২২ এর উপর।এ বছরের বাজট নিয়ে প্রথম থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। মহামারী পরিস্থিতি কাটিয়ে এখন স্বাভাবিক হওয়ার পথে দেশ। এই সময় বাজেট কেমন হবে তা নিয়ে প্রশ্ন ছিল দেশবাসীর মনে। করোনা সঙ্কটের সময় অর্থনীতি পুনরুদ্ধার করার জন্য কেন্দ্রীয় সরকার ২০২০ সালে মে মাসে ‘স্বনির্ভর ভারত প্যাকেজ’ নামে ২০ লক্ষ কোটি টাকার একটি অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছিল।এই ঘোষণা বাজেটের চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল। মনে করা হচ্ছে অর্থনৈতিক এই মন্দা কাটতে অনেকটাই সময় লাগবে। এই অবস্থায় দাঁড়িয়ে ২০২১-এর বাজেট ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- ১ লা ফেব্রুয়ারী ২০২১ সংসদে কেন্দ্রীয় বাজেট ২০২১-২২ পেশ করলেন ভারতের অৰ্থমন্ত্রী নির্মলা সীতারামন
“অভূতপূর্ব পরিস্থিতিতে তৈরি এই বাজেট, ধারাবাহিক বৃদ্ধির চেষ্টা থাকবে” কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
২০২১-২২ সালের সাধারণ বাজেটের প্রধান যেই বিষয়ের উপর নজর দেওয়া হয়েছে সেগুলি হল : – স্বাস্থ্য – মূলধন এবং অবকাঠামো – উচ্চাকাঙ্ক্ষী ভারতের জন্য উন্নয়ন – মানব সম্পদ – উদ্ভাবন এবং গবেষণা – মিনিমাম গভর্মেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স ।
- ২০২১ সালে প্রথম বারের জন্য ভারতের জনগণনা হবে ডিজিটাল ভাবে,বরাদ্দ করা হল ৩,৭৬৮ কোটি টাকা।
এক নজরে দেখে নেওয়া যাক কেন্দ্রীয় বাজেট ২০২১-২২ এর কিছু তথ্য :
জাতীয় বাজেট ২০২১ -২২ এর সারসংক্ষেপ
- ভারতে তৈরি করোনা টিকা সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে, টিকার জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে।জিডিপির ১৩ শতাংশ খরচ হবে করোনা মোকাবিলায়।
- কেন্দ্র সরকার পুষ্টির প্রকল্পগুলিকে একত্র করে ১১২টি জেলায় ছড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করলো । ২.৮৬ কোটি মানুষ কলের জল পাবে, এর জন্য ২লক্ষ ৮৭ কোটি টাকা বরাদ্দ করা হল । স্বচ্ছ ভারতের জন্য বরাদ্দ ১ লক্ষ ৪১ হাজার কোটি টাকা।
- আরও ৮,৫০০ কিলোমিটার জাতীয় সড়ক তৈরীর কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।জাতীয় সড়ক নির্মাণের কাজ বেসরকারি সংস্থার হাতেও দেওয়া হবে । ৩,৫০০ কিমি রাজ্য সড়ক তামিলনাড়ুতে তৈরি হবে, এর মধ্যে রয়েছে মাদুরাই-কল্যাণ করিডোর।কেরলে তৈরি হবে ১,১০০ কিমি রাস্তা, এর মধ্যে মুম্বই-কন্য়াকুমারী করিডোর রয়েছে। ৬৭৫ কিমি রাস্তা পশ্চিমবঙ্গে তৈরি হবে।কলকাতা-শিলিগুড়ি রাস্তা মেরামত করা হবে।
