ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব তালিকা (PDF সহ)
ভারতের বিভিন্ন আঞ্চলিক উৎসব

Table of Contents
ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব তালিকা
ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব তালিকা দেওয়া রইলো।
বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ ভারত এবং এর ভিন্ন প্রান্তে রয়েছে ভিন্ন ভিন্ন ভাষা, সংষ্কৃতি, আবদ কায়দা, উৎসব। ভারত সম্পর্কেই সত্যই বলা চলে “নানা ভাষা নানা মত নানা পরিধান” । কিন্তু এর বৈচিত্র্যেরি মাঝে দেখা যায় এক অভিন্ন মিলন ।
বাংলা কুইজের তরফ থেকে ভারতের বিভিন্ন রাজ্যের জনপ্রিয় উৎসবগুলো একসাথে দেওয়া রইলো । বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক । নিচে ডাউনলোড লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব -এর PDF ফাইল ডাউনলোড করে নিতে পারবে ।
এরকম আরো নোটস পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।
আমাদের ফেসবুক পেজ আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন
বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ উৎসব সমূহ
রাজ্য | উৎসব |
---|---|
পশ্চিমবঙ্গ | দুর্গাপূজা, কালীপূজা, লক্ষ্মী পূজা, ভাইফোঁটা, নববর্ষ, দোল, বক্সা পক্ষী উৎসব |
ত্রিপুরা | ঘুড়ি উৎসব, ডাণ্ডি দরবার, তারনেটরের মেলা, নবরাত্রি, খার্চী পূজা |
ওড়িশা | রথযাত্রা, কোনারক উৎসব। |
বিহার | ছট পূজা, করম উৎসব, পারুল। |
অসম | বিহু, মে ডাম মে ফি |
ছত্রিশগড় | পােলা নবখাই |
ঝাড়খণ্ড | ছটপূজা। |
মহারাষ্ট্র | গণেশ চতুর্থী, নাগপঞমী, জামসিদ নাউরােজ। |
তামিলনাড়ু | পােঙ্গল, জাল্লিকাট্ট। |
উত্তরপ্রদেশ | রামনবমী, রামলীলা। |
হিমাচল প্রদেশ | চম্বারমিঞ্জর। |
অন্ধ্রপ্রদেশ | মহাকালীযাত্রা, উ গাডি-মার্চ (তেলেগু নববর্ষ), মার্চ। |
মধ্যপ্রদেশ | তানসেন সঙ্গীত উৎসব। |
গােয়া | কার্ণিভাল, শিগমাে উৎসব। |
পাঞ্জাব | করবাচওত, লােহরি, বৈশাখী, সাতােয়া। |
সিকিম | লােসার, চাইতা, লােসাং, বুমচু |
জম্মু ও কাশ্মীর | লােরি, আশুজ, হেরাথ । |
রাজস্থান | আদিবাসী কুম্ভমেলা |
কেরালা | বিশু, ওনাম, তিস্ক, কুরম, সুরয়া উৎসব। |
হরিয়াণা | ওহিয়াদুজ, গুপ্পা, সবেবরাত, নাওমি। |
উত্তরাঞ্চল | কুম্ভমেলা ও অর্ধ কুম্ভমেলা। |
মেঘালয় | ওয়াংগালা (একশ ঢোলের উৎসব ) |
দিল্লি | রােশেনারা, শালিমার। |
নাগাল্যাণ্ড | পাখি উৎসব, অঙগামিদের সেক্রেনি, হর্নবিল। |
দাদরা ও নগর হাভেলি | দিবাসের |
মিজোরাম | চাপচারকুট, মিমকুট। |
মনিপুর | ওশাং । |
পণ্ডিচেরী | ফরাসি বাস্তিল দিবস। |
অরুণাচল প্রদেশ | দ্রী উৎসব। |
লাদাখ | হেমিস উৎসব। |
তেলেঙ্গানা | আশা বনালু। |
Download Section
- File Name : ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব
- File Size : 105 KB
- No. of Pages : 02
- Format : PDF
- Language : Bengali
আরও দেখে নাও :
- ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য | PDF
- ভারতের বিভিন্ন জনগোষ্ঠী – Racial Classification of Indian Population
- কোন নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত – PDF
- ভারতের রাজ্যভিত্তিক সমুদ্র সৈকতের তালিকা – PDF Download
- ভারতের বিভিন্ন স্থানের বিখ্যাত শাড়ি তালিকা
রাজ্য উৎসব সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
ওনাম কোন রাজ্যের উৎসব ?
কেরালা রাজ্যের সবচেয়ে বড় উৎসব ওনাম।
কোন রাজ্যে ওশাং উৎসব পালিত হয় ?
মনিপুরে ওশাং উৎসব পালিত হয়।
পঙ্গল কোন রাজ্যের উৎসব ?
তামিলনাড়ুর ফসল উৎসব পঙ্গল ।
বিহু কোন রাজ্যের প্রধান উৎসব ?
আসামের প্রধান উৎসব বিহু।
To check our latest Posts - Click Here