QuizQuiz

বাংলা কুইজ – সেট ১০৫

Bengali Quiz Set – 105

১. ছবি তোলার সময় হঠাৎ করে ছবিতে ঢুকে সেটিকে নষ্ট করে দেওয়াকে কি বলে ?

উত্তর :
ফটো বোম্বিং

২. জনাই ও বেলডাঙ্গায় বিখ্যাত কোন মিষ্টির অর্থ হৃদয় চুরি করা ?

উত্তর :
মনোহরা

৩. চল্লিশ বছরের বিবাহবার্ষিকীকে  কি বলে ?

উত্তর :
রুবি ওয়েডিং এনিভার্সারি

৪. ক্যালেন্ডার শব্দটির অর্থ কি ?

উত্তর :
হিসেবের বই

৫. সাতটি ছিদ্র বিশিষ্ট বাঁশির প্রচলন করেন একজন বাঙালি । তিনি কে ?

উত্তর :
পান্নালাল ঘোষ



৬. গাড়িতে মোবাইল দিয়ে গান চালাতে Aux Cable ব্যবহার করা হয় । Aux কথাটির পুরো অর্থ –

উত্তর :
Auxiliary

৭. ওয়ারেন হেস্টিংস তার স্ত্রীকে লেখা চিঠিতে পশ্চিমবঙ্গের কোন স্থানকে “Brighton of the East” বলেছিলেন ?

উত্তর :
দীঘা

৮. সোশ্যাল মিডিয়াতে “Less Than” চিহ্নটির সাথে কত নম্বর লিখলে heart চিহ্নটি তৈরী হয় ?

উত্তর :
3

৯. ভগবান ইন্দ্রকে পরাজিত করার পরে বালি যখন স্বর্গ, মর্ত্য, পাতালের অধীশ্বর হয়ে ওঠে, তখন বাকি দেবতাদের অনুরোধে বিষ্ণু তার কোন অবতারে পৃথিবীতে পদার্পন করেন ?

উত্তর :
বামন

১০. ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় পারুপল্লী কাশ্যপের পত্নীর কে ?

উত্তর :
সাইন নেহওয়াল

আরো দেখুন : 

বাংলা কুইজ – সেট ১০৪

বাংলা কুইজ – সেট ১০৩

বাংলা কুইজ – সেট ১০২

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button