- করোনা মোকাবিলার পাশাপাশি সার্বিক ভাবে স্বাস্থ্য খাতে বরাদ্দা বৃদ্ধি করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবারের বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে মোট ২ লক্ষ ৮৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।এর ফলে গ্রামে ১৭ হাজার স্বাস্থ্য প্রতিষ্ঠান পুনরুজ্জীবিত হবে। উপকৃত হবে ৬০২টি জেলা।
- কর ব্যবস্থাকে স্বচ্ছ করার আশ্বাস দিলেন অর্থমন্ত্রী ,এদিন করদাতাদের উপর চাপ কমানোর কথাও বললেন তিনি । ৭৫ বা তার থেকে বেশি বয়সীদের ইন্টারেস্ট ইনকামের ওপর সম্পূর্ণ ছাড়।৭৫ বছরের বেশি বয়সীদের জন্য সুদের ওপর সম্পূর্ণ ছাড়, ৭৫ বছর বেশি বয়সীদের আয়কর রিটার্ন দিতে হবে না।
- প্রয়োজনে ৩ বছরের মধ্যে ট্যাক্স অ্যাসেসমেন্ট রিওপেন করা হবে । ৫০ লক্ষ বা তার বেশি কর বাকি রয়েছে সেই সব কেস রিওপেন করতে চিফ কমিশনারের অনুমতি লাগবে।
- টিডিএস থেকে বাদ দেওয়া হল ডিভিডেন্ট পেমেন্ট।
- ২০২২ অর্থবর্ষ পর্যন্ত অ্যাফর্ডেবল হাউসিং ট্যাক্স হলিডে। পরিযায়ী শ্রমিকদের জন্য সহজে বাড়ি ভাড়া প্রকল্প।
- নতুন ফ্ল্যাট কিনলে দেড়লক্ষ টাকা আয় করে ছাড় পাওয়া যাবে।
- কৃষকদের আয় দ্বিগুণ করার কথা বললেন নির্মলা সীতারামন। কৃষকদের থেকে ৭৫ হাজার কোটি টাকার গম কেনা হয়েছে। দ্বিগুণ হয়েছে ধানের ন্যূনতম সহায়ক মূল্য। ১০০০ মান্ডিকে ই-গভর্ন্যান্সের সঙ্গে যুক্ত করার ঘোষণা। কৃষকদের ঋণ দেওয়া হবে ১৫.৫ লক্ষ কোটি টাকা। কস্ট অফ প্রডাকশনের দেড়গুণ এমএসপি দেওয়া হবে।
- ৮০ কোটি মানুষকে নিখরচায় রেশন দেওয়া হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী , ৪০ কোটি কৃষক ও বয়স্কদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে নগদ টাকা। করোনা-কালে ২৭ লক্ষ কোটি টাকার প্যাকেজ আরবিআই-এর।
- যে সব সরকারি সংস্থা লোকসানে চলছে তা বিক্রি করার কথা ঘোষণা হল বাজেটে । এর ফলে ১ লক্ষ ৭৫,০০০ কোটি টাকা পাওয়া যাবে।এয়ার ইন্ডিয়া,পবনহংস,বিপিসিএল-এর বেসরকারিকরণ এর কথা ঘোষণা করা হল এদিন।
- তৈরী হবে উচ্চ শিক্ষা কমিশন। এদের আওতায় থাকবে বিশ্ববিদ্যালয়, কলেজগুলি।১৫,০০০ স্কুলকে নয়া শিক্ষা নীতির আওতায় আনা হচ্ছে। অন্যান্য স্কুলগুলিও র ফলে উপকৃত হবে।লাদাখে যাতে সকলে উচ্চ শিক্ষা পায় তাই লাদাকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে । ট্রাইবাল এরিয়াগুলিতে ৭৫৮টি নতুন বিদ্যালয়।
- জাতীয় গবেষণা ফাউন্ডেশনের জন্য বরাদ্দ ৫০, ০০০ কোটি টাকা। বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে এখানে গবেষণা হবে। ডিজিটাল লেনদেনের জন্য বরাদ্দ আরও ৫০০০ কোটি টাকা।
- ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন মিশন ইন্টারনেটের তথ্য নিয়ে আসবে ভারতীয় ভাষাগুলিতে।
- ৪,০০০ কোটি টাকা বরাদ্দ গভীর সমুদ্রের সম্পদ সন্ধান এবং সেই সংক্রান্ত গবেষণার জন্য।
- বস্ত্রশিল্পের জন্য আলাদা পার্ক তৈরি হবে, বিশ্বমানের পরিকাঠামো থাকবে রপ্তানি ও কর্মসংস্থানের জন্য। জাতীয় পরিকাঠামো পাইপলাইনে ২১৭ টি প্রকল্প সম্পূর্ণ হয়েছে। পরিকাঠামোর জন্য দীর্ঘমেয়াদী ঋণ নেওয়া প্রয়োজন।৫লক্ষ কোটি টাকা তিন বছরে ধার দেওয়ার ব্যবস্থা হবে। এক্ষেত্রে বিদেশিরাও বিনিয়োগ করতে পারবেন।
- সৌরশক্তি উৎপাদন খাতে বরাদ্দ করা হলো ১ হাজার কোটি টাকা । বিমা আইন পাল্টে দিয়ে এখন বিমা কোম্পানিতে ৪৯ শতাংশের বদলে ৭৪ শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগ করা যাবে। ৫০ শতাংশ ডাইরেক্টর হবেন ইনডিপেন্ডেন্ট ডাইরেক্টর
- দূষণ রোধে পুরোনো গাড়ি বাতিল করা হবে। কুড়ি বছরের পুরোন ব্যক্তিগত যান বাতিল করা হবে।
- রাস্তায় নামবে ৩০ হাজার নতুন বাস । যুবকদের কর্মসংস্থানের জন্য নতুন পরিবহন ব্যবস্থা কাজে লাগবে। মেট্রো লাইট, মেট্রো নিউ-দুটি নতুন প্রকল্প চালু হবে। নাসিকেও মেট্রো রেল, চেন্নাই,নাগপুর মেট্রো রেল ফেজ ২।
- বিদ্যুৎ সরবরাহে মনোপলি ভাঙতে একের বেশি সংস্থা আনার কথা জানালো কেন্দ্র, যাতে প্রতিযোগিতা হয়, ক্রেতারা উপকৃত হন।
- আধুনিক মৎস্যচাষের জন্য উপযুক্ত বন্দর দরকার। তাই বৃদ্ধি করা হলো বরাদ্দ।
- হাইড্রোজেন এনার্জি মিশন। বড় বন্দরগুলির ম্যানেজমেন্ট এখন থেকে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে।
- জাপান থেকে জাহাজ ভারতে এনে পুনর্নির্মাণ হবে, এর ফলে ১.৫ লক্ষ কর্মসংস্থান হবে।
- ছোট কোম্পানির সংজ্ঞা বদলানো হল, ৫০ লাখ থেকে বাড়িয়ে ২ কোটি টাকা যাদের ক্যাপিটাল তাদের ছোট কোম্পানি বলা হবে।
- ব্যাঙ্কের ডিপোজিট ইনসিওরেন্স ১ লক্ষ থেকে ৫ লক্ষ করা হয়েছিল। দুর্বল ব্যাঙ্কগুলির জন্য এক্ষেত্রে নতুন পরিকল্পনা করা হল। সারফেসিং অ্যাক্ট খানিকটা বদলানো হল।
- ডিক্রিমিনালাইজেশন অফ লিমিটেড লায়াবিলিটি অ্যাক্ট পাল্টানো হল।
- এলআইসির (LIC ) শেয়ার বাজারে বিক্রি করা হবে, ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের মাধ্যমে।
- পরিযায়ী শ্রমিকদের জন্য এক দেশ, এক রেশন কার্ড।
- চালু হচ্ছে নয়া প্রকল্প স্ট্যান্ড আপ ইন্ডিয়া।
- স্টার্ট আপদের জন্য আরও বাড়ানো হল ট্যাক্স হলিডে। এই খাতে ক্যাপিটাল গেনসের ছাড় আরও বাড়ানো হল।
- সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে অংশীদারিত্ব হচ্ছে কর্মী প্রশিক্ষণ ক্ষেত্রে।
