বিভিন্ন দেশের জাতীয় প্রতীক । National Emblem of Different Countries – PDF
National Emblem of Different Countries in Bengali
বিভিন্ন দেশের জাতীয় প্রতীক তালিকা
প্রিয় পাঠকেরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পৃথিবীর বিভিন্ন দেশের জাতীয় প্রতীক ( National Emblem of Different Countries ) – এর একটি তালিকা। কোন দেশের জাতীয় প্রতীক কি তার একটি সুন্দর তালিকা তোমরা আজকের এই পোস্টে পেয়ে যাবে । Bibhinno Desher jatiyo Protik Talika ।
অশোক স্তম্ভ
ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ। অশোকের সিংহচতুর্মুখ স্তম্ভশীর্ষ একটি ভাস্কর্য্য যেখানে চারটি এশীয় সিংহ পরস্পরের দিকে পিঠ করে চারদিকে মুখ করে বসে রয়েছে। ১৯৫০ খ্রিস্টাব্দ থেকে এই ভাস্কর্য্যের রৈখিক প্রতিরূপ ভারতের জাতীয় প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এই চারটি সিংহ যে ভিত্তিভূমির ওপর দন্ডায়মান সেখানে একটি হাতি, একটি ঘোড়া, একটি ষাঁড় ও একটি সিংহের মূর্তি খোদিত রয়েছে, যাদের মধ্যে একটি করে ধর্মচক্র খোদিত রয়েছে।
বিভিন্ন দেশ ও তার জাতীয় প্রতীক
কোন দেশের জাতীয় প্রতীক কি তার একটি সুন্দর তালিকা নিচে দেওয়া রইলো।
নং | দেশ | জাতীয় প্রতীক |
---|---|---|
১ | ভারত | অশোক স্তম্ভ |
২ | বাংলাদেশ | শাপলা |
৩ | পাকিস্তান | অর্ধচন্দ্র, জুঁইফুল |
৪ | চীন | তিয়েনআনমেন স্কয়ারের গেট আর তার উপরে ৫টি তারা |
৫ | আফগানিস্তান | মসজিদ |
৬ | নেপাল | এভারেস্ট |
৭ | শ্রীলংকা | সিংহ / পদ্ম |
৮ | ভুটান | ডার্ক ( Durk ) নামক ড্রাগন |
৯ | ইতালি | স্বেতপদ্ম |
১০ | জাপান | চন্দ্রমল্লিকা |
১১ | হংকং | অর্কিড গাছ |
১২ | লেবানন | পাইন গাছ |
১৩ | নেদারল্যান্ড | সিংহ |
১৪ | নিউজিলান্ড | ফার্ন, কিউই পাখি |
১৫ | নরওয়ে | কুড়ালযুক্ত সিংহ |
১৬ | পোল্যান্ড | সাদা ঈগল |
১৭ | সেনেগাল | বাওবাব বৃক্ষ |
১৮ | মার্কিন যুক্তরাষ্ট্র | স্বর্ণ দণ্ড |
১৯ | ব্রিটেন | গোলাপ |
২০ | কানাডা | ম্যাপেল পাতা |
২১ | ডেন্মার্ক্ | বীচবৃক্ষ |
২২ | ডোমিনিকা | তোতাপাখি |
২৩ | জার্মানি | ঈগল |
২৪ | ফ্রান্স | কুমুদ ( পদ্ম ) |
২৫ | গুয়ানা | কাঞ্জি পাখি |
২৬ | ইরান | চারটি অর্ধচন্দ্র এবং একটি তলোয়ার নিয়ে আল্লাহ লেখা |
২৭ | ইজরায়েল | ঝাড়বাতি |
২৮ | সুদান | সেক্রেটারি গার্ড |
২৯ | সুইজারল্যান্ড | হোয়াইট ক্রস |
৩০ | সিরিয়া | ঈগল |
৩১ | ত্রিনিদাদ | হামিং বার্ড |
৩২ | তুর্কি | অর্দ্ধচন্দ্র এবং তারা |
৩৩ | স্পেন | ঈগল / ডালিম ফুল |
৩৪ | ফ্রান্স | লিলি |
৩৫ | অস্ট্রেলিয়া | ক্যাঙ্গারু |
৩৬ | ইরাক | ঈগল |
৩৭ | ফিনল্যাণ্ড | সিংহ |
৩৮ | জিম্বাবোয়ে | জিম্বাবোয়ে পাখি |
৩৯ | জাপান | ক্রিসেন্ট থিমাম |
৪০ | রাশিয়া | দুই মাথাযুক্ত ঈগল |
৪১ | কসোভো | ছয়টি তারকা এবং দেশের মানচিত্র |
৪২ | আয়ারল্যান্ড | গোল্ডেন হার্প |
৪৩ | সৌদি আরব | খেজুর বৃক্ষ ও তার নিচে তরবারি |
আরো দেখে নাও :
- বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা | List of Countries, Capitals & Currency | PDF
- ভারতের সাথে বিভিন্ন দেশের যৌথ সামরিক মহড়া ( PDF )
- বিভিন্ন দেশের উপনাম
- পৃথিবীর বিভিন্ন দেশের গুপ্তচর সংস্থা ( PDF )
- বিভিন্ন দেশের সংসদ
Download Section
- File Name : বিভিন্ন দেশের জাতীয় প্রতীক – বাংলা কুইজ
- File Size : 457 KB
- No. of Pages : 03
- Format : PDF
- Language : Bengali
To check our latest Posts - Click Here