QuizQuiz

ভারতের স্বাধীনতা দিবস স্পেশাল ক্যুইজ সেট ২০২৩ – Independence Day Special Quiz

Independence Day Special Quiz Set

ভারতের স্বাধীনতা দিবস স্পেশাল ক্যুইজ সেট

আজকের বিষয় – ভারতের স্বাধীনতা দিবস স্পেশাল ক্যুইজ সেটIndependence Day Special Quiz Set  ।

১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছিল। ভারতের ইতিহাসে তাই ১৫ই আগস্ট দিনটির গুরুত্ব অপরিসীম। ২০২৩ সালে ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস পালিত হতে চলেছে। ভারত সরকার সেই উদ্দেশ্যে শুরু করেছিল “আজাদী কা অমৃত মহোৎসব” । “আজাদী কা অমৃত মহোৎসব” এর আনুষ্ঠানিক যাত্রা ২০২১ সালের ১২ মার্চ থেকে শুরু হয় যা আমাদের স্বাধীনতার ৭৫ তম বার্ষিকীর ৭৫ সপ্তাহের কাউন্টডাউন শুরু করে এবং ১৫ ই আগস্ট, ২০২৩ এ এক বছরের পরে শেষ হবে।

ভারতের ৭৬তম স্বাধীনতাদিবসের প্রাক্কালে দেওয়া রইলো স্বাধীনতা দিবস সম্পর্কিত একটি কুইজ সেট। ভারতের স্বাধীনতা সম্পর্কিত ১০টি অত্যন্ত গুরুবপূর্ণ তথ্য নিয়ে আজকের এই কুইজ সেট তৈরী করা হয়েছে ।

১. ভারতের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য কেন ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট , এই দিনটি বেছে নেওয়া হয়েছিল?

উত্তর :
কারণ ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ইংরেজদের কাছে আত্মসমর্পণ করার দ্বিতীয় বার্ষিকী ।

২. ভারতের জাতীয় গান বন্দেমাতরম। মূল বন্দেমাতরম গানটির আক্ষরিক বাংলা অনুবাদ কে করেন?

উত্তর :
সত্যেন্দ্র নাথ দত্ত।

৩. ১৫ ই আগস্ট ১৯৪৭ থেকে ২৬ শে জানুয়ারী ১৯৫০ সাল পর্যন্ত স্বাধীন ভারত কী নামে পরিচিত ছিল?

উত্তর :
Domino of India .

৪. ভারতের জাতীয় পতাকা প্রথম কোন শহরে উত্তোলন করা হয়?

উত্তর :
কলকাতা ।

৫. ১৯৫০ খ্রিষ্টাব্দে স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত স্বীকৃতি লাভ করে জনগণমন-অধিনায়ক জয় হে এর প্রথম স্তবকটি। মূল সঙ্গীতে কতগুলি স্তবক ছিল?

উত্তর :
৫ টি ।

জানো কি ?
২০২৩ সালে ভারতের স্বাধীনতা দিবসের থিম – “Nation First, Always First”

৬. Independence Act 1947 কত তারিখে পাশ হয়েছিল?

উত্তর :
১৯৪৭ সালের ১৮ ই জুলাই ।

৭. ভারতের কোন প্রধানমন্ত্রী ১৫ ই আগস্ট দিল্লির লাল কেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেননি?

উত্তর :
চন্দ্র শেখর ।

৮. বাংলা ক্যালেন্ডার অনুসারে ভারত কবে স্বাধীনতা অর্জন করে?

উত্তর :
৩০ শে শ্রাবণ , ১৩৫৪ বঙ্গাব্দ ।

৯. ১৫ ই আগস্ট দিল্লীর লাল কেল্লায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সর্বাধিক বার এই কার্য করার সুযোগ পেয়েছন। তিনি মোট কতবার স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লীর লাল কেল্লা থেকে পতাকা উত্তোলন করেছেন?

উত্তর :
১৭ বার।

১০. ভারতের স্বাধীনতার সময় কতগুলি রাজ্য (princely) ছিল?

উত্তর :
৫৬৫ টি।

আরও দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button