NotesGeneral Knowledge Notes in Bengali

বিখ্যাত মনীষীদের সমাধিস্থল – স্মৃতিসৌধ – PDF

Memorials of Famous Indians (বিখ্যাত মনীষীদের সমাধিস্থল)

বিখ্যাত মনীষীদের সমাধিস্থল – স্মৃতিসৌধ

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতের বিখ্যাত মনীষীদের সমাধিস্থল নিয়ে। ভারতের স্মরণীয় ব্যক্তিদের স্মৃতিসৌধ তালিকাটি আমাদের জেনে রাখা খুব প্রয়োজন।

মনীষীসমাধিস্থলস্থান
মহাত্মা গাধীরাজ্ ঘাটদিল্লি
লাল বাহাদুর শাস্ত্রীবিজয় ঘাটদিল্লি
চৌধুরী চরণ সিংকিষান ঘাটদিল্লি
রাজীব গান্ধীবীর ভূমিদিল্লি
চন্দ্র শেখরজান্নায়ক স্থলদিল্লি
কে. আর. নারায়ণনউদয় ভূমিদিল্লি
জওহরলাল নেহেরুশান্তি বনদিল্লি
ইন্দিরা গান্ধীশক্তি স্থলদিল্লি
মোরারজি দেশাইঅভয় ঘাটআহমেদাবাদ (গুজরাট )
জগজীবন রামসমতা স্থলদিল্লি
ডক্টর শঙ্কর দয়াল শর্মাকর্ম ভূমিদিল্লি
ডক্টর রাজেন্দ্র প্রসাদমহাপ্রয়াণ ঘাটপাটনা
বি আর আম্বেদকরচৈত্যভূমিদাদার (মহারাষ্ট্র )
দেবী লালসংঘর্ষ স্থলদিল্লি
জ্ঞানী জৈল সিংএকতা স্থলদিল্লি
গুলজারিলাল নন্দানারায়ণ ঘাটআহমেদাবাদ (গুজরাট )
আই কে গুজরালস্মৃতি স্থলদিল্লি
কৃষ্ণকান্তনিগমভূত ঘাটদিল্লি
পি ভি নরসিমা রায়পি ভি ঘাটদিল্লি

১. রাজীব গান্ধীর সমাধিস্থল কোথায় অবস্থিত?.

রাজীব গান্ধীর সমাধিস্থল অবস্থিত দিল্লির বীরভূমিতে।

২. মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায় অৱস্থাত ?

মহাত্মা গান্ধীর সমাধিস্থল অবস্থিত দিল্লির রাজঘাটে।

৩. শক্তি স্থলে কার সমাধি রয়েছে ?

শক্তি স্থলে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সমাধি রয়েছে।

৪. চৈত্যভূমি কার সমাধিস্থল ?

বি আর আম্বেদকরের

আরও দেখে নাও :

Download Section :

File Name :  বিখ্যাত মনীষীদের সমাধিস্থল – স্মৃতিসৌধ – PDF – বাংলা কুইজ
File Size : 1.4 MB
No. of Pages : 02
Format : PDF
Click Here to Download

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button