Science MCQ

বিজ্ঞান MCQ – সেট ৯২

Science MCQ – Set 92

বিজ্ঞান MCQ – সেট ৯২

১. পর্যায় সারণির প্রথম ধাতুকল্পটির পারমাণবিক সংখ্যা কত?

(A) 7
(B) 11
(C) 5
(D) 9

[spoiler title=”উত্তর : “] (C) 5

বোরন প্রথম ধাতুকল্প যার পারমাণবিক সংখ্যা 5

[/spoiler]

২. কিলোওয়াট = কত ওয়াট?

(A) 100 ওয়াট
(B) 1000 ওয়াট
(C) 10,000 ওয়াট
(D) 100,000 ওয়াট

[spoiler title=”উত্তর : “] (B) 1000 ওয়াট [/spoiler]

৩. সৌরকোশে বিভব প্রভেদ কত থাকে?

(A) 0.5 V
(B) 1.5 V
(C) 2.5 V
(D) 1.25 V

[spoiler title=”উত্তর : “] (A) 0.5 V [/spoiler]

৪. H2SO4 এর আণবিক ভর কত?

(A) 62
(B) 78
(C) 98
(D) 100

[spoiler title=”উত্তর : “] (C) 98 [/spoiler]

৫. 0.0001 মোল নাইট্রিক অ্যাসিড এ কতগুলো অণু থাকবে?

(A) 6.023×10²²
(B) 6.023×10²⁰
(C) 6.02×10²³
(D) 6.023×10¹⁹

[spoiler title=”উত্তর : “] (D) 6.023×10¹⁹ [/spoiler]

৬. একটি পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ-সময় লেখটি

(A) ত্বরণ অক্ষের সমান্তরাল একটি সরলরেখা
(B) সময় অক্ষের সমান্তরাল একটি সরলরেখা
(C) মূল বিন্দুগামী একটি সরলরেখা
(D) মূল বিন্দুগামী একটি অর্ধবৃত্তাকার রেখা

[spoiler title=”উত্তর : “] (C) মূল বিন্দুগামী একটি সরলরেখা [/spoiler]

৭. জন ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য হলো 

(A) সমস্ত পদার্থ পরমাণু দিয়ে তৈরি
(B) পরমাণুগুলি অবিভাজ্য এবং অবিনাশী
(C) দুটি বা আরও বেশি ধরণের পরমাণুর সংমিশ্রণে যৌগগুলি গঠিত হয়
(D) সব গুলি

[spoiler title=”উত্তর : “] (D) সব গুলি [/spoiler]

৮. 3 ওহম এর তিনটি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ কত হবে?

(A) 1 ওহম
(B) 1/3 ওহম
(C) 6 ওহম
(D) 9 ওহম

[spoiler title=”উত্তর : “] (D) 9 ওহম

তুল্যরোধ =(3+3+3) ওহম

=9 ওহম

[/spoiler]

৯. যে রাসায়নিক পদার্থের উপস্থিতিতে কোন রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি তাকে বলে –

(A) ধনাত্মক অনুঘটক
(B) ঋণাত্মক অনুঘটক
(C) স্ব-প্রভাবক অনুঘটক
(D) আবিষ্ট অনুঘটক

[spoiler title=”উত্তর : “] (A) ধনাত্মক অনুঘটক  [/spoiler]

১০. কিছু কিছু রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় উৎপন্ন পদার্থের কোনো একটি পদার্থ ঐ বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে, তাকে বলে –

(A) ধনাত্মক অনুঘটক
(B) ঋণাত্মক অনুঘটক
(C) স্ব-প্রভাবক অনুঘটক
(D) আবিষ্ট অনুঘটক

[spoiler title=”উত্তর : “] (C) স্ব-প্রভাবক অনুঘটক [/spoiler]

১১. বার্লোচক্রে ব্যবহার করা হয় –

(A) পারদ
(B) কেরােসিন
(C) জল
(D) নুনজল

[spoiler title=”উত্তর : “] (A) পারদ [/spoiler]

১২. 60⁰ কোণবিশিষ্ট কোনাে প্রিজমে একটি রশ্মি 50⁰ কোণে আপতিত হল । যদি রশ্মিটি প্রিজমের অপর তল থেকে 20⁰ কোণে নির্গত হয় । তাহলে চ্যুতিকোণ কত ?

(A) 10⁰
(B) 20⁰
(C) 30⁰
(D) 40⁰

[spoiler title=”উত্তর : “] (A) 10⁰

চ্যুতিকোণের মান=i₁+i₂-A

=50⁰+20⁰-60⁰

=70⁰-60⁰

=10⁰

[/spoiler]

১৩. একটি খালি বালতিকে জলপূর্ণ করায় বালতির গভীরতা 4 cm কমে গেল । বালতির প্রকৃত গভীরতা কত ? (জলের প্রতিসরাঙ্ক =4/3) 

(A) 12 cm
(B) 16 cm
(C) 18 cm
(D) 20 cm

[spoiler title=”উত্তর : “] (B) 16 cm

ধরি , বালতির প্রকৃত গভীরতা x জলের প্রতিসরাঙ্ক = প্রকৃত গভীরতা /আপাত গভীরতা

4/3=x/x-4

4x-16=3x

X=16

[/spoiler]

১৪. গলিত NaCl তড়িৎ পরিবহন করে, কারণ এটিতে

(A) মুক্ত ইলেকট্রন আছে
(B) মুক্ত আয়ন আছে
(C) মুক্ত অণু আছে
(D) মুক্ত পরমাণু আছে

[spoiler title=”উত্তর : “] (B) মুক্ত আয়ন আছে [/spoiler]

১৫. থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের মাঝের উষ্ণতার ব্যবধানকে বলে –

(A) প্রাথমিক অন্তর
(B) গৌণ অন্তর
(C) স্থিরাঙ্ক সমষ্টি
(D) যে কোনো একটি বলা যাবে

[spoiler title=”উত্তর : “] (A) প্রাথমিক অন্তর [/spoiler]

আরো দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button