Monthly Current AffairsCurrent Affairs

সাম্প্রতিকী – জুন মাস – ২০২০ । Monthly Current Affairs | June 2020

Monthly Current Affairs - June 2020

৪১. ২০২০ সালের অর্ডার অফ অস্ট্রেলিয়া পদক পেতে চলেছেন 

(A) এস জানকী
(B) কে এস চিত্রা
(C) সাধনা সরগম
(D) শোভা শেখর

উত্তর :
(D) শোভা শেখর

অস্ট্রেলিয়ার সংগীত সংস্থা কলাক্রুথির প্রতিষ্ঠাতা শোভা শেখরকে ২০২০ সালের অস্ট্রেলিয়ার অর্ডার অফ মেডেল মনোনীত করা হয়েছে।  এছাড়াও এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট এবং ক্রিকেটার মাইকেল ক্লার্ক-কে।


৪২. NIFR  ইন্ডিয়া র‌্যাঙ্কিং ২০২০-তে শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক তালিকায় শীর্ষস্থান পেল কোন কলেজ?

(A) Miranda House, Delhi
(B) Shri Ram College of Commerce, Delhi
(C) St. Stephens College, Delhi
(D) Presidency College, Mumbai

উত্তর :
(A) Miranda House, Delhi

৪৩. ভারতীয় দৌড়বিদ গোমতী মেরিমুথুকে ডোপিংয়ের অভিযোগে কত বছর নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ?

(A) ৫ বছর
(B) ৪ বছর
(C) ৩ বছর
(D) ২ বছর

উত্তর :
(B) ৪ বছর

এশিয়ান চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক বিজয়ী গোমতী মেরিমুথুকে সম্প্রতি অ্যাথলেটিক্স ইনগ্রিগ্রিটি ইউনিট (Athletics Integrity Unit )  চার বছরের জন্য দৌড় থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে।


৪৪. বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত ১৪ই জুন, ২০২০ সালে  প্রয়াত হয়েছেন। নীচের মধ্যে কোনটি তাঁর অপ্রকাশিত ছবি?

(A) Welcome to New York
(B) রাবতা
(C) সন্চিরিয়া
(D) দিল বেচারা

উত্তর :
(D) দিল বেচারা

৩৪ বছর বয়সে প্রয়াত হলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। শেষ অভিনীত ছবি : ছিছোড়ে (বড় পর্দায়) , ড্রাইভ(অনলাইন) | তাঁর অপ্রকাশিত ছবি – দিল বেচারা। ।


৪৫. কোয়াকুয়ারেলি সাইমন্ডস (Quacquarelli Symonds) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২১ শীর্ষ ২০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় ভারতের কতগুলি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ?

(A)
(B)
(C)
(D)

উত্তর :
(B)

IIT বোম্বে, Indian Institute of Science এবং IIT দিল্লি – এই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান এই তালিকায় রয়েছে ।

এই লিস্ট এর শীর্ষে রয়েছে – মার্কিন যুক্তরাষ্ট্রের Massachusetts Institute of Technology (MIT) ।


৪৬. করোনা যোদ্ধাদের সম্মান জানাতে ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ কর্তৃক উৎসর্গীকৃত “রাখ হাউসলা হিম্মত না হার” গানটি কে লিখেছেন ?

(A) পঙ্কজ শর্মা
(B) উজ্জ্বল সিং
(C) বিক্রম সংঘ
(D) বরুণ কুমার

উত্তর :
(D) বরুণ কুমার

গানটি লিখেছেন কনসটেবল বরুণ কুমার এবং গেয়েছেন কনস্টবল বিক্রম  জিৎ।


৪৭. ২০২০ সালের জুনে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী একটি বন্যা সতর্কতা সিস্টেম IFLOWS উদ্বোধন করলেন ?

(A) কেরালা
(B) হরিয়ানা
(C) গুজরাট
(D) মহারাষ্ট্র

উত্তর :
(D) মহারাষ্ট্র

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এটির উদ্বোধন করেছেন।


৪৮. ডিপ নলেজ গ্রুপের দ্বারা প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুসারে, কোভিড -১৯-এর পরিপ্রেক্ষিতে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কোনটি ?

(A) ডেনমার্ক
(B) সুইডেন
(C) সুইজারল্যান্ড
(D) ফিনল্যাণ্ড

উত্তর :
(C) সুইজারল্যান্ড 

৪৯. সম্প্রতি কেভিড -১৯ ভাইরাসে আক্রান্ত হলেন পাকিস্তানের কোন  হাই-প্রোফাইল ক্রিকেটার?

