QuizQuiz

জানা অজানা স্বামী বিবেকানন্দ

Lesser Known Facts About Swami Vivekananda

জানা অজানা স্বামী বিবেকানন্দ

স্বামী বিবেকানন্দ সম্পর্কিত কিছু জানা অজানা তথ্য দেওয়া রইলো। জানা অজানা স্বামী বিবেকানন্দ

আরও দেখে নাওস্বামী বিবেকানন্দ স্পেশাল কুইজ -বাংলা কুইজ – সেট ৮৭

১. স্বামীজি তাঁর কর্মজীবন ছাড়াও রান্না বানানোতে তাঁর বিশেষ আগ্রহ ছিল। তিনি রান্না করার জন্য অনেক গুলি ফরাসি রান্নার বই ও কিনেছিলেন।তাঁর বন্ধুদের সাথে মিলে রান্না করা ও সেই নিয়ে চর্চার জন্য তিনি একটি ক্লাব ও তৈরি করেন।সেখানে তিনি চাল,সবজি, ডিম দিয়ে এক নতুন ধরণের খিচুড়ি “ভুনি খিচুড়ি” তৈরি করেন। এই ক্লাবটির নাম কী ?

উত্তর :
পেটুক সঙ্ঘ ।

২. ১৮৯৩ সালে জাপান থেকে কানাডা যাওয়ার সময়, এম্পিরিস নামক এক জাহাজে জামশেদজী টাটার সাথে স্বামীজির স্বাক্ষাত হয় । স্বামীজির অনুপ্রেরণায় জামশেদজী একটি বিশ্বমানের প্রতিষ্ঠান স্থাপন করেন । এই প্রতিষ্ঠানের নাম কী ?

উত্তর :
Indian Institute of Science।

৩. “The Master as I Saw Him : The Life of Swami Vivekananda” বইটি কর লেখা ?

উত্তর :
ভগিনী নিবেদিতা ।

আরও দেখে নাওস্বামী বিবেকানন্দ জীবনী –  বিবেকানন্দ প্রতিবেদন

৪. পিতা বিশ্বনাথ দত্তর মৃত্যুর পর আর্থিক অনটনের কারণে কিছুদিন একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন নরেন্দ্রনাথ দত্ত । কোন বিদ্যালয় ?

উত্তর :
মেট্রোপলিটন ইনস্টিটিউট । ( সুকিয়া স্ট্রিট শাখা )

৫. আনুষ্ঠানিক ভাবে নরেন্দ্রনাথ দত্ত কবে সন্ন্যাস গ্রহণ করেন ?

২৪ শে ডিসেম্বর ১৮৮৬ সালে।[/spoiler]


৬. ভ্রমণ করার সময় বিবেকানন্দ দুটি বই সবসময তাঁর ঝোলায় রাখতেন । একটি বই ছিল ‘গীতা ‘ , অপরটি কী ?

উত্তর :
‘The Imitation of Christ’.

৭. স্বামী বিবেকানন্দের জীবনের একটি বিশেষ দিন হল ১১ ই সেপ্টেম্বর , এই দিনই তিনি শিকাগোর বিস্বধর্মমহাসভাই তাঁর বক্তব্য রাখেন , এটিকে স্মরণে রাখতে ১১ ই সেপ্টেম্বর একটি বিশেষ দিবস পালন করা হয় । কোন দিবস?
কোন দিবস ?

উত্তর :
বিশ্ব ভ্রাতৃত্ববোধ দিবস ।

আরও দেখে নাওরামকৃষ্ণদেব কুইজ

৮. পরিব্রাজকরূপে ভারত ভ্রমন করার সময় নরেন্দ্রনাথ আত্মপরিচয় গোপন রাখার জন্য বিভিন্ন নামের আশ্রয় নিয়েছিলেন । স্বামী বিবেকানন্দ, স্বামী সচ্চিদানন্দ ছাড়াও তিনি আর একটি নাম গ্রহণ করেছিলেন , সেই নামটি কী ?

উত্তর :
স্বামী বিবিদিশানন্দ।

আরও দেখে নাও : স্বামী বিবেকানন্দের বাণী 

৯. কোন বিদেশিনী মহিলাকে স্বামী বিবেকানন্দ “মা” বলে সম্বোধন করতেন ?

উত্তর :
সারা বুল ।

১০. ডঃ বি আর আম্বেদকর : মীরুট
রাজীব গান্ধী : হায়দ্রাবাদ
সর্দার বল্লভভাই প্যাটেল : আহমেদাবাদ
স্বামী বিবেকানন্দ : ?

উত্তর :
রায়পুর , ছত্তিশগড় । (বিমানবন্দর)

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button