QuizQuiz

বাংলা কুইজ – সেট ১৪৪

Bangla Quiz - Set 144

বাংলা কুইজ – সেট ১৪৪

বন্ধুরা তোমাদের জন্য দেওয়া রইলো বাছাই করা ১০ টি কুইজের প্রশ্ন ।

১. Mark William Calaway কে আমরা কি নামে চিনি?

উত্তর :
আন্ডারটেকার

২. শীতকালীন অলিম্পিক কোন বছর থেকে চালু হয়?

উত্তর :
১৯২৪

৩. ভারতীয় সংবিধান অনুসারে কোন রাজ্যের বিধানসভায় সর্বাধিক কত জন বিধায়াক থাকতে পারেন?

উত্তর :
৫০০

[ আরো দেখো : ভারতীয় রেলওয়ে সম্পর্কিত ২১টি আশ্চর্য তথ্য যা সম্ভবত আপনি জানেন না ]

৪. ২০১৮ সালের মেন্স হকিওয়ার্ল্ডকাপ যেতে কোন দল?

উত্তর :
বেলজিয়াম 

৫. “Thoughts and Reflection” বইটির লেখক কে?

উত্তর :
প্রণব মুখার্জী

৬. ভারতের কোন রাজ্যে এখনো পঞ্চায়েত ব্যাবস্থা চালু হয়নি?

উত্তর :
নাগাল্যান্ড 

[ আরো দেখো :বাংলা কুইজ –  সেট ১৪২ ]

৭. ১৯৭৫ সালে ভারতে যখন জরুরী অবস্থা ঘোষণা করা হয়,তখন ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর :
ফখরুদ্দিন আলি আহমেদ

৮. ডিজিটাল ক্ষেত্রে স্ক্যান করার জন্য ব্যাবহার করা হয় QR Code, এই QR কথার পুরো অর্থ কী?

উত্তর :
Quick  Response   

৯. ২০১৮-১৯ সালে ফুটবলে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ যেতে কোন দল?

উত্তর :
লিভারপুল

[ আরো দেখো :বাংলা কুইজ -সেট ১৩৬ –  ১০টি তথ্য যা আপনি জানেন না বা সম্ভবত ভুল জানেন ]

১০. ভারতের অর্থনীতিতে Slack Season বলতে  বোঝানো হয় কোন মাসগুলি কে?

উত্তর :
জানুয়ারি -জুন

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

One Comment

দেখে নাও
Close
Back to top button