Daily Current Affairs in BengaliCurrent Affairs

25th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

Daily Bengali Current Affairs at a Glance 

  • কানপুর কারাগারে শীঘ্রই একটি রেডিও স্টেশন চালু হতে চলেছে যেখানে কয়েদিরা জকি হিসাবে কাজ করবে।
  • চীনের ম্যাকাওতে জুনিয়র এশিয়া কাপ জুডো চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন ত্রিপুরার অস্মিতা দে।
  • জেং কিনওয়েন পালেরমো লেডিস ওপেন ২০২৩ জিতে নিয়েছেন ।
  • সম্প্রতি জেনেভা স্কুল অফ ডিপ্লোমেসি শশী থারুরকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করেছে ।
  • ঋষি সুনাক সরকারে ইউ.কে. হাউস অফ লর্ডস অবৈধ অভিবাসন বিল পাস করেছে।
  • ফেসবুকের মূল কোম্পানি মেটা একটি জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) মডেল উন্মোচন করেছে যার নাম “CM3leon
  • জাহাজ নির্মাণের ঐতিহ্যবাহী “টাঙ্কাই পদ্ধতি” পুনরুদ্ধার করতে সংস্কৃতি মন্ত্রক এবং ভারতীয় নৌবাহিনীর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
  • রাজস্থান ন্যূনতম গ্যারান্টিড ইনকাম বিল, ২০২৩ স্বাক্ষর করেছে।
  • ২০২৪ সালের ICC পুরুষদের T20 বিশ্বকাপ শিরোপা আয়োজন করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।
  • ভারতের কোনো রাজ্যের দ্বিতীয় দীর্ঘ মেয়াদী মুখ্যমন্ত্রী হলেন নবীন পট্টনায়েক

25th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৫শে জুলাই – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 25th July Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 23rd & 24th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি কোথায় কারাগারে বন্দীদের জন্য রেডিও স্টেশন চালু করা হবে?

(A) পুনে
(B) কলকাতা
(C) মুম্বাই
(D) কানপুর

উত্তর
(D) কানপুর

  • কানপুর কারাগারে শীঘ্রই একটি রেডিও স্টেশন চালু হতে চলেছে যেখানে কয়েদিরা জকি হিসাবে কাজ করবে।
  • ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে রেডিও স্টেশনটি চালু করা হবে।

২. জুনিয়র এশিয়ান জুডো চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৪৮ কেজি বিভাগে কে স্বর্ণপদক জিতেছেন?

(A) অস্মিতা দে
(B) মেঘা দাস
(C) ভূমিকা ত্রিপাঠী
(D) সোনালী পাঠক

উত্তর
(A) অস্মিতা দে
চীনের ম্যাকাওতে জুনিয়র এশিয়া কাপ জুডো চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন ত্রিপুরার অস্মিতা দে।

৩. সম্প্রতি পালেরমো লেডিস ওপেন ২০২৩ কে জিতেছেন ?

(A) জেসমিন পাওলিনি
(B) ঝেং কিনওয়েন
(C) সেরেনা উইলিয়ামস
(D) অ্যাশলে বার্টি

উত্তর
(B) ঝেং কিনওয়েন
জেং কিনওয়েন পালেরমো লেডিস ওপেন ২০২৩ জিতে নিয়েছেন ।

৪. কোন প্রতিষ্ঠান ডক্টর শশী থারুরকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করেছে ?

(A) লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিকাল সায়েন্স
(B) হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
(C) জাতিসংঘ বিশ্ববিদ্যালয়
(D) জেনেভা স্কুল অফ ডিপ্লোমেসি

উত্তর
(D) জেনেভা স্কুল অফ ডিপ্লোমেসি
সম্প্রতি জেনেভা স্কুল অফ ডিপ্লোমেসি শশী থারুরকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করেছে ।

৫. সম্প্রতি কোন দেশ ‘অবৈধ অভিবাসন বিল (Illegal Migration Bill )’ পাস করেছে?

