Daily Current Affairs in BengaliCurrent Affairs

28th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

28th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৮শে অক্টোবর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 28th October Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 18th October Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. এ কে গোয়েল ২০২২-২৩ মেয়াদের জন্য ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের (IBA) চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। তিনি নিচের কোন ব্যাংকের CEO?

(A) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
(B) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(C) অ্যাক্সিস ব্যাঙ্ক
(D) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

উত্তর
(A) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

  • এর আগে তিনি ২০২১ সালে IBA-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
  • PNB এর আগে, তিনি UCO ব্যাঙ্কের MD এবং CEO ছিলেন।

২. জাতিসংঘের International Civil Aviation Organization (ICAO) এর এয়ার ট্রান্সপোর্ট কমিটি (ATC) এর চেয়ারপারসন হিসেবে সম্প্রতি কে নির্বাচিত হয়েছেন?

(A) শেফালী জুনেজা
(B) অনুপ কুমার
(C) বিবেক সিং
(D) রিতিকা হর্ষ

উত্তর
(A) শেফালী জুনেজা

  • জাতিসংঘের ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনে (ICAO) ভারতের প্রতিনিধি শেফালি জুনেজা এয়ার ট্রান্সপোর্ট কমিটির (ATC) চেয়ারপারসন হিসাবে নির্বাচিত হয়েছেন।
  • ২৮ বছর পর ICAO-তে এই অবস্থান পেল ভারত।
  • শেফালি জুনেজা ICAO-তে ভারতের হয়ে প্রতিনিধিত্বকারী প্রথম মহিলা৷

৩. Samsung ইলেকট্রনিক্সের নির্বাহী চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন?

(A) লি কুন-হি
(B) ইউন সুক-ইওল
(C) মা কি-নাম
(D) জে ওয়াই লি

উত্তর
(D) জে ওয়াই লি

  • Samsung Electronics ২৭শে অক্টোবর ২০২২-এ Jay Y Lee কে কোম্পানির নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে।
  • তিনি ২০১৪ সাল থেকে কোম্পানির ভাইস-চেয়ারম্যান রয়েছেন।

৪. কোন প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা সম্প্রতি একটি দেশীয় Overhauser Magnetometer (OM) তৈরি করেছেন?

(A) IIG
(B) IIT খড়গপুর
(C) IIT রুর্কি
(D) IIT মাদ্রাজ

উত্তর
(A) IIG

  • OM হল সবচেয়ে নির্ভুল ম্যাগনেটোমিটারগুলির মধ্যে একটি।
  • এটি আলিবাগ ম্যাগনেটিক অবজারভেটরিতে স্থাপন করা হয়েছে।

৫. যুক্তরাজ্য-ভিত্তিক এভিয়েশন অ্যানালিটিক্স ফার্ম OAG-এর একটি রিপোর্ট অনুসারে, কোন ভারতীয় বিমানবন্দর বিশ্বের দশম ব্যস্ততম বিমানবন্দর হয়ে উঠেছে?

(A) ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর
(B) তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর
(C) কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর
(D) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর

উত্তর
(D) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর

  • দিল্লি বিমানবন্দর (ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর) অক্টোবর ২০১৯-এ ১৪তম অবস্থানে ছিল।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ‘হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর’ ২০২২ সালের অক্টোবরে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর হিসাবে আবির্ভূত হয়েছে।

৬. কোন দেশ আগামী বছর ১৫-১৭ই ফেব্রুয়ারির মধ্যে ১২ তম বিশ্ব হিন্দি সম্মেলনের আয়োজন করবে?

(A) ফিজি
(B) ইন্দোনেশিয়া
(C) ইজরায়েল
(D) উগান্ডা

উত্তর
(A) ফিজি

  • ফিজি আগামী বছর ১৫-১৭ই ফেব্রুয়ারীর মধ্যে ১২ তম বিশ্ব হিন্দি সম্মেলনের আয়োজন করবে।
  • ফিজির শহর নাদিতে ৩ দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
  • সম্মেলনের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এস জয়শঙ্কর।

৭. নিপন গোস্বামী সম্প্রতি প্রয়াত হলেন। তিনি নিম্নোক্ত কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?

(A) রাজনীতি
(B) অভিনয়
(C) ওষুধ
(D) আইন

উত্তর
(B) অভিনয়

  • প্রবীণ অসমীয়া অভিনেতা নিপন গোস্বামী সম্প্রতি প্রয়াত হলেন।
  • অসমীয়া চলচ্চিত্র ‘পিওলি ফুকন’-এ শিশু অভিনেতা হিসেবে অভিনয় জগতে প্রবেশ করেন তিনি।
  • তিনি ৫০টিরও বেশি অসমিয়া ছবিতে অভিনয় করেছেন।
  • এছাড়াও সাতটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন।

৮. বাংলা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার প্রাপ্ত কোন পরিচালক সম্প্রতি প্রয়াত হলেন?

(A) পিনাকী চৌধুরী
(B) দিলীপ রায়
(C) সন্দীপ রায়
(D) রায়হান রাফি

উত্তর
(A) পিনাকী চৌধুরী

  • বাংলা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক, পিনাকী চৌধুরী সম্প্রতি ৮২ বছর বয়সে প্রয়াত হলেন।
  • তিনি ১৯৮৩ সালে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন।
  • তিনি ১৯৯৬ সালে ‘সংঘাত’ এবং ২০০৭ সালে ‘বালিগঞ্জ কোর্ট’-সিনেমার জন্য মোট দুটি জাতীয় পুরস্কার পান।
  • তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘এক টুকরো চাঁদ’ ও ‘অরোহণ’।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button