QuizQuiz

বাংলা কুইজ – সেট ১১৫

Bengali Quiz – Set 115

১. কোন দেশের নির্দিষ্ট কিছু চুল কাটার ধরণের বাইরে চুল কাটলে সেটিকে বেআইনি বলে ধরা হয় ?

উত্তর :
উত্তর কোরিয়া

২. “The Bengalee” – নামের ইংরেজি পত্রিকাটি সম্পাদনা করেছিলেন একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী । কে তিনি ?

উত্তর :
সুরেন্দ্রনাথ ব্যানার্জী

৩. ভারতের প্রথম GI Tag পায় কোন পণ্যটি ?

উত্তর :
দার্জিলিং চা

৪. মতানুযায়ী প্রাচীনকালে মহারাষ্ট্রে কোন খেলা রথে চেপে খেলা হতো বলে একে “রথেরা” নামে ডাকা হতো ?

উত্তর :
খোখো

৫. প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পছন্দ করতেন এই শাড়িটি, পরবর্তীকালে তাঁকে দেখে দেশ জুড়ে জনপ্রিয় হয় এটি । কোন শাড়ি ?

উত্তর :
সম্বলপুরী


৬. বিশ্ব ছাত্র দিবস কার জন্মদিনে পালন করা হয় ?

উত্তর :
এ পি জে আব্দুল কালাম

৭. সংগীত জীবনে প্রায় ৪২ বছর অতিক্রান্ত করার পর উষা উত্থুপ তার প্রথম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডটি পান কোন গানের জন্য ?

উত্তর :
ডার্লিং

৮. পোটোমিটার দিয়ে কি পরিমাপ করা হয় ?

উত্তর :
বাস্পমােচনের হার

৯. “Narcolepsy” – রোগটির লক্ষণ কি ?

উত্তর :
অতিরিক্ত ঘুম

১০. কোন গাছটি ‘সবুজ সোনা ( Green Gold )’ নামে পরিচিত হলেও আসলে এটি একটি পরিবেশগত বিপর্যয় ?

উত্তর :
ইউক্যালিপ্টাস

আরো দেখুন :

বাংলা কুইজ – সেট ১১৪

বাংলা কুইজ – সেট ১১৩

বাংলা কুইজ – সেট ১১২

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button