বিজ্ঞান MCQ – সেট ৯২
১. পর্যায় সারণির প্রথম ধাতুকল্পটির পারমাণবিক সংখ্যা কত?
(A) 7
(B) 11
(C) 5
(D) 9
বোরন প্রথম ধাতুকল্প যার পারমাণবিক সংখ্যা 5
[/spoiler]২. কিলোওয়াট = কত ওয়াট?
(A) 100 ওয়াট
(B) 1000 ওয়াট
(C) 10,000 ওয়াট
(D) 100,000 ওয়াট
৩. সৌরকোশে বিভব প্রভেদ কত থাকে?
(A) 0.5 V
(B) 1.5 V
(C) 2.5 V
(D) 1.25 V
৪. H2SO4 এর আণবিক ভর কত?
(A) 62
(B) 78
(C) 98
(D) 100
৫. 0.0001 মোল নাইট্রিক অ্যাসিড এ কতগুলো অণু থাকবে?
(A) 6.023×10²²
(B) 6.023×10²⁰
(C) 6.02×10²³
(D) 6.023×10¹⁹
৬. একটি পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ-সময় লেখটি
(A) ত্বরণ অক্ষের সমান্তরাল একটি সরলরেখা
(B) সময় অক্ষের সমান্তরাল একটি সরলরেখা
(C) মূল বিন্দুগামী একটি সরলরেখা
(D) মূল বিন্দুগামী একটি অর্ধবৃত্তাকার রেখা
৭. জন ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য হলো
(A) সমস্ত পদার্থ পরমাণু দিয়ে তৈরি
(B) পরমাণুগুলি অবিভাজ্য এবং অবিনাশী
(C) দুটি বা আরও বেশি ধরণের পরমাণুর সংমিশ্রণে যৌগগুলি গঠিত হয়
(D) সব গুলি
৮. 3 ওহম এর তিনটি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ কত হবে?
(A) 1 ওহম
(B) 1/3 ওহম
(C) 6 ওহম
(D) 9 ওহম
তুল্যরোধ =(3+3+3) ওহম
=9 ওহম
[/spoiler]৯. যে রাসায়নিক পদার্থের উপস্থিতিতে কোন রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি তাকে বলে –
(A) ধনাত্মক অনুঘটক
(B) ঋণাত্মক অনুঘটক
(C) স্ব-প্রভাবক অনুঘটক
(D) আবিষ্ট অনুঘটক
১০. কিছু কিছু রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় উৎপন্ন পদার্থের কোনো একটি পদার্থ ঐ বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে, তাকে বলে –
(A) ধনাত্মক অনুঘটক
(B) ঋণাত্মক অনুঘটক
(C) স্ব-প্রভাবক অনুঘটক
(D) আবিষ্ট অনুঘটক
১১. বার্লোচক্রে ব্যবহার করা হয় –
(A) পারদ
(B) কেরােসিন
(C) জল
(D) নুনজল
১২. 60⁰ কোণবিশিষ্ট কোনাে প্রিজমে একটি রশ্মি 50⁰ কোণে আপতিত হল । যদি রশ্মিটি প্রিজমের অপর তল থেকে 20⁰ কোণে নির্গত হয় । তাহলে চ্যুতিকোণ কত ?
(A) 10⁰
(B) 20⁰
(C) 30⁰
(D) 40⁰
চ্যুতিকোণের মান=i₁+i₂-A
=50⁰+20⁰-60⁰
=70⁰-60⁰
=10⁰
[/spoiler]১৩. একটি খালি বালতিকে জলপূর্ণ করায় বালতির গভীরতা 4 cm কমে গেল । বালতির প্রকৃত গভীরতা কত ? (জলের প্রতিসরাঙ্ক =4/3)
(A) 12 cm
(B) 16 cm
(C) 18 cm
(D) 20 cm
ধরি , বালতির প্রকৃত গভীরতা x জলের প্রতিসরাঙ্ক = প্রকৃত গভীরতা /আপাত গভীরতা
4/3=x/x-4
4x-16=3x
X=16
[/spoiler]১৪. গলিত NaCl তড়িৎ পরিবহন করে, কারণ এটিতে
(A) মুক্ত ইলেকট্রন আছে
(B) মুক্ত আয়ন আছে
(C) মুক্ত অণু আছে
(D) মুক্ত পরমাণু আছে
১৫. থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের মাঝের উষ্ণতার ব্যবধানকে বলে –
(A) প্রাথমিক অন্তর
(B) গৌণ অন্তর
(C) স্থিরাঙ্ক সমষ্টি
(D) যে কোনো একটি বলা যাবে
আরো দেখে নাও :
To check our latest Posts - Click Here