(A) ভারত
(B) ইউনাইটেড কিংডম
(C) মার্কিন যুক্তরাষ্ট্র
(D) শ্রীলঙ্কা

উত্তর
(B) ইউনাইটেড কিংডম

  • ঋষি সুনাক সরকারে ইউ.কে. হাউস অফ লর্ডস অবৈধ অভিবাসন বিল পাস করেছে।
  • এটি একটি আইন যা এটিকে স্বরাষ্ট্র সচিবের “কর্তব্য” করে দেবে যুক্তরাজ্য থেকে অবৈধ অভিবাসীদের অপসারণ করা।

৬. কোন প্রযুক্তি কোম্পানি “CM3leon” নামে একটি জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) মডেল উন্মোচন করেছে?

(A) গুগল
(B) মেটা
(C) স্যামসাং
(D) মাইক্রোসফট

উত্তর
(B) মেটা

  • ফেসবুকের মূল কোম্পানি মেটা একটি জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) মডেল উন্মোচন করেছে যার নাম “CM3leon”।
  • এটি টেক্সট থেকে ইমেজ এবং ইমেজ থেকে টেক্সট উভয় কাজ করার ক্ষমতা রাখে।

৭. সম্প্রতি খবরে দেখা গিয়েছে ‘টাঙ্কাই পদ্ধতি’। এটি কোন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত?

(A) বনায়ন
(B) পেন্টিং
(C) জাহাজ নির্মাণ
(D) মানচিত্র তৈরি

উত্তর
(C) জাহাজ নির্মাণ
জাহাজ নির্মাণের ঐতিহ্যবাহী “টাঙ্কাই পদ্ধতি” পুনরুদ্ধার করতে সংস্কৃতি মন্ত্রক এবং ভারতীয় নৌবাহিনীর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

৮. ন্যূনতম গ্যারান্টিড ইনকাম বিল, ২০২৩ সম্প্রতি কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল স্বাক্ষর করেছে?

(A) রাজস্থান
(B) ওড়িশা
(C) কেরালা
(D) পশ্চিমবঙ্গ

উত্তর
(A) রাজস্থান

  • সম্প্রতি, রাজস্থান ন্যূনতম গ্যারান্টিড ইনকাম বিল, ২০২৩স্বাক্ষর করেছে , যার লক্ষ্য রাজ্যের সমগ্র প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীকে নিশ্চিত মজুরি বা পেনশন প্রদান করা।
  • বিলটি নিশ্চিত করে যে সমস্ত পরিবার বার্ষিক ১২৫ দিনের নিশ্চিত কর্মসংস্থান পায় এবং বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা এবং অবিবাহিত মহিলারা ন্যূনতম ১,০০০ টাকা মাসিক পেনশন পান।

৯. কোন দেশ ২০২৪ সালের ICC পুরুষদের T20 বিশ্বকাপ শিরোপা আয়োজন করতে চলেছে ?

(A) ভারত ও শ্রীলঙ্কা
(B) মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ
(C) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
(D) ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড

উত্তর
(B) মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ

ICC T20 বিশ্বকাপ ভেন্যু

  • ২০১৬ ভারত
  • ২০২০ অস্ট্রেলিয়া
  • ২০২১ সংযুক্ত আরব আমিরাত
  • ২০২২ অস্ট্রেলিয়া
  • ২০২৪ মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ
  • ২০২৬ ভারত ও শ্রীলঙ্কা
  • ২০২৮ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
  • ২০৩০ ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড

দেখে নাও বিভিন্ন আন্তর্জাতিক গেমসের ভেন্যু তালিকা

১০. সম্প্রতি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবসুর রেকর্ড ভেঙে কে ভারতের কোনো রাজ্যের দ্বিতীয় দীর্ঘ মেয়াদী মুখ্যমন্ত্রী হলেন?

(A) মমতা বন্দ্যোপাধ্যায়
(B) জগন মোহন রেড্ডি
(C) প্রমোদ সাওয়ান্ত
(D) নবীন পট্টনায়েক

উত্তর
(D) নবীন পট্টনায়েক

  • মুখ্যমন্ত্রী পদে ২৩ বছর ১৩৮ দিন ছিলেন জ্যোতি বসু৷ ভারতের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে এই নজির ছিল প্রয়াত কিংবদন্তি সিপিএম নেতার দখলে৷
  • সম্প্রতি সেই নজির ছুঁয়ে ফেলেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক৷
  • তবে সবথেকে বেশি দিন মুখ্যমন্ত্রীর পদে থাকার রেকর্ড এখনও রয়েছে সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ে দখলে৷ ২৪ বছর ১৬৬ দিন সিকিমের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি৷

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button