GeographyGeneral Knowledge Notes in BengaliGeography Notes

ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব তালিকা (PDF সহ)

ভারতের বিভিন্ন আঞ্চলিক উৎসব

Rate this post

ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব তালিকা

ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব তালিকা দেওয়া রইলো।

বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ ভারত এবং এর ভিন্ন প্রান্তে রয়েছে ভিন্ন ভিন্ন ভাষা, সংষ্কৃতি, আবদ কায়দা, উৎসব। ভারত সম্পর্কেই সত্যই বলা চলে “নানা ভাষা নানা মত নানা পরিধান” । কিন্তু এর বৈচিত্র্যেরি মাঝে দেখা যায় এক অভিন্ন মিলন ।

বাংলা কুইজের তরফ থেকে ভারতের বিভিন্ন রাজ্যের জনপ্রিয় উৎসবগুলো একসাথে দেওয়া রইলো । বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক । নিচে ডাউনলোড লিংক দেওয়া রয়েছে,  সেখান থেকে তোমরা ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব -এর PDF ফাইল ডাউনলোড করে নিতে পারবে ।

এরকম আরো নোটস পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো  ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।

আমাদের ফেসবুক পেজ আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন

ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্য দিবস

ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য তালিকা | PDF

কোন নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত – PDF

বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ উৎসব সমূহ

রাজ্যউৎসব
পশ্চিমবঙ্গদুর্গাপূজা, কালীপূজা, লক্ষ্মী পূজা, ভাইফোঁটা, নববর্ষ, দোল, বক্সা পক্ষী উৎসব
ত্রিপুরাঘুড়ি উৎসব, ডাণ্ডি দরবার, তারনেটরের মেলা, নবরাত্রি, খার্চী পূজা
ওড়িশারথযাত্রা, কোনারক উৎসব।
বিহারছট পূজা, করম উৎসব, পারুল।
অসমবিহু, মে ডাম মে ফি
ছত্রিশগড়পােলা নবখাই
ঝাড়খণ্ডছটপূজা।
মহারাষ্ট্রগণেশ চতুর্থী, নাগপঞমী, জামসিদ নাউরােজ।
তামিলনাড়ুপােঙ্গল, জাল্লিকাট্ট।
উত্তরপ্রদেশরামনবমী, রামলীলা।
হিমাচল প্রদেশচম্বারমিঞ্জর।
অন্ধ্রপ্রদেশমহাকালীযাত্রা, উ গাডি-মার্চ (তেলেগু নববর্ষ), মার্চ।
মধ্যপ্রদেশতানসেন সঙ্গীত উৎসব।
গােয়াকার্ণিভাল, শিগমাে উৎসব।
পাঞ্জাবকরবাচওত, লােহরি, বৈশাখী, সাতােয়া।
সিকিমলােসার, চাইতা, লােসাং, বুমচু
জম্মু ও কাশ্মীরলােরি, আশুজ, হেরাথ ।
রাজস্থানআদিবাসী কুম্ভমেলা
কেরালাবিশু, ওনাম, তিস্ক, কুরম, সুরয়া উৎসব।
হরিয়াণাওহিয়াদুজ, গুপ্পা, সবেবরাত, নাওমি।
উত্তরাঞ্চলকুম্ভমেলা ও অর্ধ কুম্ভমেলা।
মেঘালয়ওয়াংগালা (একশ ঢোলের উৎসব )
দিল্লিরােশেনারা, শালিমার।
নাগাল্যাণ্ডপাখি উৎসব, অঙগামিদের সেক্রেনি, হর্নবিল।
দাদরা ও নগর হাভেলিদিবাসের
মিজোরামচাপচারকুট, মিমকুট।
মনিপুরওশাং ।
পণ্ডিচেরীফরাসি বাস্তিল দিবস।
অরুণাচল প্রদেশদ্রী উৎসব।
লাদাখহেমিস উৎসব।
তেলেঙ্গানাআশা বনালু।
ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ উৎসব

Download Section

  • File Name : ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব
  • File Size : 105 KB
  • No. of Pages : 02
  • Format : PDF
  • Language : Bengali

আরও দেখে নাও :

রাজ্য উৎসব সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

ওনাম কোন রাজ্যের উৎসব ?

কেরালা রাজ্যের সবচেয়ে বড় উৎসব ওনাম।

কোন রাজ্যে ওশাং উৎসব পালিত হয় ?

মনিপুরে ওশাং উৎসব পালিত হয়।

পঙ্গল কোন রাজ্যের উৎসব ?

তামিলনাড়ুর ফসল উৎসব পঙ্গল ।

বিহু কোন রাজ্যের প্রধান উৎসব ?

আসামের প্রধান উৎসব বিহু।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!
উপগ্রহের সংখ্যায় শনিকে ছাড়িয়ে গেলো বৃহস্পতি। ১০০টি বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর UNSC দ্বারা বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত হলেন আবদুল রহমান মক্কি বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কিত ১০টি তথ্য Nobel 2022 Winner List in Bengali