QuizQuiz

আইপিএল স্পেশাল কুইজ – বাংলা কুইজ – সেট ১৫৮ । IPL Quiz

Bangla Quiz -Set 158 - IPL Special Quiz

IPL Special Quiz Set – আইপিএল স্পেশাল কুইজ

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো আইপিএল স্পেশাল কুইজ  এর  ১০ টি প্রশ্ন ও উত্তর।

১. একমাত্র কোন খেলোয়াড় আইপিএলের ১২ টি সিজনে একটি দলের হয়েই খেলেছেন?

উত্তর :
বিরাট কোহলি 

২. কোন খেলোয়াড় সর্বাধিক দলের হয়ে আইপিএলে খেলেছেন?

উত্তর :
অ্যারন ফিঞ্চ  

৩. প্রথম কোন ভারতীয় আইপিএলে সেঞ্চুরি করেন?

উত্তর :
মনীশ পাণ্ডে

আরো দেখে নাও : [ বাংলা কুইজ – সেট ১৫০ – মহেন্দ্র সিং ধোনি স্পেশাল ]

৪. আইপিএলের ইতিহাসে সর্বাধিক ৪(বাউন্ডারি) মারার রেকর্ড রয়েছে কোন ব্যাটসম্যানের নামে?

উত্তর :
শিখর ধাওয়ান  

৫. আইপিএলে সর্বাধিক হ্যাটট্রিক উইকেটের অধিকারী কোন খেলোয়াড়?

উত্তর :
অমিত মিশ্রা

৬. একমাত্র কোন খেলোয়াড় পরপর তিনটি সেশনে আইপিএল ট্রফি জিতেছেন?

উত্তর :
করণ শর্মা  

আরো দেখে নাও : [ জাতীয় ক্রীড়া দিবস । কুইজ সেট – ১৫৩ । Sports Quiz ]

৭. কোন খেলোয়াড় সর্বাধিক বার আইপিএল ট্রফি জিতেছেন?

উত্তর :
রোহিত শর্মা  

৮. আইপিএলে দ্রুততম অর্ধশত রান করার রেকর্ড রয়েছে কোন ব্যাটসম্যানের নামে?

উত্তর :
কে এল রাহুল  

আরো দেখে নাও : [ বাংলা কুইজ –  সেট ১৪৫ –  ক্রিকেট বিশ্বকাপ কুইজ ]

৯. আইপিএলের ইতিহাসে কেবল দুজন খেলোয়াড় হ্যাটট্রিক উইকেট নিয়েছেন ও সেঞ্চুরি(শতক) ও করেছেন,একজন হলেন রোহিত শর্মা অপর জন কে?

উত্তর :
শেন ওয়াটসন

১০. আইপিএলের ইতিহাসে প্রথম আমেরিকান হিসেবে কে আইপিএলে ২০২০ তে অংশগ্রহণ করার সুযোগ পেলেন?

উত্তর :
আলি খান  

আরো দেখে নাও :  আইপিএলের বিজয়ী দলের তালিকা

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button