Geography NotesGeneral Knowledge Notes in Bengali

স্থানান্তর কৃষির বিবিধ নাম । Shifting Cultivation | PDF

List of local names of shifting cultivation around the world

স্থানান্তর কৃষির বিবিধ নাম – Shifting Cultivation

প্রিয় পাঠকেরা, আজকের আমরা আলোচনা করবো বিশ্ব ও ভারতের বিভিন্ন স্থানে স্থানান্তর কৃষিকে ( Shifting Cultivation ) কি বলে সেই নিয়ে। অনেকক্ষেত্রে প্রতিযোগিতামূল পরীক্ষাগুলি এই স্থানান্তর কৃষি সম্পর্কে একটি-দুটি প্রশ্ন এসেই থাকে । স্থানান্তর কৃষির বিবিধ নাম |

স্থানান্তর কৃষি কি ?

স্থানান্তর কৃষিতে কোনো একটি জমিতে কয়েকবছর ধরে চাষ করার পরেই সেই জমি ছেড়ে অন্য জায়গায় চাষ করা হয়ে থাকে। এবার কয়েকবছর পরে যখন পুরোনো জমির উর্বরতা ফিরে আসে তখন পুরোনো জমিতে পুনরায় চাষ করা হয়। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এই প্রথার প্রচুর প্রচলন রয়েছে।

দেখে নাও : বিভিন্ন প্রকার কৃষি পদ্ধতি – PDF Download

বিশ্বের বিভিন্ন জায়গায় স্থানান্তর কৃষির নাম

বিশ্বের বিভিন্ন জায়গায় স্থানান্তর কৃষির নাম নিচে দেওয়া রইলো ।

স্থানান্তর কৃষির নামঅঞ্চলের নাম
মিল্যামেক্সিকো ও মধ্য আমেরিকা
একহালিনগুয়াদলুপ
মিলপাযুকেতান ও গুয়েতেমালা
কোমাইলমেক্সিকো
লোগানপশ্চিম আফ্রিকা
ফ্যাংনিরক্ষীয় অঞ্চলের আফ্রিকান দেশগুলি
মাসোলকঙ্গো (জাইরে নদী উপত্যকা )
তাভিমাদাগাস্কার
রেভিয়েতনাম
কোনুকোভেনেজুয়েলা
রোকাব্রাজিল
চেতিমিনিউগান্ডা, জাম্বিয়া এবং জিম্বাবোয়ে
কাইজিনফিলিপিন্স
তুঙ্গামায়ানমার
চেনাশ্রীলংকা
লাদাংজাভা ও ইন্দোনেশিয়া
তামরাইথাইল্যান্ড
হুমাজাভা ও ইন্দোনেশিয়া
Shifting Cultivation in the World

দেখে নাও : পশ্চিমবঙ্গের কৃষি সংক্রান্ত তথ্যাবলী – PDF

ভারতের বিভিন্ন অঞ্চলে স্থানান্তরিত কৃষির নাম

ভারতের বিভিন্ন অঞ্চলে স্থানান্তরিত কৃষির নাম নিচে দেওয়া রইলো ।

স্থানান্তর কৃষির নামঅঞ্চলের নাম
ঝুমউত্তর-পূর্ব ভারত
বিবং ও দাহিয়ারবুন্দেলখণ্ড অঞ্চল (মধ্যপ্রদেশ )
দীপাবস্তার জেলা (মধ্যপ্রদেশ )
জারা এবং এরকাদক্ষিণ ভারতের রাজ্যগুলি
বাত্রাদক্ষিণ-পূর্ব রাজস্থান
পড়ুঅন্ধ্রপ্রদেশ
কুমারীকেরলের পশ্চিমঘাটের পার্বত্য অঞ্চল
কামান, ভিঙ্গা ও দাভিওড়িশা
Shifting Cultivation in India

নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির PDF ফাইল ডাউনলোড করে নাও ।

Download Section

  • File Name : স্থানান্তর কৃষির বিবিধ নাম
  • File Size : 131 KB
  • No. of Pages : 02
  • Format : PDF
  • language : Bengali
  • Subject : Geography

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button