- আর্থিক ঘাটতি ৯.৫ শতাংশ।অর্থবর্ষ ২০২২ তে তা ৬.৮ শতাংশ ধরা হয়েছে। ‘গ্রস মার্কেট বরোইং টার্গেট’ রাখা হয়েছে ১২ লাখ কোটি টাকা ২০২২ অর্থবর্ষের জন্য।আর্থিক ঘাটতি মেটাতে সরকার বাজার থেকে ৮০,০০০ কোটি টাকা তুলবে।
- উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য জনকল্যাণ তহবিল।চা শিল্পের জন্য বরাদ্দ ১০০০ কোটি টাকা।
- ন্যাশনাল কমিশন ফর অ্য়ালায়েড হেলথকেয়ার তৈরী করা হবে।
- রেলখাতে বরাদ্দ হল ১,১০,০৫৫ কোটি টাকা । রেলের মূলধন খাতে ১ লক্ষ ৭ হাজার ১০০ কোটি টাকা ব্যয় করা হবে।
মূল্য হ্রাস পেলো যে সমস্ত দ্রব্য/বস্তুর :
নতুন বাজেটে কাস্টম ডিউটি কমানোর ফলে সোনা ,রুপো এর দাম কমবে। এছাড়াও লোহা,স্টিল,তামাজাত পণ্য এবং নাইলন কাপড়ের দাম কমবে।
যাদের মূল্য বৃদ্ধি পেলো :
এ বছর বাজেটে নিত্য প্রয়োজনীয়, এমন কোনও জিনিসের দাম সেভাবে বাড়াননি। এ বছর যে জিনিসগুলোর দাম বেড়েছে সেগুলি হল- মোবাইল ফোন, চার্জার, পাওয়ার ব্যাঙ্ক,অটো পার্টস,জামাকাপড়, চামড়ার জিনিস সোলার ইনভার্টার, চামড়ার জিনিস,টানেল বোরিং মেশিন,আমদানিকৃত সিল্ক, পালস ইত্যাদি।
এক নজরে দেখে নেওয়া যাক কোন খাতে কত অর্থ খরচের কথা ঘোষণা করা হলো ২০২১-২২ বাজেটে।
মন্ত্রকের নাম | বরাদ্দ অর্থের পরিমাণ (কোটি) |
---|---|
প্রতিরক্ষা মন্ত্রক | ৪৭৮১৯৬ |
রেল মন্ত্রক | ১১০০৫৫ |
শিক্ষা মন্ত্রক | ৯৩২২৪ |
স্বাস্থ্য এবং পরিবার কল্যান মন্ত্রক | ৭৩৯৩২ |
সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক | ১১৮১০১ |
গৃহায়ন ও শহর বিষয়ক মন্ত্রণালয় | ৫৪৫৮১ |
কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় | ১৩১৫৩১ |
পল্লী উন্নয়ন মন্ত্রক | ১৩৩৬৯০ |
স্বরাষ্ট্র মন্ত্রণালয় | ১৬৬৫৪৭ |
ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য ও জন বিতরণ | ২৫৬৯৪৮ |
জাতীয় বাজেট ২০২১ -এ যাদের মূল্য বৃদ্ধি পেলো
পার্টস,জামাকাপড়, সোলার ইনভার্টার, চামড়ার জিনিস,টানেল বোরিং মেশিন,আমদানিকৃত সিল্ক, পালস ইত্যাদি।
জাতীয় বাজেট ২০২১ -এ যাদের মূল্য বৃদ্ধি পেলো
নতুন বাজেটে কাস্টম ডিউটি কমানোর ফলে সোনা ,রুপো এর দাম কমবে। এছাড়াও লোহা,স্টিল,তামাজাত পণ্য এবং নাইলন কাপড়ের দাম কমবে।
কেন্দ্রীয় বাজেট ২০২১-২২ এ রেলক্ষেত্রে কত টাকা বরাদ্দ করা হয়েছে ?
রেলখাতে বরাদ্দ করা হয়েছে ১,১০,০৫৫ কোটি টাকা
আরো দেখে নাও :
- পদ্ম পুরস্কার ২০২১ । Padma Awards 2021- PDF
- বেলডাঙ্গা নেতাজি পার্ক ক্যুইজ প্রতিযোগিতা – ২০২১
- ২০২১ সালের গুরুপ্তপূর্ণ পুরস্কার এবং সম্মান
- কেন্দ্রীয় মন্ত্রিসভা
To check our latest Posts - Click Here