QuizQuiz

বাংলা কুইজ সেট -১৪৬

Bangla Quiz - Set 146

বাংলা কুইজ – সেট ১৪৬

১. প্রথম কোন দেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা হয়?

উত্তর :
রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন )

২. ইউরোপের শাশুড়ি কোন দেশকে বলা হয়?

উত্তর :
ডেনমার্ক

৩. বাংলা ক্যালেন্ডার অনুসারে ভারত কবে স্বাধীনতা অর্জন করে?

উত্তর :
৩০ শে শ্রাবন,১৩৫৪

[ আরো দেখো : বাংলা কুইজ – সেট ১৪৫ – ক্রিকেট বিশ্বকাপ কুইজ ]

৪. ২০১৯-২০ মরশুমে ইংলিশ প্রিময়ার লীগে চ্যাম্পিয়ন হল কোন দল?

উত্তর :
লিভারপুল ফুটবল ক্লাব 

৫. “Broken Wings”- বইটির লেখক/লেখিকা কে?

উত্তর :
সরোজিনী নাইডু


৬. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?

উত্তর :
৪৪ নম্বর জাতীয় সড়ক (NH-44) 

[ আরো দেখো : বাংলা কুইজ -সেট ১৩৬ –  ১০টি তথ্য যা আপনি জানেন না বা সম্ভবত ভুল জানেন ]

৭. কুইন অফ্ স্পাইস কাকে বলা হয়?

উত্তর :
এলাচ 

৮. ইউেরাপীয় ইউিনয়েনর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর :
ব্রাসেলস ,বেলজিয়াম  

৯. ভারতের কোন রাজ্যের বিধানসভায় বিধায়াক সংখ্যা সর্বনিন্ম ?

উত্তর :
সিকিম  

[ আরো  দেখো : বাংলা কুইজ – সেট ১৪২ ]

১০. আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সর্বাধিক বার ম্যান অফ্ দা সিরিজ / টুর্নামেন্টে পুরষ্কার অর্জন করেন কোন খেলোয়াড়?

উত্তর :
জ্যাক ক্যালিস    

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button