General Knowledge Notes in BengaliNotes

বিভিন্ন উপক্ষার ও তাদের অর্থনৈতিক গুরুত্ব

কোন উপক্ষার কোথায় পাওয়া যায় তার

বিভিন্ন উপক্ষার ও তাদের অর্থনৈতিক গুরুত্ব

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো বিভিন্ন উপক্ষার ও তাদের অর্থনৈতিক গুরুত্ব নিয়ে। উপক্ষার উদ্ভিদদেহে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ হিসেবে তৈরি হয়। অনুমান করা হয় প্রোটিন বিয়োজনের ফলেই এরা তৈরি হয়। এদের সাধারণত পাওয়া যায় মূলে, পাতায়, বাকলে, কাঠে এবং বীজে। এদের স্বাদ তেতো এবং অনেক উপক্ষারই বেশ বিষাক্ত। এরা সাধারণত জলে অদ্রবণীয় কিন্তু অ্যালকোহলে সহজেই গুলে যায়। কিছু কিছু উপক্ষার মানুষের চিকিৎসায় বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে।

বিভিন্ন উপক্ষারের তালিকা

কোন উপক্ষার কোথায় পাওয়া যায় তার একটি সুন্দর তালিকা নিচে দেওয়া রইলো। 

উপক্ষারউৎসঅর্থনৈতিক গুরুত্ব
রেসারপিনসর্পগন্ধা গাছের ছালউচ্চ রক্তচাপ কমানোর ঔষধ তৈরিতে
ডাটুরিনধুতুরা গাছের পাতা ও ফলহাঁপানির ঔষধ তৈরিতে
কুইনাইনসিঙ্কোনা গাছের ছালম্যালেরিয়ার ঔষধ তৈরিতে
মরফিনআফিং গাছের কাঁচা ফলের ত্বকগাঢ় নিদ্রা ও বেদনার ঔষধ তৈরিতে
ক্যাফিনকফি গাছের বীজব্যথা-বেদনা উপশমকারী ওষুধ তৈরিতে
নিকোটিনতামাক গাছের পাতামাদক দ্রব্য হিসাবে ব্যবহৃত হয়
অ্যাট্রোপিনবেলেডোনা গাছের মূল ও পাতারক্তচাপ বৃদ্ধিতে ও স্নায়ুকে উজ্জীবিত করতে ব্যবহৃত হয়
স্ট্রিকনিননাক্সভোমিকা বা কুঁচেলা গাছের বীজপেটের পীড়ার ওষুধ তৈরিতে
কোকেইনকোকা গাছের বীজ, পাতামাদক দ্রব্য হিসাবে ব্যবহৃত হয়
পিপারিনগোল মরিচমৃগী রোগের ঔষধ তৈরিতে
উপক্ষারের অর্থনৈতিক গুরুত্ব

আরো দেখে নাও :

৫০০টি বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর ( PDF )

ভিটামিন ( PDF, Video, MCQ )

বিজ্ঞানসম্মত নাম ( PDF )

হরমোন ( Note, PDF, 60+ MCQ )

রোগ ও তাদের জীবাণু

জৈব অ্যাসিড ও তাদের উৎস

সালোকসংশ্লেষ সম্পর্কিত কিছু তথ্য

বিভিন্ন প্রকার ফলের ভোজ্য অংশ

প্রাণী ও উদ্ভিদের শ্বাসযন্ত্র

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button