বিভিন্ন ধাতু-সংকর ও তাদের ব্যবহার PDF | সংকর ধাতু । Alloys and their Uses
ধাতু-সংকরের নাম, উপাদান, এবং ব্যবহার
প্রিয় পাঠকেরা, আজ তোমাদের জন্য দেওয়া রইলো বিভিন্ন ধাতু সংকরের তালিকা এবং তাদের ব্যবহার (List of Important Alloys and their Uses ) সম্পর্কিত কিছু তথ্য। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক – বিভিন্ন সংকর ধাতু ও তাদের ব্যবহার। Sonkor Dhatu ।
Table of Contents
বিভিন্ন ধাতু-সংকর ও তাদের উপাদান এবং ব্যবহার সম্পর্কে জেনে নেওয়ার আগে একটু দেখে নিয়ে ধাতু সংকর সম্পর্কিত কিছু তথ্য।
ধাতু-সংকর (Alloy ) বা সংকর ধাতু কাকে বলে ?
দুই বা ততোধিক ধাতু অথবা এক বা একাধিক ধাতু ও অধাতুর ( যেমন – কার্বন, সিলিকন, ফসফরাস ইত্যাদি ) সমসত্ত্ব বা অসমসত্ত্ব মিশ্রণ যা একক ধাতুর মতো আচরণ করে, তাকে ধাতু-সংকর বা সংকর ধাতু বলে।
সংকর ধাতুর বৈশিষ্ট্য :
- সংকর ধাতু দুই বা ততোধিক ধাতু অথবা এক বা একাধিক ধাতু ও অধাতুর সমসত্ত্ব বা অসমসত্ত্ব মিশ্রণ।
- রাসায়নিক ধর্মে সংকর ধাতু ও তার ধাতব উপাদানগুলির মধ্যে কিছুটা সাদৃশ্য থাকলেও ভৌত ধর্মে এদের মধ্যে যথেষ্ট পরিমানে বৈসাদৃশ্য বর্তমান।
- উপাদান ধাতুগুলির চেয়ে সংকর ধাতুর গলনাঙ্ক কম বা বেশি হতে পারে।
- সংকর ধাতু অধিকাংশ ক্ষেত্রে কঠিন হলেও তরলও হতে পারে।
অ্যামালগাম বা পারদ-শংকর :
কোনো সংকর ধাতুর একটি উপাদান পারদ ( Hg ) হলে, সেই সংকর ধাতুকে অ্যামালগাম বলা হয়।
দেখে নিয়ে বিভিন্ন সংকর ধাতু উপাদান ও ব্যবহার ।
ধাতু সংকর | উপাদান | ব্যবহার |
---|---|---|
পিতল (Brass ) | তামা – ৬০-৮০% জিঙ্ক – ৪০-২০% | বাসনপত্র, জলের কল, টেলিস্কোপ, যন্ত্রপাতি ইত্যাদি প্রস্তুত করতে |
কাঁসা (Bronze ) | তামা – ৭৫ – ৯০% টিন – ২৫-১০% | বাসনপত্র, মুদ্রা, মূর্তি, মেডেল, ঘন্টা ইত্যাদি প্রস্তুত করতে |
জার্মান সিলভার | তামা – ৫০% জিঙ্ক – ২৫% নিকেল – ২৫% | বাসনপত্র, ফুলদানি, শৌখিন দ্রব্য প্রস্তুতিতে |
গান মেটাল | তামা – ৮৮% জিঙ্ক – ২% টিন – ১০% | মূর্তি নির্মাণে ব্যবহৃত হয় |
টাইপ মেটাল | সীসা – ৭৫% টিন – ৫% এন্টিমনি – ২০% | ছাপার অক্ষর প্রস্তুত করতে |
স্টেইনলেস স্টিল | লোহা – ৮৫% ক্রোমিয়াম – ১৪% কার্বন – ০.৩% নিকেল – ০.৭% | বাসনপত্র, শল্য চিকিৎসার যন্ত্রপাতি, মোটর ও সাইকেলের যন্তপাতি প্রভৃতি প্রস্তুতিতে |
মাগনেলিয়াম | অ্যালুমিনিয়াম – ৭০-৯৫% ম্যাগনেসিয়াম – ৩০-৫% | হালকা যন্ত্র ও তুলাযন্ত্র নির্মাণে |
ডুরালুমিন | অ্যালুমিনিয়াম – ৯৫% তামা – ৪% ম্যাগনেসিয়াম – ০.৫% ম্যাঙ্গানিজ – ০.৫% | বিমান ও গাড়ির কাঠামো প্রস্তুত করতে |
অ্যালুমিনিয়াম ব্রোন্জ | তামা – ৯০% অ্যালুমিনিয়াম – ১০% | মুদ্রা, বাসন, ফটোফ্রেম, ফুলদানি প্রস্তুতিতে |
অ্যালনিকো | অ্যালুমিনিয়াম – ৮-১২% নিকেল – ১৫-২৬% কোবাল্ট – ৫-২৪% তামা – ৬% বাকিটা লোহা | কৃত্রিম চুম্বক প্রস্তুত করতে |
ডেল্টা মেটাল | তামা – ৫৫% জিংক – ৪০% লোহা – ৫% | বিয়ারিং, ভাল্ভ, জাহাজের প্রপেলার তৈরী করতে |
ডাচ মেটাল | তামা – ৮৪% জিংক – ১৬% | ইমিটেশনের গয়না প্রস্তুত করতে |
ইলেক্ট্রন | ম্যাগনেসিয়াম – ৯৫% জিংক – ৫% | বিমান ও মোটরগাড়ির যন্ত্রাংশ নির্মাণ করতে |
মোনেল মেটাল | তামা – ৩০% নিকেল – ৬৭% টিন অথবা লোহা – ৩% | পাম্প, চাকার ব্লেড প্রভৃতি প্রস্তুতিতে |
ইনভার | লোহা – ৬৪% নিকেল – ৩৬% | পেন্ডুলামের দণ্ড, মিটার স্কেল প্রভৃতি প্রস্তুতিতে |
রাংঝাল বা সোল্ডার | সীসা – ৫০% টিন – ৫০% | ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় |
ম্যাঙ্গানিজ স্টিল | লোহা – ৮৬-৯১% ম্যাঙ্গানিজ – ৯-১৪% | রেললাইন, ট্রামলাইন, হেলমেট, সিন্দুক, পাথর গুঁড়ো করার যন্ত্র প্রভৃতি প্রস্তুত করতে |
নিকেল স্টিল | লোহা – ৯৬-৯৮% নিকেল – ২-৪% | বিমানের প্রপেলার, গিয়ার প্রস্তুতিতে ব্যবহার করা হয় |
আরো দেখে নাও :
ধাতুবিদ্যা : খনিজ, আকরিক, ধাতু সংকর মক টেস্ট
বিভিন্ন ধাতুর আকরিক । List of Important Metals and their Ores
বিজ্ঞান MCQ – সেট ৬৮ – রসায়ন । ধাতু ও ধাতু সংকর
৫০০টি বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর ( PDF )
নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির পিডিএফ ফাইল ডাউনলোড করে নাও।
Download Section
- File Name : বিভিন্ন ধাতু-সংকর ও তাদের ব্যবহার _ সংকর ধাতু । List of Important Alloys and their Uses – বাংলা কুইজ
- File Size: 2 MB
- No. of pages: 03
- Format: PDF
- Language: Bengali
- Subject: Science
To check our latest Posts - Click Here