
বিভিন্ন ধরণের লিভার ( Lever )
লিভার এমন একটি সোজা বা বাঁকানো দৃঢ় দণ্ড, যা একটি নিদিষ্ট স্থির বিন্দুকে কেন্দ্র করে বিন্দুটির চারিদিকে অবাধে ঘুরতে পারে। লিভারের যে বিন্দুটি স্থির থাকে তাকে আলম্ব ( Fulcrum ) বলে। আলম্বের একই দিকে বা বিপরীত দিকে দুটি বিন্দুর একটিতে বল এবং অন্যটিতে ভার প্রয়ােগ করা হয়। আলম্ব থেকে বলের প্রয়ােগ বিন্দুর দূরত্বকে বলবাহু (Power arm) এবং আলম্ব থেকে ভারের লিভার দণ্ড প্রয়ােগবিন্দুর দূরত্বকে রােধবাহু (resistance arm) বলে। (বিভিন্ন ধরণের লিভার )

প্রযুক্ত বল এবং ভারের ক্রিয়ায় যদি কোন লিভার অনুভূমিক অবস্থায় আসে, তবে প্রযুক্ত বল ও বলবাহুর গুণফল এবং ভার ও রােধবাহুর গুণফল পরস্পর সমান
হয়। অর্থাৎ, লিভারের সাম্যবস্থায়,
লিভারের প্রকারভেদ :
আলম্ব, প্রযুক্ত বল এবং ভারের প্রয়ােগবিন্দুর বিভিন্ন অবস্থানের তারতম্য অনুসারে লিভারকে তিন শ্রেণীতে ভাগ করা যায়—
(i) প্রথম শ্রেণীর লিভার,
(ii) দ্বিতীয় শ্রেণীর লিভার এবং
(iii) তৃতীয় শ্রেণীর লিভার ।
(i) প্রথম শ্রেণীর লিভার
- আলম্ব বিন্দুর একদিকে ভার ও অন্য দিকে বল ক্রিয়া করে।
- যান্ত্রিকী সুবিধা ১ এর বেশি ( সাধারণত ) , সমান ( যেমন : তুলাদণ্ড ) বা কম ( যেমন : ঢেঁকি ) হতে পারে ।
- উদাহরণ : সাঁড়াশি, কোদাল, নলকূপের হাতল, পেরেক টুলবার হাতুড়ি, তুলাদন্ড, কয়লা সরানো বেলচা, ঢেঁকি, কাঁচি
(ii) দ্বিতীয় শ্রেণীর লিভার
- লিভারের এক প্রান্তে আলম্ব থাকে থাকে এবং অপর প্রান্তে বল প্রয়োগ করা হয় এবং আলম্ব ও বলের প্রয়োগ বিন্দুর মধ্যবর্তী কোনো স্থানে ভার ক্রিয়া করে ।
- যান্ত্রিক সুবিধা সবসময় ১ এর বেশি হয়।
- উদাহরণ : জাঁতি, পানচিং মেশিন, নৌকার দাঁড়, বোতলের ছিপি খোলার যন্ত্র, এক চাকার হাতগাড়ি।
(iii) তৃতীয় শ্রেণীর লিভার
- লিভারের একপ্রান্তে আলম্ব ও অপর প্রান্তে ভার থাকে এবং আলম্ব ও ভারের মধ্যবর্তী কোনো স্থানে বল ক্রিয়া করে ।
- যান্ত্রিক সুবিধা সবসময় ১ এর কম হয় ।
- উদাহরণ : মুখের চোয়াল, মাল টুলবার ক্রেন, মানুষের হাত, চিমটা, মাছ ধরার চিপ, পাউরুটি কাটবার ছুড়ি প্রভৃতি।
Also Check :
কাঁচি কোন শ্রেণীর লিভার ?
কাঁচি প্রথম শ্রেণীর লিভার
নলকূপের হাতল কোন শ্রেণীর লিভার ?
প্রথম শ্রেণীর লিভার
মানুষের হাত কোন শ্রেণীর লিভার ?
তৃতীয় শ্রেণীর লিভার
হাতুড়ি কোন শ্রেণীর লিভার ?
প্রথম শ্রেণীর লিভার
যাঁতি কোন শ্রেণীর লিভার ?
দ্বিতীয় শ্রেণীর লিভার
নখ কাটার যন্ত্র কোন শ্রেণীর লিভার ?
প্রথম শ্রেণীর লিভার