বাংলা কুইজ – সেট ১৬৫ – কুইজের প্রশ্ন ও উত্তর
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো কুইজের ১০ টি প্রশ্ন ও উত্তর।
১. সমালিয়াতে মুষব্বাক (mushabbak) ও মিশরে মেশাবেক (Meshabek) নামে পরিচিত, খাদ্যদ্রব্যটি ভারতে কী সাধারণত কী নামে পরিচিত ?
২. ‘It’s Quick and Easy ‘ কোন কোম্পানির ট্যাগ লাইন ?
৩. Mintonette এই খেলাটি বর্তমানে আমাদের কাছে কী নামে পরিচিত?
৪. প্রথম কোন কোম্পানি ভারতে ইন্টারনেট পরিষেবা চালু করে?
৫. সম্প্রতি কোন অ্যাপ রীলস নামে একধরনের ভিডিও ফিচার চালু করলো ?
৬. ভারতে কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তি গবেষণা কেন্দ্র (Central Food Technology Research Institute) কোথায় অবস্থিত ?
৭. সহস্র পাহাড়ের দেশ কোন দেশকে বলা হয়?
৮. গুজরাট রাজ্যের আঞ্চলিক চলচ্চিত্র কী নামে পরিচিত?
৯. টেলিগ্রাম অ্যাপ প্রথম কোন দেশে লঞ্চ হয়?
১০. ২০২০ সালে ২.৮ কিমি লম্বা ভারতের দীর্ঘতম ট্রেন চালালো ভারতীয় রেল।
এই ট্রেনের নাম কী?
আরো দেখে নাও :
বাংলা কুইজ – সেট ১৬১ – স্পোর্টস কুইজ । Sports Quiz
বাংলা কুইজ –সেট ১৬০ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্পেশাল কুইজ
To check our latest Posts - Click Here