General Knowledge Notes in BengaliNotes
পর্যায় সারণির মৌলের পর্যায়বৃত্ত ধর্মসমূহ
পর্যায় সারণির শ্রেণী (পর্যায় ) ও গ্রুপ বরাবর মৌলগুলির পর্যায়বৃত্ত ধর্ম
মৌলের পর্যায়বৃত্ত ধর্মসমূহ
পর্যায় সারণীর শ্রেণী (পর্যায় ) ও গ্রুপ বরাবর মৌলগুলির কিছু পর্যায়বৃত্ত ধর্ম লক্ষ্য করা যায়। বিভিন্ন পরীক্ষার এর থেকে প্রশ্ন এসেই থাকে। আমরা ছকের সাহায্যে ছোট্ট করে এই পর্যায়বৃত্ত ধর্মগুলি দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা উপকৃত হবে ।
পর্যায়বৃত্ত ধর্ম | শ্রেণী (পর্যায় ) – বাম থেকে ডানে | গ্রুপে – উপর নিচে |
পরমাণুর আকার | হ্রাস পায় | বৃদ্ধি পায় |
আয়নীকরণ বিভব | বৃদ্ধি পায় | হ্রাস পায় |
ইলেকট্রন আসক্তি | বৃদ্ধি পায় | হ্রাস পায় |
তড়িৎ ঋণাত্বকতা | বৃদ্ধি পায় | হ্রাস পায় |
বিজারণ ক্ষমতা | হ্রাস পায় | বৃদ্ধি পায় |
ধাতব ধর্ম | হ্রাস পায় | বৃদ্ধি পায় |
অধাতব ধর্ম | বৃদ্ধি পায় | হ্রাস পায় |
জারণ ক্ষমতা | বৃদ্ধি পায় | হ্রাস পায় |
যোজ্যতা | বৃদ্ধি পায় | কোনো পরিবর্তন হয় না |
অক্সাইড যৌগের ক্ষারকীয় ধর্ম | হ্রাস পায় | বৃদ্ধি পায় |
অক্সাইড যৌগের অম্লীয় ধর্ম | বৃদ্ধি পায় | হ্রাস পায় |
আরো দেখে নাও :
পর্যায় সারণির বিভিন্ন ধরণের মৌল
বিভিন্ন ধাতু-সংকর ও তাদের ব্যবহার | সংকর ধাতু । List of Important Alloys and their Uses
বিভিন্ন ধাতুর আকরিক । List of Important Metals and their Ores
To check our latest Posts - Click Here