সাধারণ জ্ঞান MCQ – সেট ৩০৯। General Knowledge in Bengali
Daily General Awareness Practice Set – 309
সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর – সেট ৩০৯ – General Knowledge in Bengali
বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge in Bengali Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।
এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।
সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর সেট :
৪৫৯১. আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের রাজা কে ছিলেন ?
(A) বিম্বিসার
(B) বিন্দুসার
(C) ধননন্দ
(D) অজাতশত্রু
আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের রাজা ছিলেন ধননন্দ ।
আরো দেখে নাও :
নন্দ রাজবংশের ইতিহাস – Click Here .
আলেকজান্ডারের ভারত আক্রমণ – Click Here .
[/spoiler]
৪৫৯২. নিম্নলিখিত কোন সময়ে বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল?
(A) ১৯৯০-১৯৯২
(B) ১৯৮৭-১৯৯০
(C) ১৯৯২-১৯৯৪
(D) কোনও বিকল্প সঠিক নয়
১৯৯০-১৯৯২ সালের মধ্যে বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল।
দেখে নাও বিভিন্ন পঞ্চবার্ষিকী ও বার্ষিক পরিকল্পনাগুলো সম্পর্কিত বিস্তারিত তথ্য – Click Here .
[/spoiler]৪৫৯৩. রঞ্জিত সিংহ কে “রাজা” উপাধি কে দিয়েছিলেন?
(A) দিওয়ান শাহ
(B) লর্ড লেক
(C) জামান শাহ
(D) কাশ্মীরের রাজা
দুরানি রাজবংশের জামান শাহ রঞ্জিত সিংহ কে “রাজা” উপাধি দিয়েছিলেন। তিনি ছিলেন আহমদ শাহ দুররানির নাতি এবং তিমুর শাহ দুররানির পঞ্চম পুত্র।
[/spoiler]৪৫৯৪. বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন –
(A) উইলিয়াম বেন্টিঙ্ক
(B) ওয়ারেন হেস্টিংস
(C) লর্ড ক্যানিং
(D) লর্ড ওয়েলেসলি
বাংলার শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক । চার্টার একট ১৮৩৩ অনুসারে বাংলার গভর্নর পদের বিলুপ্তি হয় এবং পরিবর্তে ভারতের গভর্নর জেনারেল পদের সৃষ্টি হয়। লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন ।
[/spoiler]৪৫৯৫. নিচের কোনটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ?
(A) গডউইন অস্টিন
(B) কাঞ্চনজঙ্ঘা
(C) নন্দা দেবী
(D) নাঙ্গা পার্বত
- পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হলো – মাউন্ট এভারেস্ট (৮৮৪৮ মিটার )
- পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ – গডউইন অস্টিন ( ৮৬১১ মিটার )
৪৫৯৬. “যক্ষগনা ” লোকনৃত্য ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত?
(A) কেরালা
(B) কর্ণাটক
(C) তামিলনাড়ু
(D) অন্ধ্র প্রদেশ
“যক্ষগনা” কর্ণাটকের একটু বিখ্যাত লোকনৃত্য।
দেখে নাও ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্যের তালিকা – Click Here (Download PDF ) .
[/spoiler]৪৫৯৭. নিম্নলিখিত কোন দেশের জঙ্গিরা ২৪ শে নভেম্বর, ২০১৭ সালে একটি মসজিদে হামলা চালিয়ে ২৩০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছিল?
(A) পাকিস্তান
(B) আফগানিস্তান
(C) ইরান
(D) মিশর
মিশর (ইজিপ্ট ) এর একটি মসজিদে ২৪ শে নভেম্বর, ২০১৭ সালে শুক্রবারের নামাজের সময় জঙ্গিরা হামলা চালিয়ে ২৩০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছিল।
[/spoiler]৪৫৯৮. লিস্ট ১ এর সাথে লিস্ট ২ এর মিল খুঁজে সঠিক উত্তরটি নির্বাচন করো ।
লিস্ট ১ | লিস্ট ২ |
I.ভিনিগার | 1. টারটারিক অ্যাসিড |
II.লেবু | 2. ল্যাকটিক অ্যাসিড |
III. তেঁতুল | 3. এসিটিক অ্যাসিড |
IV. টক দুধ | 4. সাইট্রিক অ্যাসিড |
(A) I – 3, II – 4, III – 1, IV – 2
(B) I – 4, II – 3, III – 1, IV – 2
(C) I – 3, II – 4, III – 2, IV – 1
(D) I – 3, II – 2, III – 1, IV – 4
দেখে নাও বিভিন্ন জৈব অ্যাসিড-এর উৎস – Click Here
[/spoiler]৪৫৯৯. নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় সংসদের দুটি কক্ষের কোনোটিরও সদস্য নন ?
- I. ভারতের প্রধানমন্ত্রী
- II. ভারতের অর্থমন্ত্রী
- III. ভারতের রাষ্ট্রপতি
(A) শুধুমাত্র I
(B) শুধুমাত্র II
(C) শুধুমাত্র III
(D) II এবং III উভয়েই
ভারতের রাষ্ট্রপতি ভারতীয় সংসদের দুটি কক্ষের কোনোটিরও সদস্য নন।
দেখে নাও ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত বিস্তারিত তথ্য – Click Here
[/spoiler]৪৬০০. লোকসভার সমস্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান কে নিয়োগ করেন?
(A) ভারতের রাষ্ট্রপতি
(B) ভারতের প্রধানমন্ত্রী
(C) লোকসভার স্পিকার
(D) ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী
লোকসভার স্পিকার লোকসভার সমস্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান নিয়োগ করেন।
[/spoiler]আরো দেখুন :
সাধারণ জ্ঞান MCQ – সেট ৩০৭। সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর | Bengali
ভূগোলের ৫০০ টি MCQ প্রশ্ন ও উত্তর – PDF ডাউনলোড
সাম্প্রতিকী । মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স – সেপ্টেম্বর ২০২০ – PDF সহ
ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্য দিবস
বিভিন্ন পণ্য উৎপাদনে প্রথম রাজ্য
ভারতের উল্লেখযোগ্য ক্রীড়া ব্যক্তিগণ
ভৌগোলিক ক্ষেত্রে সমমান রেখাসমূহ
To check our latest Posts - Click Here