Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৫৬ । Daily General Awareness | Bengali

Daily General Awareness Practice Set - 256

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৫৬

বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।


Bangla General Knowledge Question and Answer – All Set Together – Click Here

এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।


General Knowledge Mock Test – বাংলায় দিতে চাইলে এখানে ক্লিক করোBangla Quiz Mock Tests  

সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :

৪০৫১. প্রতি একর ভরে বেশি ক্যালরি যোগান দেয় যে খাদ্য তা হল

(A) কার্বোহাইড্রেট
(B) ফ্যাট
(C) প্রোটিন
(D) জল

উত্তর :
(B) ফ্যাট

প্রাণীদেহে তাপশক্তি উৎপাদন করা ফ্যাটের প্রধান কাজ। ১ গ্রাম ফ্যাট দহন হলে ৯.৩ kcal তাপশক্তি উৎপাদন হয়।


৪০৫২. পটকা বাজি ফাটানোর সময় সবুজ আলো উৎপন্ন হয় কিসের ক্লোরাইড লবণের জন্য?

(A) বেরিয়াম
(B) সোডিয়াম
(C) ক্যালসিয়াম
(D) স্ট্রনসিয়াম 

উত্তর :
(A) বেরিয়াম

আতশবাজিতে বিভিন্ন রং উৎপন্ন করা রাসায়নিক : 

  • বেরিয়াম ক্লোরাইড – সবুজ রং
  • স্ট্রনসিয়াম কার্বনেট – লাল রং
  • ক্যালসিয়াম ক্লোরাইড – কমলা রং
  • সোডিয়াম নাইট্রেট – হলুদ রং
  • কপার ক্লোরাইড – নীল রং

 


৪০৫৩. রুমটেক মঠটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

(A) জম্মু ও কাশ্মীর
(B) সিকিম
(C) হিমাচল প্রদেশ
(D) অরুণাচল প্রদেশ

উত্তর :
(B) সিকিম

রুমটেক মঠ সিকিমে অবস্থিত প্রাচীনতম মঠগুলির মধ্যে একটি।  এটি ১৯৬৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন , ওয়াংচুক দর্জি।


৪০৫৪. নিচের কোন বিমানবন্দরটি ভুবনেশ্বর বিমানবন্দর নামে পরিচিত?

(A) ডঃ বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর
(B) শেখুল আলাম আন্তর্জাতিক বিমানবন্দর
(C) বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর
(D) লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর

উত্তর :
(C) বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর

বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরটি ভুবনেশ্বর বিমানবন্দর নামেও পরিচিত। এটি ওড়িশার ভুবনেশ্বরে অবস্থিত। এটি এই রাজ্যের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্ধরটির নামকরণ করা হয়েছে ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়েক -এর নামে।


৪০৫৫. বাংলাদেশের বিজয় দিবস কখন পালিত হয়?

(A) ১৬ ডিসেম্বর
(B) ১২ মার্চ
(C) ১৪ আগস্ট
(D) ৬ নভেম্বর

উত্তর :
(A) ১৬ ডিসেম্বর

প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়। ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারীভাবে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হয়। ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানী বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। ভারতেও এই দিনটি বিজয় দিবস হিসেবে পালিত হয়ে থাকে।


৪০৫৬. কোন মুঘল সম্রাটের শাসনকালে সফদার জং প্রধানমন্ত্রী ছিলেন ?

(A) মুহাম্মদ শাহ
(B) দ্বিতীয় শাহ আলম
(C) দ্বিতীয় বাহাদুর শাহ
(D) আহমদ শাহ বাহাদুর

উত্তর :
(D) আহমদ শাহ বাহাদুর

১৭৪৮ খ্রিস্টাব্দে ১৩ তম মুঘল সম্রাট আহমদ শাহ বাহাদুর সিংহাসনে আরোহণের সময় সফদার জংকে প্রধানমন্ত্রী করা হয়েছিল। মুহাম্মদ শাহের শাসনামলে তাঁকে কাশ্মীরের গভর্নরও দেওয়া হয়েছিল।

সফদার জং-এর সমাধি রয়েছে দিল্লিতে।


৪০৫৭. নিচের কোন মুক্তিযোদ্ধা আমরণ অনশনের মাধ্যমে প্রাণত্যাগ করেছিলেন ?