(A) শোয়েব আখতার
(B) ওয়াকার ইউনিস
(C) শহীদ আফ্রিদি
(D) মিসবাহ উল হক

উত্তর :
(C) শহীদ আফ্রিদি

তৌফিক ওমর ও জাফর সরফরাজের শহীদ আফ্রিদি হলেন তৃতীয় পাকিস্তান ক্রিকেটার যিনি করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন।


৫০. কে ২০২০ সালের জুনে HDFC ব্যাংকের এক্সকিউটিভ ডিরেক্টর  পদে পুনরায় নিয়োগ পেয়েছেন?

(A) অতুল কুমার গোয়েল
(B) কাইজাদ ভুরুচা
(C) আর.এ. সংকর নারায়ণন
(D) রাজকিরণ রায় জি

উত্তর :
(B) কাইজাদ ভুরুচা

HDFC ব্যাংকের নির্বাহী পরিচালক পদে কাইজাদ ভুরুচাকে পুনরায় নিয়োগের অনুমোদন দিয়েছে RBI।


৫১. ২০২০ সালে রাজ্য জুড়ে কোন দিন মিজোরামবাসীরা সবুজ মিজোরাম দিবস পালন করলো ?

(A) ১০ জুন
(B) ১১ জুন
(C) ১২ জুন
(D) ১৩ জুন

উত্তর :
(B) ১১ জুন

১৯৯৯ সাল থেকে প্রতিবছর মিজোরামে জুন মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে সবুজ মিজোরাম দিবস পালন করা হয়।  ২০২০ সালের এই দিবসটি ১১ই জুন পালন করা হলো।


৫২. ২০২০ সালের ১৯শে জুন থেকে ৩০শে জুন পর্যন্ত কোন রাজ্য তার রাজধানী এবং এর আশেপাশের এলাকায় পুরো লকডাউন ঘোষণা করেছে?

(A) কেরালা
(B) তামিলনাড়ু
(C) গুজরাট
(D) মহারাষ্ট্র

উত্তর :
(B) তামিলনাড়ু

২০২০ সালের ১৯শে জুন থেকে ৩০শে জুন পর্যন্ত তামিলনাড়ু সরকার চেন্নাই এবং এর আশেপাশের এলাকায় পুরো লকডাউন ঘোষণা করেছে । যদিও দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত।


৫৩. ভারত সম্প্রতি আবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে। এই নিয়ে ভারত মোট কতবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে ?

(A)
(B)
(C) ১০
(D) ১১

উত্তর :
(B)

২০২০ সালের জুন মাসে ভারত আবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৮৪টি ভোট পেয়ে ভারত এ বছর নির্বাচিত হয়েছে। এটাই অবশ্য প্রথম নয়, এর আগেও সাত বার ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি ( ৫ টি স্থায়ী, ১০ টি অস্থায়ী ) ।

দেখে নাও জাতিসংঘ সম্পর্কিত সম্পূর্ণ নোটটি, প্রশ্নোত্তর সহ – Click here


৫৪. মহাত্মা গান্ধী জাতীয় পল্লী কর্মসংস্থান গ্যারান্টি স্কিম (MGNREGA ) এর আওতায় কোন রাজ্য সবচেয়ে বেশি শ্রমিকদের কর্মসংস্থান দিয়ে শীর্ষে রয়েছে ?

(A) বিহার
(B) উত্তর প্রদেশ
(C) পাঞ্জাব
(D) মধ্য প্রদেশ

উত্তর :
(B) উত্তর প্রদেশ

৫৫. সম্প্রতি মুখামেদকালিয়ি আবিলগাজিভ পদত্যাগ করেছেন। তিনি কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?

(A) ইরান
(B) কিরগিজস্তান
(C) ওমান
(D) তুরস্ক

উত্তর :
(B) কিরগিজস্তান

জাতীয় রেডিও ফ্রিকোয়েন্সিগুলির কার্যভার নির্ধারণে প্রধানমন্ত্রীর বেআইনি ভাবে যুক্ত থাকার অভিযোগের ভিতরে তিনি পদত্যাগ করেছেন।  ২০১৮ সালে রাষ্ট্রপতি সুরনবাই জীনবোকভ দ্বারা তিনি নিযুক্ত হয়েছিলেন।


৫৬. ২০২০ সালের জুনে প্যাংগং লেকের কাছে কোন দেশের সৈন্যদের সাথে সংঘর্ষে  প্রায় ২০ জন ভারতীয় সেনা শহীদ হয়েছেন?

