Geography NotesGeneral Knowledge Notes in Bengali

ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাত তালিকা – PDF

ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাত

ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাত তালিকা 

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাত (List of Waterfalls of India in Bengali ) সম্পর্কে। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে ভারতের জলপ্রপাত থেকে মাঝে মধ্যেই প্রশ্ন এসে থাকে। তাই ভারতের কোন রাজ্যে কোন গুরুত্বপূর্ণ জলপ্রপাত অবস্থিত তার একটি সুন্দর তালিকা দেওয়া রইলো । 

কোন রাজ্যে কোন জলপ্রপাত অবস্থিত 

ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ জলপ্রপাতসমূহ তালিকা নিচে দেওয়া রইলো । 

জলপ্রপাতযে নদীর ওপরে সৃষ্টরাজ্য
কুঞ্চিকল জলপ্রপাতবারাহি নদীকর্নাটক
গোকাক জলপ্রপাতঘাটপ্রভা নদী
যোগ/গেরসোপ্পা জলপ্রপাতসরাবতী নদী
বরকনা জলপ্রপাতসীতা নদী
মাগোদ জলপ্রপাতবেদতি নদী
শিবসমুদ্রম জলপ্রপাতকাবেরী নদী
উনচল্লি জলপ্রপাতআগহনাসিনি নদী
থালাইয়ার জলপ্রপাতমঞ্জালর নদীতামিলনাড়ু
হোগেনাক্কাল জলপ্রপাতকাবেরী নদী
অথিরাপ্পিল্লী জলপ্রপাতচালাকুড়ি নদীকেরালা
মিনমুট্টি জলপ্রপাত
ভাঝাচল জলপ্রপাতচালাকুড়ি নদী
ইথিপোথালা জলপ্রপাতচন্দ্রবঙ্কা নদীঅন্ধ্রপ্রদেশ
ভাজরাই জলপ্রপাতউর্মোদি নদীমহারাষ্ট্র
সহস্ত্রকুন্ড জলপ্রপাতপেনগঙ্গা
থোসেঘর জলপ্রপাত
কুনে জলপ্রপাত
বাহুতি জলপ্রপাতওদ্দা নদীমধ্যপ্রদেশ
চাচাই জলপ্রপাতবিহাড় নদী
ধুঁয়াধার জলপ্রপাতনর্মদা নদী
কপিলধারা জলপ্রপাতনর্মদা নদী
অমৃতধারা জলপ্রপাতহাঁসদেও নদীছত্তিশগড়
চিত্রকূট জলপ্রপাতইন্দ্রাবতী নদী
তীরথগড় জলপ্রপাতকাঙ্গের নদী
দশম জলপ্রপাতকাঞ্চি নদীঝাড়খন্ড
হুড্রু জলপ্রপাতসুবর্ণরেখা নদী
জোনহা জলপ্রপাতগুঙ্গা নদী
দুধসাগর জলপ্রপাতমান্ডবী নদীগোয়া & কর্নাটক
নোহ্কালিকাই জলপ্রপাতমেঘালয়
কিনরেম জলপ্রপাত
নোহ্সনগিথিয়াং জলপ্রপাত
ভানতাওয়াং জলপ্রপাতমিজোরাম
বসুধারা জলপ্রপাতউত্তরাখন্ড
নিনাই জলপ্রপাতনর্মদা নদীগুজরাট
অহর্বল জলপ্রপাতভিশু নদীজম্মু ও কাশ্মীর
বারেহিপানি ফলসবুদ্ধবালঙ্গ নদীওড়িশা
ডুডুমা জলপ্রপাতমাচকুন্দ নদী
খান্দাধার ফলসকোরা নালা

আরো দেখে নাও : 

PDF ডাউনলোড লিংক নিচে দেওয়া রইলো ।

Download Section

  • File Name : ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাত – বাংলা কুইজ
  • File Size : 2.5 MB
  • No. of Pages : 04
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : Indian Geography

ভারতের জলপ্রপাত – প্রশ্ন ও উত্তর

ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি ?

কুঞ্চিকল , উচ্চতা ৪৫৫ মিটার – কর্নাটকে বারাহি নদীতে সৃষ্ট

কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয় ?

চিত্রকূট জলপ্রপাতকে । ছত্তিশগড়ে ইন্দ্রাবতী নদীতে সৃষ্ট।

হুড্রু জলপ্রপাত কোথায় অবস্থিত ?

ঝাড়খণ্ডে সুবর্ণরেখা নদীর ওপরে অবস্থিত।

ভারতের কোন রাজ্যে সর্বাধিক জলপ্রপাত দেখা যায় ?

কর্ণাটক

ভারতের প্রশস্ততম জলপ্রপাত কোনটি ?

চিত্রকূট

শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?

কাবেরী নদী ( কর্ণাটক )

ধুয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?

নর্মদা নদী ( মধ্যপ্রদেশ )

যোগ জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?

সরাবতী নদী

কপিলধারা জলপ্রপাতের অবস্থান –

নর্মদা নদীর ওপরে

বিখ্যাত এলিফ্যান্ট জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

মেঘালয়

সহস্রধারা জলপ্রপাত কোন্ নদীর ওপর অবস্থিত?

নর্মদা

চীরকূট, চাচাই ও কেক্টন জলপ্রপাতগুলি কোন রাজ্যে অবস্থিত ?

মধ্যপ্রদেশ

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button