NotesGeneral Knowledge Notes in Bengali

বিভিন্ন ধাতু-সংকর ও তাদের ব্যবহার PDF | সংকর ধাতু । Alloys and their Uses

ধাতু-সংকরের নাম, উপাদান, এবং ব্যবহার

প্রিয় পাঠকেরা, আজ তোমাদের জন্য দেওয়া রইলো বিভিন্ন ধাতু সংকরের তালিকা এবং তাদের ব্যবহার (List of Important Alloys and their Uses )  সম্পর্কিত কিছু তথ্য। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক – বিভিন্ন সংকর ধাতু ও তাদের ব্যবহার। Sonkor Dhatu ।

বিভিন্ন ধাতু-সংকর ও তাদের উপাদান এবং ব্যবহার সম্পর্কে জেনে নেওয়ার আগে একটু দেখে নিয়ে ধাতু সংকর সম্পর্কিত কিছু তথ্য।

ধাতু-সংকর (Alloy ) বা সংকর ধাতু কাকে বলে ?

দুই বা ততোধিক ধাতু অথবা এক বা একাধিক ধাতু ও অধাতুর ( যেমন – কার্বন, সিলিকন, ফসফরাস ইত্যাদি ) সমসত্ত্ব বা অসমসত্ত্ব মিশ্রণ যা একক ধাতুর মতো আচরণ করে, তাকে ধাতু-সংকর বা সংকর ধাতু বলে।

সংকর ধাতুর বৈশিষ্ট্য :

  1. সংকর ধাতু দুই বা ততোধিক ধাতু অথবা এক বা একাধিক ধাতু ও অধাতুর সমসত্ত্ব বা অসমসত্ত্ব মিশ্রণ।
  2. রাসায়নিক ধর্মে সংকর ধাতু ও তার ধাতব উপাদানগুলির মধ্যে কিছুটা সাদৃশ্য থাকলেও ভৌত ধর্মে এদের মধ্যে যথেষ্ট পরিমানে বৈসাদৃশ্য বর্তমান।
  3. উপাদান ধাতুগুলির চেয়ে সংকর ধাতুর গলনাঙ্ক কম বা বেশি হতে পারে।
  4. সংকর ধাতু অধিকাংশ ক্ষেত্রে কঠিন হলেও তরলও হতে পারে।

অ্যামালগাম বা পারদ-শংকর :

কোনো সংকর ধাতুর একটি উপাদান পারদ ( Hg ) হলে, সেই সংকর ধাতুকে অ্যামালগাম বলা হয়।

দেখে নিয়ে বিভিন্ন সংকর ধাতু উপাদান ও ব্যবহার । 

ধাতু সংকরউপাদানব্যবহার
পিতল (Brass )তামা – ৬০-৮০% জিঙ্ক – ৪০-২০%বাসনপত্র, জলের কল, টেলিস্কোপ, যন্ত্রপাতি ইত্যাদি প্রস্তুত করতে
কাঁসা (Bronze )তামা – ৭৫ – ৯০% টিন – ২৫-১০%বাসনপত্র, মুদ্রা, মূর্তি, মেডেল, ঘন্টা ইত্যাদি প্রস্তুত করতে
জার্মান সিলভারতামা – ৫০% জিঙ্ক – ২৫% নিকেল – ২৫%বাসনপত্র, ফুলদানি, শৌখিন দ্রব্য প্রস্তুতিতে
গান মেটালতামা – ৮৮% জিঙ্ক – ২% টিন  – ১০%মূর্তি নির্মাণে ব্যবহৃত হয়
টাইপ মেটালসীসা – ৭৫% টিন – ৫% এন্টিমনি – ২০%ছাপার অক্ষর প্রস্তুত করতে
স্টেইনলেস স্টিললোহা – ৮৫% ক্রোমিয়াম – ১৪% কার্বন – ০.৩% নিকেল – ০.৭%বাসনপত্র, শল্য চিকিৎসার যন্ত্রপাতি, মোটর ও সাইকেলের যন্তপাতি প্রভৃতি প্রস্তুতিতে
মাগনেলিয়ামঅ্যালুমিনিয়াম – ৭০-৯৫% ম্যাগনেসিয়াম – ৩০-৫%হালকা যন্ত্র ও তুলাযন্ত্র নির্মাণে
ডুরালুমিনঅ্যালুমিনিয়াম – ৯৫% তামা – ৪% ম্যাগনেসিয়াম – ০.৫% ম্যাঙ্গানিজ – ০.৫%বিমান ও গাড়ির কাঠামো প্রস্তুত করতে
অ্যালুমিনিয়াম ব্রোন্জতামা – ৯০% অ্যালুমিনিয়াম – ১০%মুদ্রা, বাসন, ফটোফ্রেম, ফুলদানি প্রস্তুতিতে
অ্যালনিকোঅ্যালুমিনিয়াম – ৮-১২% নিকেল – ১৫-২৬% কোবাল্ট – ৫-২৪% তামা – ৬% বাকিটা লোহাকৃত্রিম চুম্বক প্রস্তুত করতে
ডেল্টা মেটালতামা – ৫৫% জিংক – ৪০% লোহা – ৫%বিয়ারিং, ভাল্ভ, জাহাজের প্রপেলার তৈরী করতে
ডাচ মেটালতামা – ৮৪% জিংক – ১৬%ইমিটেশনের গয়না প্রস্তুত করতে
ইলেক্ট্রনম্যাগনেসিয়াম – ৯৫% জিংক – ৫%বিমান ও মোটরগাড়ির যন্ত্রাংশ নির্মাণ করতে
মোনেল মেটালতামা – ৩০% নিকেল – ৬৭% টিন অথবা লোহা – ৩%পাম্প, চাকার ব্লেড প্রভৃতি প্রস্তুতিতে
ইনভারলোহা – ৬৪% নিকেল – ৩৬%পেন্ডুলামের দণ্ড, মিটার স্কেল প্রভৃতি প্রস্তুতিতে
রাংঝাল বা সোল্ডারসীসা – ৫০% টিন – ৫০%ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়
ম্যাঙ্গানিজ স্টিললোহা – ৮৬-৯১% ম্যাঙ্গানিজ – ৯-১৪%রেললাইন, ট্রামলাইন, হেলমেট, সিন্দুক, পাথর গুঁড়ো করার যন্ত্র প্রভৃতি প্রস্তুত করতে
নিকেল স্টিললোহা – ৯৬-৯৮% নিকেল – ২-৪%বিমানের প্রপেলার, গিয়ার প্রস্তুতিতে ব্যবহার করা হয়

আরো দেখে নাও :

ধাতুবিদ্যা : খনিজ, আকরিক, ধাতু সংকর মক টেস্ট

বিভিন্ন ধাতুর আকরিক । List of Important Metals and their Ores

বিজ্ঞান MCQ – সেট ৬৮ – রসায়ন । ধাতু ও ধাতু সংকর

বিভিন্ন ধরণের মৌল

৫০০টি বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর ( PDF )

pH মাত্রা

নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির পিডিএফ ফাইল ডাউনলোড করে নাও।

Download Section

  • File Name : বিভিন্ন ধাতু-সংকর ও তাদের ব্যবহার _ সংকর ধাতু । List of Important Alloys and their Uses – বাংলা কুইজ
  • File Size: 2 MB
  • No. of pages: 03
  • Format: PDF
  • Language: Bengali
  • Subject: Science

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button