General Knowledge Notes in BengaliEconomy

বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্থা

International Economic Organization

বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্থা

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্থা নিয়ে। এই আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা গুলো কবে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের সদর দপ্তর কোথায় – এই সকল তথ্য নিয়ে আমরা আজকের টপিকে আলোচনা করবো।

১৯৪৪ সালের জুলাই মাসে আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের অন্তর্গত ব্রেটন উডস শহরে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী IBRD, IMFITO নামক তিনটি অর্থনৈতিক প্রতিষ্ঠান গঠন করার প্রস্তাব হলেও ১৯৪৫সালে এদের মধ্যে দুটি প্রতিষ্ঠান IBRD ও IMF গঠিত হয়। পরবর্তীকালে ১৯৪৭ সালে GATT বাণিজ্যিক চুক্তি হয় যা ১৯৯৫ সালে WTO তে রুপান্তরিত হয়।

বিশ্ব ব্যাঙ্ক ( World Bank )

  • ১৯৪৫ সালের ২৭ শে ডিসেম্বর ব্রেটন উডস চুক্তি স্বাক্ষর করে ২৯টি দেশ ।
  • WB ও IMF এর স্বপ্নদ্রষ্টা হলেন – জন মেনার্ড কেইনস ও হ্যারি ডেক্সটার হোয়াইট ।
  • বিশ্বব্যাংকের সর্বোচ্চ চাঁদা প্রদানকারী দেশ – যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও জার্মানি।
  • বিশ্বব্যাংক থেকে প্রথম ঋণ নেয় – ফ্রান্স ( ১৯৪৭ সালে )।
  • সর্বোচ্চ ঋণ গ্রহীতা দেশ – ভারত ।
  • বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
  • প্রথম প্রেসিডেন্ট – ইউজিন মেয়ার ( যুক্তরাষ্ট্র )
  • World Bank Institute প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালে ।
  • বিশ্বব্যাংক গঠিত – IBRD ও IDA নিয়ে ।
  • বিশ্বব্যাংক গ্রুপ গঠিত – IBRD, IDA, IFC, ICSID, MIGA নিয়ে।

IBRD ( International Bank for Reconstruction and Development )

জন্ম১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে
প্রতিষ্ঠা২৭শে ডিসেম্বর, ১৯৪৫ সালে
কাজ শুরু২৫শে জুন, ১৯৪৬ সালে
সদস্য১৮৯টি দেশ
সর্বশেষ সদস্যনাউরু
সদর দফতরওয়াসিংটন ডি সি, যুক্তরাষ্ট্র
উদ্দেশ্যমধ্য আয়ের দেশগুলিকে ঋণ প্রদান ও উপদেষ্টা  হিসেবে কাজ করা
  • ১৯৭৮ সাল থেকে World Development Report এবং Global Economic Prospects প্রকাশ করে ।
  • বিশ্ব ব্যাঙ্ক বলতে মূলত IBRD কেই বোঝানো হয়।

IDA ( International Development Association )

প্রতিষ্ঠা২৪শে সেপ্টেম্বর, ১৯৬০ সালে
সদস্য১৭৩ টি দেশ
সর্বশেষ সদস্যরোমানিয়া
সদর দফতরওয়াসিংটন ডি সি, যুক্তরাষ্ট্র
উদ্দেশ্যযে সকল দেশ IBRD থেকে ঋণ পায় না তাদের বিনা সুদে ঋণ প্রদান করা।
  • সহজ শর্তে ঋণ প্রদান করার জন্য এই বিশ্ব ব্যাঙ্কের “Soft Loan Window” নামে পরিচিত ।

MIGA ( Multilateral Investment Guarantee Agency )

প্রতিষ্ঠা১৯৮৮ সালে ।
সদস্য১৮২ টি দেশ
সর্বশেষ সদস্যভুটান
সদর দফতরওয়াসিংটন ডি সি, যুক্তরাষ্ট্র
উদ্দেশ্যউন্নয়নশীল দেশগুলিতে সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করা

ICSID ( International Centre for Settlement of Investment Disputes )

প্রতিষ্ঠা১৪ই অক্টোবর, ১৯৬৬।
সদস্য১৫৪ টি দেশ
সর্বশেষ সদস্যমক্সিকো
সদর দফতরওয়াসিংটন ডি সি, যুক্তরাষ্ট্র
উদ্দেশ্যসদস্যরাষ্ট্রের উদ্যোক্তাদের মধ্যে বিরোধ নিস্পত্তি করা ।

IFC ( International Finance Corporation )

প্রতিষ্ঠা২০ জুলাই,১৯৫৬ সালে ।
সদস্য১৮৫টি দেশ
সর্বশেষ সদস্যটুভ্যালু
সদর দফতরওয়াসিংটন ডি সি, যুক্তরাষ্ট্র
উদ্দেশ্যউন্নয়নশীল দেশের বেসরকারি খাত শক্তিশালী করা

IMF ( International Monetary Fund )

আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার 

জন্ম১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে
প্রতিষ্ঠা ও কার্যক্রম২৭শে ডিসেম্বর, ১৯৪৫ সালে
লেনদেন শুরু১ মার্চ, ১৯৪৭ সালে
সদস্য১৮৯টি দেশ
অফিসিয়াল ভাষা৩টি (ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ )
সর্বশেষ সদস্যনাউরু
সদর দফতরওয়াসিংটন ডি সি, যুক্তরাষ্ট্র
উদ্দেশ্যমুদ্রার বিনিময় হার বজায় রাখা
  • প্রতিবছর Global Financial Stability Report প্রকাশ করে ।
  • এটি ১৯৬৯ সালে SDR ( Special Drawing Rights ) গঠনতন্ত্র সংশোধন করেছিল ।
  • IMF এর রিজার্ভ মুদ্রা ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান )
  • ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করা হয় ইউরোপীয় ইউনিয়ন থেকে ।
  • ১৯৯৯ সালে IMF দারিদ্র নিরসন ও প্রবৃদ্ধি সহায়তা ( PRGF – Poverty Reduction and Growth Facility ) কর্মসূচি চালু করে

WTO ( World Trade Organization )

বিশ্ব বাণিজ্য সংস্থা

প্রতিষ্ঠা
  • GATT ( General Agreement on Tariffs and Trade ) এর পরিবর্তিত রূপ হলো WTO.
  • GATT উরুগুয়ে রাউন্ডের মাধ্যমে পরিবর্তিত হয়ে ১ জানুয়ারী, ১৯৫৫ সালে WTO নামে প্রতিষ্ঠিত হয় ।
ধরণবিশ্বের সবচেয়ে বড়ো বাণিজ্যিক জোট
সদস্য১৬৪টি দেশ
সর্বশেষ সদস্যআফগানিস্তান
অফিসিয়াল ভাষা৩টি (ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ )
সদর দফতরজেনেভা, সুইজারল্যান্ড
উদ্দেশ্য
  • বিশ্ব বাণিজ্যের প্রসার।
  • মুক্ত বাণিজ্যের প্রসার।
  • বাণিজ্যের অ- শুল্ক বাধাসমূহ দূর করা।
  • বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষ সমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে

Download in PDF Format

File Name : বিশ্ব অর্থনৈতিক সংস্থা
Size : 502 KB
No. of Pages : 05

Download

আরো দেখে নাও :

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক | Reserve Bank of India

বেকারত্ব ( PDF )

একনজরে পঞ্চবার্ষিকী পরিকল্পনা | Five Years Plan of India

গুরুত্বপূর্ণ কমিটি/ কমিশন । Important Committees and Commissions in India

অর্থবিল – PDF ও MCQ সহ

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button