QuizQuiz

বাংলা কুইজ – সেট ১৬৫ । কুইজের প্রশ্ন ও উত্তর

Bangla Quiz - Set 165

বাংলা কুইজ – সেট ১৬৫ – কুইজের প্রশ্ন ও উত্তর

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো কুইজের ১০ টি প্রশ্ন ও উত্তর।
১. সমালিয়াতে মুষব্বাক (mushabbak) ও মিশরে মেশাবেক (Meshabek) নামে পরিচিত, খাদ্যদ্রব্যটি ভারতে কী সাধারণত কী নামে পরিচিত ?

উত্তর :
জিলাপি

২. ‘It’s Quick and Easy ‘ কোন কোম্পানির ট্যাগ লাইন ?

উত্তর :
ফেসবুক 

. Mintonette এই খেলাটি বর্তমানে আমাদের কাছে কী নামে পরিচিত?

উত্তর :
ভলিবল 

. প্রথম কোন কোম্পানি ভারতে ইন্টারনেট পরিষেবা চালু করে?

উত্তর :
VSNL 

৫. সম্প্রতি কোন অ্যাপ রীলস নামে একধরনের ভিডিও ফিচার চালু করলো ?

উত্তর :
ইনস্টাগ্রাম 


৬. ভারতে কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তি গবেষণা কেন্দ্র (Central Food Technology Research Institute) কোথায় অবস্থিত ?

উত্তর :
মহীশূর(Mysore)

৭. সহস্র পাহাড়ের দেশ কোন দেশকে বলা হয়?

উত্তর :
রুয়ান্ডা (Rwanda)

৮. গুজরাট রাজ্যের আঞ্চলিক চলচ্চিত্র কী নামে পরিচিত?

উত্তর :
ঢলিউড

৯. টেলিগ্রাম অ্যাপ প্রথম কোন দেশে লঞ্চ হয়?

উত্তর :
রাশিয়া

১০. ২০২০ সালে ২.৮ কিমি লম্বা ভারতের দীর্ঘতম ট্রেন চালালো ভারতীয় রেল।
এই ট্রেনের নাম কী?

উত্তর :
শেষনাগ 

আরো দেখে নাও :

বাংলা কুইজ সেট ১৬১ স্পোর্টস কুইজ । Sports Quiz

বাংলা কুইজ সেট ১৬০ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্পেশাল কুইজ

বাংলা কুইজ – সেট ১৫৮ –আইপিএল স্পেশাল কুইজ| IPL Quiz

বাংলা কুইজ – সেট ১৫৭ – দুর্গা পূজা স্পেশাল কুইজ

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button