(A) পাকিস্তান
(B) চীন
(C) নেপাল
(D) ভুটান

উত্তর :
(B) চীন

লাদাখে চিন “একতরফাভাবে” পরিবর্তন আনার চেষ্টার ফলে লাদাখের গালওয়ান উপত্যকায় ১৫ জুন রাতে ভারত-চিনের মুখোমুখি সংঘর্ষে শহীদ হন ২০ জন ভারতীয় জওয়ান। সেই সঙ্গে আহত হন সেনাবাহিনীর ৭৬ জন সেনা। এই ঘটনায় চাইনিজ পণ্য বর্জনের আহ্বানের সঙ্গে চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের চিনা পতাকা এবং পোস্টার পুরিয়ে দেওয়া হয় ভারতের বেশ কিছু জায়গাতে।


৫৭. কোন দেশ ২০২১ সালে  চতুর্থ এশিয়ান যুব প্যারা গেমস আয়োজন করতে চলেছে ?

(A) কাতার
(B) বাহরাইন
(C) সৌদি আরব
(D) ওমান

উত্তর :
(B) বাহরাইন

২০২১ সালে ডিসেম্বর ১ থেকে ডিসেম্বর ১০ পর্যন্ত এই গেমসটির আয়োজন করতে চলছে – বাহরাইন।

বাহরাইন:

  • রাজধানী –  মানামা।
  • মুদ্রা – বাহরাইন দিনার।
  • জাতীয় ক্রীড়া – ফুটবল

৫৮. কে ২০২০ সালের জুনে আনুষ্ঠানিকভাবে যোগ সপ্তাহ-২০২০ এর উদ্বোধন করেছেন?

(A) অজয় ভূষণ পান্ডে
(B) সত্য পাল মালিক
(C) গিরিশ চন্দ্র মুর্মু
(D) আর.কে. মাথুর

উত্তর :
(C) গিরিশ চন্দ্র মুর্মু

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর, গিরিশচন্দ্র মুরমু আনুষ্ঠানিকভাবে যোগ সপ্তাহ -২০২০ এর উদ্বোধন করেছেন।

প্রসঙ্গত , ২১ জুন তারিখটি হল আন্তর্জাতিক যোগ দিবস। এই দিনটিকে যোগ দিবস বা বিশ্ব যোগ দিবস বলা হয়। যোগ হল প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা। এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাবিধান। এই প্রথা ভারতে আজও প্রচলিত আছে। ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন। সেই বছরই ১১ ডিসেম্বর রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করেন।


৫৯. ২০২০ সালের জুনে বিজ্ঞানীরা প্রথমবার মহাকাশে পদার্থের  বোস-আইনস্টাইন ঘনীভবন অবস্থা পর্যবেক্ষণ করেছেন। বোস-আইনস্টাইন ঘনীভবন অবস্থার জন্য নির্ধিষ্ট কিছু মৌলের পরমাণুকে কত উষ্ণতায় রাখতে হয় ?

(A) ০ কেলভিন
(B) ১০ কেলভিন
(C) ২০ কেলভিন
(D) ৩০ কেলভিন

উত্তর :
(A) ০ কেলভিন

‘ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন’ (আইএসএস)-এর মধ্যে বিজ্ঞানীরা বানালেন পদার্থের ‘বোস-আইনস্টাইন কনডেনসেট’অবস্থা, যা প্রায় ১০০ বছর আগে উঠে এসেছিল, আলবার্ট আইনস্টাইন এবং বাঙালি বিজ্ঞানী আচার্য সত্যেন্দ্রনাথ বসুর গবেষণায়।

বোস-আইনস্টাইন ঘনীভবন অবস্থা হল পদার্থের একটি অবস্থা যখন তরলীভূত বোসন গ্যাস পরম শুন্য তাপমাত্রার খুব কাছাকাছি তাপমাত্রায় (অর্থাৎ ০ কেলভিন বা -২৭৩.১৫ ডিগ্রি সেলসিয়াসের খুব কাছে) ঠাণ্ডা করা হয়। এই অবস্থায় বোসনের একটি বৃহৎ অংশ সর্বনিম্ন কোয়ান্টাম অবস্থা দখল করে, এবং এই মুহূর্তে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম ঘটনা স্পষ্টভাবে প্রতীয়মান হয়ে ওঠে।


৬০. ২০২০ সালের IMD দ্বারা প্রকাশিত World Competitiveness Index -এ ভারতের স্থান কততম ?

(A) ৫৪
(B) ৪৩
(C) ৫৬
(D) ৭৭

উত্তর :
(B) ৪৩

ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভলপমেন্ট (IMD ) দ্বারা প্রকাশিত World Competitiveness Index এ ভারত 43 তম স্থানে রয়েছে । ৬৩টি দেশের মধ্যে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর ।


To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7Next page
Telegram

Related Articles

Back to top button