QuizQuiz

জানা অজানা স্বামী বিবেকানন্দ

Lesser Known Facts About Swami Vivekananda

5/5 - (2 votes)

জানা অজানা স্বামী বিবেকানন্দ

স্বামী বিবেকানন্দ সম্পর্কিত কিছু জানা অজানা তথ্য দেওয়া রইলো। জানা অজানা স্বামী বিবেকানন্দ

আরও দেখে নাওস্বামী বিবেকানন্দ স্পেশাল কুইজ -বাংলা কুইজ – সেট ৮৭

১. স্বামীজি তাঁর কর্মজীবন ছাড়াও রান্না বানানোতে তাঁর বিশেষ আগ্রহ ছিল। তিনি রান্না করার জন্য অনেক গুলি ফরাসি রান্নার বই ও কিনেছিলেন।তাঁর বন্ধুদের সাথে মিলে রান্না করা ও সেই নিয়ে চর্চার জন্য তিনি একটি ক্লাব ও তৈরি করেন।সেখানে তিনি চাল,সবজি, ডিম দিয়ে এক নতুন ধরণের খিচুড়ি “ভুনি খিচুড়ি” তৈরি করেন। এই ক্লাবটির নাম কী ?

Related Articles
উত্তর :
পেটুক সঙ্ঘ ।

২. ১৮৯৩ সালে জাপান থেকে কানাডা যাওয়ার সময়, এম্পিরিস নামক এক জাহাজে জামশেদজী টাটার সাথে স্বামীজির স্বাক্ষাত হয় । স্বামীজির অনুপ্রেরণায় জামশেদজী একটি বিশ্বমানের প্রতিষ্ঠান স্থাপন করেন । এই প্রতিষ্ঠানের নাম কী ?

উত্তর :
Indian Institute of Science।

৩. “The Master as I Saw Him : The Life of Swami Vivekananda” বইটি কর লেখা ?

উত্তর :
ভগিনী নিবেদিতা ।

আরও দেখে নাওস্বামী বিবেকানন্দ জীবনী –  বিবেকানন্দ প্রতিবেদন

৪. পিতা বিশ্বনাথ দত্তর মৃত্যুর পর আর্থিক অনটনের কারণে কিছুদিন একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন নরেন্দ্রনাথ দত্ত । কোন বিদ্যালয় ?

উত্তর :
মেট্রোপলিটন ইনস্টিটিউট । ( সুকিয়া স্ট্রিট শাখা )

৫. আনুষ্ঠানিক ভাবে নরেন্দ্রনাথ দত্ত কবে সন্ন্যাস গ্রহণ করেন ?

২৪ শে ডিসেম্বর ১৮৮৬ সালে।[/spoiler]


৬. ভ্রমণ করার সময় বিবেকানন্দ দুটি বই সবসময তাঁর ঝোলায় রাখতেন । একটি বই ছিল ‘গীতা ‘ , অপরটি কী ?

উত্তর :
‘The Imitation of Christ’.

৭. স্বামী বিবেকানন্দের জীবনের একটি বিশেষ দিন হল ১১ ই সেপ্টেম্বর , এই দিনই তিনি শিকাগোর বিস্বধর্মমহাসভাই তাঁর বক্তব্য রাখেন , এটিকে স্মরণে রাখতে ১১ ই সেপ্টেম্বর একটি বিশেষ দিবস পালন করা হয় । কোন দিবস?
কোন দিবস ?

উত্তর :
বিশ্ব ভ্রাতৃত্ববোধ দিবস ।

আরও দেখে নাওরামকৃষ্ণদেব কুইজ

৮. পরিব্রাজকরূপে ভারত ভ্রমন করার সময় নরেন্দ্রনাথ আত্মপরিচয় গোপন রাখার জন্য বিভিন্ন নামের আশ্রয় নিয়েছিলেন । স্বামী বিবেকানন্দ, স্বামী সচ্চিদানন্দ ছাড়াও তিনি আর একটি নাম গ্রহণ করেছিলেন , সেই নামটি কী ?

উত্তর :
স্বামী বিবিদিশানন্দ।

আরও দেখে নাও : স্বামী বিবেকানন্দের বাণী 

৯. কোন বিদেশিনী মহিলাকে স্বামী বিবেকানন্দ “মা” বলে সম্বোধন করতেন ?

উত্তর :
সারা বুল ।

১০. ডঃ বি আর আম্বেদকর : মীরুট
রাজীব গান্ধী : হায়দ্রাবাদ
সর্দার বল্লভভাই প্যাটেল : আহমেদাবাদ
স্বামী বিবেকানন্দ : ?

উত্তর :
রায়পুর , ছত্তিশগড় । (বিমানবন্দর)

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button
error: Alert: Content is protected !!
উপগ্রহের সংখ্যায় শনিকে ছাড়িয়ে গেলো বৃহস্পতি। ১০০টি বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর UNSC দ্বারা বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত হলেন আবদুল রহমান মক্কি বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কিত ১০টি তথ্য Nobel 2022 Winner List in Bengali