Science MCQ

বিজ্ঞান MCQ – সেট ৭৪

Physics MCQ - Set 74

বিজ্ঞান MCQ – সেট ৭৪

১. টিনের চামচের ওপর রুপাের প্রলেপ দেওয়ার সময় অ্যানােড রূপে ব্যবহার করা হয়-

(A) টিন
(B) রুপা
(C) নিকেল
(D) পটাসিয়াম

[spoiler title=”উত্তর : “] (B) রুপা [/spoiler]

২. ব্যারোমিটার কে চাঁদে নিয়ে গেলে কি ঘটবে?

(A) পরিমাপের পাঠ একই থাকবে
(B) পরিমাপের পাঠ কম দেবে
(C) পরিমাপের পাঠ বেশি দেবে
(D) পরিমাপের কোনো পাঠ দেবে না

[spoiler title=”উত্তর : “] (D) পরিমাপের কোনো পাঠ দেবে না [/spoiler]

৩. কোনো একটি মৌলের ইলেকট্রন শক্তি বেশি হবে নীচের কোন কক্ষে?

(A) K বা (1)
(B) L বা (2)
(C) M বা (3)
(D) N বা (4)

[spoiler title=”উত্তর : “] (D) N বা (4) [/spoiler]

৪. কোন বিজ্ঞানীর পর্যবেক্ষিত ফল আইসোটোপ?

(A) বিজ্ঞানী মোজলে
(B) রাদারফোর্ড
(C) বিজ্ঞানী সডি
(D) নিলস বোর

[spoiler title=”উত্তর : “] (C) বিজ্ঞানী সডি [/spoiler]

৫. ইউরেনিয়ামের কয়টি আইসোটোপ?

(A) 2 টি
(B) 3 টি
(C) 4 টি
(D) 5 টি

[spoiler title=”উত্তর : “] (A) 2 টি [/spoiler]

৬. অ্যাভোগাড্রো সংখ্যা N হলে অ্যাভোগাড্রো ধ্রুবক কি?

(A) N
(B) N/Mole
(C) N. Mole
(D) কোনো ধ্রুবক নেই

[spoiler title=”উত্তর : “] (B) N/Mole [/spoiler]

৭. একটি দ্রবনের [H+]=10-4 গ্রাম আয়ন/লিটার । ওই দ্রবনের pH কত?

(A) – 4
(B) 4
(C) – 1
(D) 19

[spoiler title=”উত্তর : “] (B) 4 [/spoiler]

৮. 40 ওহম রোধ বিশিষ্ট একটি তার কে মাঝখান থেকে ভাঁজ করে বর্তনীতে যুক্ত করলে তুল্যরোধ কত হবে?

(A) 40 ওহম
(B) 80 ওহম
(C) 10 ওহম
(D) 120 ওহম

[spoiler title=”উত্তর : “] (C) 10 ওহম

1/R=1/20+1/20

=2/20

=1/10

R=10

[/spoiler]

৯. এক ডবসন(Dobson unit) বলতে কী বোঝায়?

(A) STP তে 0.01 মিলিমিটার বেধ বিশিষ্ট ওজন স্তর
(B) STP 1 গ্রাম ভরের ওজন গ্যাস
(C) বিজ্ঞানীর দ্বারা দেওয়া একক
(D) 0.5 মিলিমিটার দৈর্ঘ্য ও 0.2 মিলিমিটার প্রস্থ বিশিষ্ট ওজন স্তর

[spoiler title=”উত্তর : “] (A) STP তে 0.01 মিলিমিটার বেধ বিশিষ্ট ওজন স্তর [/spoiler]

১০. তাপন মূল্যের একক কি?

(A) কিলোজুল
(B) কিলোজুল/কিলোগ্রাম
(C) কিলোক্যালোরি
(D) মেগা জুল

[spoiler title=”উত্তর : “] (B) কিলোজুল/কিলোগ্রাম [/spoiler]

১১. 1 লিটার মিথেন হাইড্রেট থেকে কত মিথেন পাওয়া যাবে?

(A) 1 লিটার
(B) 0.5 লিটার
(C) 200 লিটার
(D) 170 লিটার

[spoiler title=”উত্তর : “] (D) 170 লিটার [/spoiler]

১২. pH স্কেল এর নিম্ন স্থিরাঙ্ক কত?

(A) 0
(B) 1
(C) 7
(D) 14

[spoiler title=”উত্তর : “] (A) 0  [/spoiler]

১৩. গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক হল –

(A) 1/273
(B) 273
(C) 273/6
(D) 1/173

[spoiler title=”উত্তর : “] (A) 1/273  [/spoiler]

১৪. নীচের বাক্য গুলো যত্নসহকারে পড়. 

  • (i) অ্যাভোগাড্রো প্রকল্পটি বর্তমানে সূত্র নামে পরিচিত
  • (ii) গ্যাসের প্রমাণ ঘনত্ব =গ্যাসের বাষ্প ঘনত্ব×0.089
  • (iii)গ্যাসের আণবিক ভর =2×গ্যাসের বাষ্পঘনত্ব

নীচের কোনটি সঠিক

(A) কেবল (i)
(B) কেবল (ii)
(C) (ii) ও (iii)
(D) (iii), (ii) ও (i)

[spoiler title=”উত্তর : “] (D) (iii), (ii) ও (i) [/spoiler]

১৫. স্ট্রীট ল্যাম্পের প্রতিফলক হিসাবে কি ধরনের দর্পণ ব্যবহার করা?

(A) সমতল
(B) উত্তল
(C) অবতল
(D) উত্তল ও অবতল

[spoiler title=”উত্তর : “] (B) উত্তল [/spoiler]

আরো দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Tapan Dalui

BanglaQuiz Telegram Group Quiz Master. Author of Physics section of BanglaQuiz Website.

Related Articles

দেখে নাও
Close
Back to top button