General Knowledge Notes in BengaliHistory Notes

নোবেল পুরস্কার ২০২০ তালিকা | Nobel Prize 2020 । PDF

Nobel Prize 2020

নোবেল পুরস্কার ২০২০ তালিকা

প্রিয় পাঠকেরা, নোবেল পুরস্কার – ২০২০ সম্পর্কে আলোচনার আগে দেখে নিয়ে নোবেল পুরস্কার  সম্পর্কিত কিছু শুরুত্বপূর্ণ তথ্য ।

নোবেল পুরস্কার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

  • সুয়েডীয় বিজ্ঞানী আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন ।
  • “এ মার্চেন্ট অব ডেথ হু ডেড” নামক এক ফরাসি পত্রিকায় তাঁর আবিষ্কারের কারণে মৃত ব্যক্তিদের তালিকা দেখে আলফ্রেড নোবেল বিস্মিত ও দুঃখী হন ।
  • আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইল-এর মর্মানুসারে নোবেল পুরস্কার প্রচলন করা হয় ।
  • প্রথম পুরস্কার প্রদান করা হয় ১৯০১ সালে ( অর্থনীতি ছাড়া )।
  • অর্থনীতিতে নোবেল দেওয়া শুরু হয় ১৯৬৯ সালে ।
  • নোবেল শান্তি পুরুস্কার প্রদান করা হয় নরওয়ের অসলো শহর থেকে।
  • নোবেল শান্তি  ছাড়া অন্য পুরস্কারগুলো প্রদান করা হয় স্টকহোম কনসার্ট হল(সুইডেন) থেকে।
  • মোট ছয়টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হল:
    • পদার্থবিজ্ঞান
    • রসায়ন
    • চিকিৎসা শাস্ত্র
    • অর্থনীতি
    • সাহিত্য এবং
    • শান্তি ।

২০২০ সালের নোবেল প্রাপকদের তালিকা 


চিকিৎসা বিজ্ঞান

২০২০ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রাপকদের তালিকা নিচে দেওয়া রইলো। 

চিকিৎসা বিজ্ঞান
         Harvey J. Alterনোবেল পুরুষ্কার ২০২০নোবেল পুরস্কার ২০২০
হার্ভে জে অল্টার
মার্কিন যুক্তরাষ্ট্র
চার্লস এম  রাইস
মার্কিন যুক্তরাষ্ট্র
মাইকেল হাউটনক
ইংল্যান্ড
হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য

পদার্থবিজ্ঞান

২০২০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রাপকদের তালিকা নিচে দেওয়া রইলো। 

পদার্থবিজ্ঞান
নোবেল পুরস্কার ২০২০Genzel Reinhardনোবেল পুরুষ্কার ২০২০
 রজার পেনরোজ
ইংল্যান্ড
রেইনহার্ড গেঞ্জেল
জার্মানি
আন্দ্রেয়া ঘেজ
মার্কিন যুক্তরাষ্ট্র
আপেক্ষিকতার সাধারণ তত্ত্বটি কৃষ্ণগহ্বরের গঠনের দিকে পরিচালিত করে প্রমাণ করার জন্যগ্যালাক্সির কেন্দ্রে অদৃশ্য এবং ভারি একধরনের বস্তু (সুপারম্যাসিভ কমপ্যাক্ট অবজেক্ট) আবিষ্কারের জন্য

রসায়ন 

২০২০ সালে রসায়নে নোবেল পুরস্কার প্রাপকদের তালিকা নিচে দেওয়া রইলো। 

 রসায়ন
Jennifer DoudnaEmmanuelle Charpentier
জেনিফার ডাউডনা৷
মার্কিন যুক্তরাষ্ট্র
এমানুয়েল শারপন্টিয়ের
ফ্রান্স
জিনোম এডিটিং-এর পদ্ধতি আবিষ্কার করার জন্য।

 

তাঁরা ‘জেনেটিক সিজার্স’ আবিষ্কার করেছেন।

সাহিত্য

এই বছর  সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপকদের তালিকা নিচে দেওয়া রইলো। 

সাহিত্য
Louise Gluck
লুইস গ্লাক  (কবি)
মার্কিন যুক্তরাষ্ট্র
অসামান্য কাব্যকণ্ঠ ও নিভাবরণ সৌন্দর্যবোধের মাধ্যমে  ব্যক্তিসত্তাকে সার্বজনীন করে তোলার

 

জন্য লুইস গ্লাক নোবেল পুরুস্কার  পেলেন।

শান্তি 

২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপকদের তালিকা নিচে দেওয়া রইলো। 

শান্তি
World Food Programme
বিশ্ব খাদ্য কর্মসূচী
সদর দপ্তর: রোম,ইতালি
সারা বিশ্বে ক্ষুধার জ্বালা মেটাতে, যুদ্ধ বিধ্বস্ত এলাকায় শান্তি ফিরিয়ে আনার অক্লান্ত চেষ্টা এবং এই ক্ষুধার জ্বালা হিংসা ও যুদ্ধ ছড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়ায় বাধা দেওয়ার সব রকম চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য নোবেল পুরস্কার পেল এই সংস্থা।

অর্থনীতি 

এই বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপকদের তালিকা নিচে দেওয়া রইলো। 

 অর্থনীতি 
নোবেল পুরস্কার ২০২০Robert B Wilson
পল রবার্ট মিলগ্রোম
মার্কিন যুক্তরাষ্ট্র
রবার্ট বাটলার বব উইলসন
মার্কিন যুক্তরাষ্ট্র
নিলাম তত্ত্বের উন্নতি এবং নতুন নিলাম পদ্ধতি আবিষ্কারের জন্য তাঁরা

 

অর্থনীতিতে নোবেল  পুরস্কার পেলেন |

নিচের ডাউনলোড লিংক থেকে PDF ফরম্যাটে নোবেল পুরস্কার ২০২০ তালিকা ডাউনলোড করে নিতে পারো।

Download Section 

  • File Name :
  • File Size : 
  • No. of Pages : 
  • Format : PDF 
  • Language : Bengali 

আরো দেখে নাও:

নোবেল পুরস্কার  সম্পর্কিত বিভিন্ন তথ্য 

জাতীয় ক্রীড়া সম্মান ২০২০ । National Sports Awards 2020 । PDF Download

পুরস্কারের সূচনাকাল ( PDF )

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

2 Comments

Back to top button