(A) যতীন দাস
(B) রাজগুরু
(C) ভগত সিং
(D) সুখদেব

উত্তর :
(A) যতীন দাস

যতীন্দ্র নাথ দাস (২৭ অক্টোবর, ১৯০৪ – ১৩ সেপ্টেম্বর, ১৯২৯), ছিলেন একজন ভারতীয় মুক্তিযোদ্ধা এবং বিপ্লবী ভগৎ সিংয়ের সহকর্মী। আত্মত্যাগী, সাহসী মানুষটি লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে ১৯২৯ সালের ১৪ই জুন গ্রেপ্তার হন। জেলবন্দীদের অধিকারের দাবিতে ওই বছরই ১৩ই জুলাই অনশন শুরু করেন তিনি। ৬৩ দিন অনশনের পর ১৩ই সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে জেলেই মৃত্যু হয় তার। স্বাধীনতার পর তার সম্মানে কলকাতা মেট্রোর হাজরা অঞ্চলের মেট্রো স্টেশনটির নামকরণ করা হয় যতীন দাস পার্ক মেট্রো স্টেশন।


৪০৫৮. বৈশালী কোন মহাজনপদের রাজধানী ছিল?

(A) ভাজ্জি
(B) কোশল
(C) কাশী
(D) মগধ

উত্তর :
(A) ভাজ্জি

বৃজি ছিল প্রাচীন ভারতের প্রধান মহাজনপদসমূহের একটি। প্রাচীন বৌদ্ধ লিপি অঙ্গুত্তরা নিকায়া এবং জৈন লিপি ভগবতী সূত্র – এদুটির ষোল মহাজনপদের তালিকাতেই বৃজির উল্লেখ ছিল।

বৈশালী ছিল বৃজির রাজধানী ।


৪০৫৯. যখন চুনাপাথর লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তখন কোন গ্যাস উৎপন্ন হয় ?

(A) হাইড্রোজেন
(B) অক্সিজেন
(C) কার্বন – ডাই – অক্সাইড
(D) হাইড্রোজেন সালফাইড

উত্তর :
(C) কার্বন – ডাই – অক্সাইড

CaCO3 + 2HCl → CaCl2 + CO2 + H2O


৪০৬০. মায়োপিয়া সাধারণত এই কারণে হয়ে থাকে – 

(A) অক্ষিগোলক ( eye ball ) ছোট হয়ে যায়
(B) চোখের লেন্সের ফোকাল দৈর্ঘ্যের অনিয়মিত পরিবর্তন ঘটে
(C) বৃদ্ধতা
(D) অক্ষিগোলক ( eye ball ) বড়ো হয়ে যায় 

উত্তর :
(D) অক্ষিগোলক ( eye ball ) বড়ো হয়ে যায়

নিকটদৃষ্টি বা হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া (Myopia ) চোখের ৪টি প্রধান রোগের মধ্যে ১টি। এটি আসলে চোখের সেই অবস্থা যখন চোখের তারারন্ধ্রের ভেতর দিয়ে আগত আলো অক্ষিগোলকের রেটিনায় আপতিত না হয়ে তার সামনে কোন স্থানেই একটি বিন্দুতে মিলিত হয়ে প্রতিবিম্ব সৃষ্টি করে ফেলে।

মাইওপিয়া বা ক্ষীণদৃষ্টি আক্রান্ত চোখ খুব কাছের বস্তু বেশ ভালো দেখলেও দূরের বস্তু ঝাপসা দেখে। অর্থাৎ এই চোখের নিকটবিন্দু ২৫ সেন্টিমিটারেরও কম হতে পারে।

অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে বা চোখের লেন্সের ফোকাস দুরত্ব কমে গেলে তথা অভিসারী ক্ষমতা বেড়ে গেলে এই ত্রুটি দেখা যায়।


আরো দেখুন : 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button