General Knowledge Notes in Bengali

বিভিন্ন দেশের জাতীয় প্রতীক । National Emblem of Different Countries – PDF

National Emblem of Different Countries in Bengali

বিভিন্ন দেশের জাতীয় প্রতীক তালিকা

প্রিয় পাঠকেরা, আজকে তোমাদের জন্য  নিয়ে এসেছি পৃথিবীর বিভিন্ন দেশের জাতীয় প্রতীক ( National Emblem of Different Countries ) – এর একটি তালিকা। কোন দেশের জাতীয় প্রতীক কি তার একটি সুন্দর তালিকা তোমরা আজকের এই পোস্টে পেয়ে যাবে । Bibhinno Desher jatiyo Protik Talika ।

অশোক স্তম্ভ

ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ। অশোকের সিংহচতুর্মুখ স্তম্ভশীর্ষ একটি ভাস্কর্য্য যেখানে চারটি এশীয় সিংহ পরস্পরের দিকে পিঠ করে চারদিকে মুখ করে বসে রয়েছে। ১৯৫০ খ্রিস্টাব্দ থেকে এই ভাস্কর্য্যের রৈখিক প্রতিরূপ ভারতের জাতীয় প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এই চারটি সিংহ যে ভিত্তিভূমির ওপর দন্ডায়মান সেখানে একটি হাতি, একটি ঘোড়া, একটি ষাঁড় ও একটি সিংহের মূর্তি খোদিত রয়েছে, যাদের মধ্যে একটি করে ধর্মচক্র খোদিত রয়েছে।

বিভিন্ন দেশ ও তার জাতীয় প্রতীক

কোন দেশের জাতীয় প্রতীক কি তার একটি সুন্দর তালিকা নিচে দেওয়া রইলো।

নংদেশজাতীয় প্রতীক
ভারতঅশোক স্তম্ভ
বাংলাদেশশাপলা
পাকিস্তানঅর্ধচন্দ্র, জুঁইফুল
চীনতিয়েনআনমেন স্কয়ারের গেট আর তার উপরে ৫টি তারা
আফগানিস্তানমসজিদ
নেপালএভারেস্ট
শ্রীলংকাসিংহ / পদ্ম
ভুটানডার্ক ( Durk ) নামক ড্রাগন
ইতালিস্বেতপদ্ম
১০জাপানচন্দ্রমল্লিকা
১১হংকংঅর্কিড গাছ
১২লেবাননপাইন গাছ
১৩নেদারল্যান্ডসিংহ
১৪নিউজিলান্ডফার্ন, কিউই পাখি
১৫নরওয়েকুড়ালযুক্ত সিংহ
১৬পোল্যান্ডসাদা ঈগল
১৭সেনেগালবাওবাব বৃক্ষ
১৮মার্কিন যুক্তরাষ্ট্রস্বর্ণ দণ্ড
১৯ব্রিটেনগোলাপ
২০কানাডাম্যাপেল পাতা
২১ডেন্মার্ক্বীচবৃক্ষ
২২ডোমিনিকাতোতাপাখি
২৩জার্মানিঈগল
২৪ফ্রান্সকুমুদ ( পদ্ম )
২৫গুয়ানাকাঞ্জি পাখি
২৬ইরানচারটি অর্ধচন্দ্র এবং একটি তলোয়ার নিয়ে আল্লাহ লেখা
২৭ইজরায়েলঝাড়বাতি
২৮সুদানসেক্রেটারি গার্ড
২৯সুইজারল্যান্ডহোয়াইট ক্রস
৩০সিরিয়াঈগল
৩১ত্রিনিদাদহামিং বার্ড
৩২তুর্কিঅর্দ্ধচন্দ্র এবং তারা
৩৩স্পেনঈগল / ডালিম ফুল
৩৪ফ্রান্সলিলি
৩৫অস্ট্রেলিয়াক্যাঙ্গারু
৩৬ইরাকঈগল
৩৭ফিনল্যাণ্ডসিংহ
৩৮জিম্বাবোয়েজিম্বাবোয়ে পাখি
৩৯জাপানক্রিসেন্ট থিমাম
৪০রাশিয়াদুই মাথাযুক্ত ঈগল
৪১কসোভোছয়টি তারকা এবং দেশের মানচিত্র
৪২আয়ারল্যান্ডগোল্ডেন হার্প
৪৩সৌদি আরবখেজুর বৃক্ষ ও তার নিচে তরবারি
বিভিন্ন দেশ ও তার জাতীয় প্রতীক তালিকা

আরো দেখে নাও : 

Download Section

  • File Name : বিভিন্ন দেশের জাতীয় প্রতীক – বাংলা কুইজ
  • File Size : 457 KB
  • No. of Pages : 03
  • Format : PDF
  • Language : Bengali

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button