General Knowledge Notes in BengaliNotes
বিভিন্ন উপক্ষার ও তাদের অর্থনৈতিক গুরুত্ব
কোন উপক্ষার কোথায় পাওয়া যায় তার
বিভিন্ন উপক্ষার ও তাদের অর্থনৈতিক গুরুত্ব
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো বিভিন্ন উপক্ষার ও তাদের অর্থনৈতিক গুরুত্ব নিয়ে। উপক্ষার উদ্ভিদদেহে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ হিসেবে তৈরি হয়। অনুমান করা হয় প্রোটিন বিয়োজনের ফলেই এরা তৈরি হয়। এদের সাধারণত পাওয়া যায় মূলে, পাতায়, বাকলে, কাঠে এবং বীজে। এদের স্বাদ তেতো এবং অনেক উপক্ষারই বেশ বিষাক্ত। এরা সাধারণত জলে অদ্রবণীয় কিন্তু অ্যালকোহলে সহজেই গুলে যায়। কিছু কিছু উপক্ষার মানুষের চিকিৎসায় বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে।
বিভিন্ন উপক্ষারের তালিকা
কোন উপক্ষার কোথায় পাওয়া যায় তার একটি সুন্দর তালিকা নিচে দেওয়া রইলো।
উপক্ষার | উৎস | অর্থনৈতিক গুরুত্ব |
---|---|---|
রেসারপিন | সর্পগন্ধা গাছের ছাল | উচ্চ রক্তচাপ কমানোর ঔষধ তৈরিতে |
ডাটুরিন | ধুতুরা গাছের পাতা ও ফল | হাঁপানির ঔষধ তৈরিতে |
কুইনাইন | সিঙ্কোনা গাছের ছাল | ম্যালেরিয়ার ঔষধ তৈরিতে |
মরফিন | আফিং গাছের কাঁচা ফলের ত্বক | গাঢ় নিদ্রা ও বেদনার ঔষধ তৈরিতে |
ক্যাফিন | কফি গাছের বীজ | ব্যথা-বেদনা উপশমকারী ওষুধ তৈরিতে |
নিকোটিন | তামাক গাছের পাতা | মাদক দ্রব্য হিসাবে ব্যবহৃত হয় |
অ্যাট্রোপিন | বেলেডোনা গাছের মূল ও পাতা | রক্তচাপ বৃদ্ধিতে ও স্নায়ুকে উজ্জীবিত করতে ব্যবহৃত হয় |
স্ট্রিকনিন | নাক্সভোমিকা বা কুঁচেলা গাছের বীজ | পেটের পীড়ার ওষুধ তৈরিতে |
কোকেইন | কোকা গাছের বীজ, পাতা | মাদক দ্রব্য হিসাবে ব্যবহৃত হয় |
পিপারিন | গোল মরিচ | মৃগী রোগের ঔষধ তৈরিতে |
আরো দেখে নাও :
৫০০টি বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর ( PDF )
সালোকসংশ্লেষ সম্পর্কিত কিছু তথ্য
To check our latest Posts - Click Here