Daily Current Affairs in BengaliCurrent Affairs

18th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

18th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৮ই এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 18th April Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. ICC ক্রিকেট কমিটিতে Member Board Representative হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) জে শাহ
(B) অক্ষয় উইধানী
(C) রঞ্জিত রথ
(D) জয়তী ঘোষ

উত্তর :
(A) জে শাহ

  • BCCI এর সেক্রেটারি জয় শাহকে ICC ক্রিকেট কমিটিতে সদস্য বোর্ডের প্রতিনিধি (Member Board Representative) হিসেবে নিযুক্ত করা হয়েছে।
  • সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে দক্ষিণ আফ্রিকা উদ্বোধনী ICC অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হবে।

২. ৪৫ বছর আগে লেখা একটি ছোট গল্পের জন্য সম্প্রতি কাকে O.Henry Prize 2022 প্রদান করা হয়েছে?

(A) প্রভাত পট্টনায়েক
(B) আরেফা জোহরি
(C) নীলমণি ফুকন
(D) অমর মিত্র

উত্তর :
(D) অমর মিত্র

  • বাঙালি লেখক অমর মিত্র ৪৫ বছর আগে লেখা একটি ছোট গল্পের জন্য ২০২২ সালের O.Henry পুরস্কারে ভূষিত হয়েছেন।
  • ‘গাঁওবুড়ো’ নামের ছোটগল্পটি ১৯৭৭ সালে লেখা একটি বাংলা ছোট গল্প।
  • তিনি ২০০৬ সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন।

৩. কোন দেশ সম্প্রতি Zhongxing-6D নামে একটি স্যাটেলাইট লঞ্চ করেছে?

(A) অস্ট্রেলিয়া
(B) রাশিয়া
(C) চীন
(D) ইরান

উত্তর :
(C) চীন

  • এটি দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের জিচাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছে।

৪. IPL এর ইতিহাসে ১৫০টি উইকেট নেওয়া প্রথম ভারতীয় খেলোয়াড় কে হলেন?

(A) লাসিথ মালিঙ্গা
(B) কাগিসো রাবাদা
(C) ডোয়াইন ব্রাভো
(D) ভুবনেশ্বর কুমার

উত্তর :
(D) ভুবনেশ্বর কুমার

  • ১৭ই এপ্রিল ২০২২ এ ভুবনেশ্বর কুমার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্সকারী প্রথম ভারতীয় বোলার হলেন।
  • মুম্বাইয়ের ডক্টর ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে IPL ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার সময় তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন।
  • ডোয়াইন ব্রাভো (১৭৪) এবং লাসিথ মালিঙ্গা (১৭০) এর পর, ভুবনেশ্বর কুমার সামগ্রিকভাবে IPL এ ১৫০ উইকেট নেওয়া তৃতীয় ফাস্ট বোলার হয়েছেন।

৫. কোন দিনটিতে বিশ্ব ঐতিহ্য দিবস (World Heritage Day) পালিত হয়?

(A) ৮ই এপ্রিল
(B) ১৮ই মে
(C) ২৮শে এপ্রিল
(D) ১৮ই এপ্রিল

উত্তর :
(D) ১৮ই এপ্রিল

  • দিবসটি প্রথম ১৯৮৩ সালে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা (UNESCO) দ্বারা পালিত হয়।
  • উদ্দেশ্য হল গ্রহের সাংস্কৃতিক ঐতিহ্য এবং বৈচিত্র্য সম্পর্কে সচেতনতা প্রচার করা।
  • ২০২২ সালের বিশ্ব ঐতিহ্য দিবসের থিম হল “ঐতিহ্য এবং জলবায়ু” (Heritage and Climate)।

৬. কোন শহরে সম্প্রতি সেনা কমান্ডারদের সম্মেলন আয়োজিত হচ্ছে?

(A) দেরাদুন
(B) চেন্নাই
(C) নতুন দিল্লি
(D) নাসিক

উত্তর :
(C) নতুন দিল্লি

  • সেনা কমান্ডারদের সম্মেলন ১৮ই এপ্রিল থেকে ২২শে এপ্রিল ২০২২-পর্যন্ত জন্য নয়াদিল্লিতে আয়োজিত হচ্ছে।
  • এটি একটি শীর্ষ-স্তরের দ্বিবার্ষিক ইভেন্ট যা প্রতি বছর এপ্রিল এবং অক্টোবরে অনুষ্ঠিত হয়।

৭. দৃষ্টিহীনদের জন্য দেশের প্রথম রেডিও চ্যানেল, ‘Radio Aksh’ সম্প্রতি কোন শহরে লঞ্চ করা হয়েছে?

(A) দিল্লী
(B) আগ্রা
(C) এলাহাবাদ
(D) নাগপুর

উত্তর :
(D) নাগপুর

  • ‘ব্লাইন্ড রিলিফ অ্যাসোসিয়েশন নাগপুর’ এবং ‘Samdrushti Kshamata Vikas Avam Anusandhan Mandal (Saksham)’ এই ধারণার প্রবর্তক।
  • এ চ্যানেলে দৃষ্টিপ্রতিবন্ধীদের শিক্ষা সংস্থান এবং অডিওবুক শোনার সুযোগ থাকবে।

৮. ‘WHO Global Centre for Traditional Medicine’ (GCTM)-এর ভিত্তিপ্রস্তর কে স্থাপন করলেন এবং কোথায় করলেন?

(A) নরেন্দ্র মোদি
(B) গিরিরাজ সিং চৌহান
(C) জিতেন্দ্র সিং
(D) মনসুখ মান্ডাভিয়া

উত্তর :
(A) নরেন্দ্র মোদি

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৮ই এপ্রিল ২০২২ থেকে গুজরাটে তার ৩ দিনের সফরে জামনগরে ‘WHO গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন’ (GCTM)-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন।
  • GCTM হবে বিশ্বব্যাপী ঐতিহ্যবাহী ওষুধের জন্য প্রথম এবং একমাত্র গ্লোবাল আউটপোস্ট সেন্টার।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button