General Knowledge Notes in BengaliNotes

দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকদের তালিকা – PDF

List of the recipients of Dadasaheb Phalke Award

দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকদের তালিকা

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো দাদাসাহেব ফালকে পুরস্কার সম্পর্কিত কিছু তথ্য এবং দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকদের তালিকা।

দাদাসাহেব ফালকে পুরস্কার তালিকা

সালপুরস্কার প্রাপক
১৯৬৯দেবিকা রাণী
১৯৭০বীরেন্দ্রনাথ সরকার
১৯৭১পৃথ্বীরাজ কপূর
১৯৭২পঙ্কজ মল্লিক
১৯৭৩রুবি মায়ার্স
১৯৭৪বোম্মিরেড্ডি নরসিংহ রেড্ডি
১৯৭৫ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়
১৯৭৬কানন দেবী
১৯৭৭নীতীন বসু
১৯৭৮রাইচাঁদ বড়াল
১৯৭৯সোহরাব মোদী
১৯৮০পৈডি জয়রাজ
১৯৮১নওশাদ
১৯৮২অক্কিনেনী লক্ষ্মীবরপ্রসাদরাও
১৯৮৩দুর্গা খোটে
১৯৮৪সত্যজিৎ রায়
১৯৮৫শান্তারাম রাজারাম বণকুদ্রে
১৯৮৬বোম্মিরেড্ডি নাগি রেড্ডি
১৯৮৭রাজ কপূর
১৯৮৮অশোক কুমার
১৯৮৯লতা মঙ্গেশকর
১৯৯০অক্কিনেনী নাগেশ্বর রাও
১৯৯১ভালজী পেঁঢারকর
১৯৯২ভূপেন হাজারিকা
১৯৯৩মজরুহ সুলতানপুরী
১৯৯৪দিলীপ কুমার
১৯৯৫রাজকুমার
১৯৯৬শিবাজী গণেশন
১৯৯৭রামচন্দ্র নারায়ণজী দ্বিবেদী
১৯৯৮বলদেব রাজ চোপড়া
১৯৯৯হৃষিকেশ মুখোপাধ্যায়
২০০০আশা ভোঁসলে
২০০১যশ চোপড়া
২০০২দেব আনন্দ
২০০৩মৃণাল সেন
২০০৪অদূর গোপালকৃষ্ণন
২০০৫শ্যাম বেনেগাল
২০০৬তপন সিংহ
২০০৭মান্না দে
২০০৮বেঙ্কটরাম পণ্ডিত কৃষ্ণমূর্তি
২০০৯দগ্গুবাতি রামনায়ডু
২০১০কৈলাশম বালাচন্দর
২০১১সৌমিত্র চট্টোপাধ্যায়
২০১২প্রাণ
২০১৩গুলজার
২০১৪শশী কপূর
 ২০১৫মনোজ কুমার
 ২০১৬কে বিশ্বনাথ
 ২০১৭ বিনোদ খান্না
 ২০১৮ অমিতাভ বচ্চন
 ২০১৯ রজনীকান্ত
দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক

দাদা সাহেব ফালকে কে ছিলেন ?

ধুন্ডীরাজ গোবিন্দ ফালকে দাদাসাহেব ফালকে নামে পরিচিত। ভারতীয় চলচিত্রে তিনি ছিলেন একজন বিখ্যাত পরিচালক ও প্রযোজক। তাঁকে ভারতীয় চলচ্চিত্রের জনক হিসেবে গণ্য করা হয়।

ভারতের প্রথম পূর্ণদৈঘ্যের চলচ্চিত্র কোনটি ?

দাদাসাহেব ফালকে তিনি ১৯১৩ সালে রাজা হরিশচন্দ্র চলচ্চিত্রটি নির্মাণ করেন যা ছিল ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্র।

দাদাসাহেব ফালকে কোথায় জন্মগ্রহণ করেন ?

দাদাসাহেব ফালকে ১৮৭০ খ্রিষ্টাব্দের ৩০শে এপ্রিল ব্রিটিশ ভারতের বম্বে প্রেসিডেন্সির অন্তর্গত ত্র্যম্বকেশ্বর নামক স্থানে একটি মারাঠি শিক্ষিত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।

দাদাসাহেব ফালকে পরিচালিত কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্রের নাম লেখ।

রাজা হরিশচন্দ্র (১৯১৩)
মোহিণী ভস্মাসুর (১৯১৩)
সত্যবান সাবিত্রী (১৯১৪)
লঙ্কা দহন (১৯১৭)
শ্রী কৃষ্ণ জন্ম (১৯১৮)
কালীয় মর্দন (১৯১৯)
সেতু বন্ধন (১৯২৩)
গঙ্গাবতরণ (১৯৩৭)

দাদাসাহেব ফালকে পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয় ?

১৯৫৯ সাল থেকে

প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার কাকে প্রদান করা হয়?

সর্বপ্রথম ১৯৬৯ সালে অভিনেত্রী দেবিকা রাণীকে প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয়।

২০১৯ সালের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন কোন অভিনেতা ?

রজনীকান্ত

Download 

নিচের ডাউনলোড লিংক থেকে এই নোটটির PDF ফাইলটি ডাউনলোড করে নাও ।

Download 

আরো দেখে নাও :

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ছবি । National Award Winning Films

আইপিএলের পুরস্কার তালিকা | IPL Prize Winners List Year Wise

নোবেল পুরস্কার – ২০২০ | Nobel Prize 2020 । PDF

জাতীয় ক্রীড়া সম্মান ২০২০ । National Sports Awards 2020 । PDF Download

পুরস্কারের সূচনাকাল ( PDF )

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button