Daily Current Affairs in BengaliCurrent Affairs

20-21st November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

20-21st November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২০-২১শে নভেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 20-21st November Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 18th November Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. নিচের কোন রাজ্যে ‘নাডু-নেডু’ প্রকল্পের অধীনে সরকারি হোস্টেলগুলি সংস্কার করা হবে?

(A) কর্ণাটক
(B) অন্ধ্রপ্রদেশ
(C) তামিলনাড়ু
(D) তেলেঙ্গানা

উত্তর
(B) অন্ধ্রপ্রদেশ

  • অন্ধ্রপ্রদেশে সরকারি হোস্টেলগুলি নাডু-নেডু স্কিমের অধীনে সংস্কার করা হবে৷
  • নাডু-নেডু কর্মসূচির প্রথম পর্যায়ে ১৫০০ কোটি টাকা বরাদ্দ করে আধুনিকীকরণের কাজ শুরু হবে।

২. প্রতি বছর কোন দিনটিতে বিশ্ব টেলিভিশন দিবস পালিত হয়?

(A) ২০শে নভেম্বর
(B) ৩০শে নভেম্বর
(C) ২৫শে নভেম্বর
(D) ২১শে নভেম্বর

উত্তর
(D) ২১শে নভেম্বর

  • বিশ্ব টেলিভিশন দিবস প্রতি বছর ২১শে নভেম্বর পালন করা হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিনটিকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে ঘোষণা করেছে।
  • ১৯২৪ সালে জন লগি বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেছিলেন।

৩. নির্বাচন কমিশনের কমিশনার হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) গণেশ শঙ্কর মিশ্র
(B) অরুণ গোয়েল
(C) অলোক অবস্থি
(D) অজয় ​​পাল সিং

উত্তর
(B) অরুণ গোয়েল

  • পাঞ্জাব ক্যাডারের অবসরপ্রাপ্ত IAS অফিসার অরুণ গোয়েলকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে।
  • তিনি ২১শে নভেম্বর দায়িত্ব গ্রহণ করেছেন।
  • তিনি নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডের সঙ্গে যোগ দেবেন।

৪. কামেং হাইড্রো পাওয়ার স্টেশন কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে?

(A) মণিপুর
(B) মেঘালয়
(C) অরুণাচল প্রদেশ
(D) আসাম

উত্তর
(C) অরুণাচল প্রদেশ

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অরুণাচল প্রদেশে ৬০০ মেগাওয়াটের কামেং হাইড্রো পাওয়ার স্টেশনের উদ্বোধন করেছেন।
  • প্রায় ৮,৪৫০ কোটি টাকারও বেশি ব্যয়ে বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করা হয়েছে।

৫. নিম্নোক্ত কে এশিয়ান কাপ টেবিল টেনিস টুর্নামেন্টে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা প্যাডলার হয়েছেন?

(A) মানিকা বাত্রা
(B) সুতীর্থ মুখোপাধ্যায়
(C) অঙ্কিতা দাস
(D) শ্রীজা আকুলা

উত্তর
(A) মানিকা বাত্রা

  • ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় মানিকা বাত্রা থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান কাপ ২০২২ মহিলা একক ব্রোঞ্জ পদকের ম্যাচে জাপানের হিনা হায়াতাকে পরাজিত করেছেন।
  • এশিয়ান কাপ টেবিল টেনিস টুর্নামেন্ট হল একটি বার্ষিক প্রতিযোগিতা যা আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন (ITTF) এবং এশিয়ান টেবিল টেনিস ইউনিয়ন দ্বারা আয়োজিত হয়।

৬. ২০২২ সালের ATP ফাইনালের একক শিরোপা জিতলেন কে?

(A) রাফায়েল নাদাল
(B) কার্লোস আলকারাজ
(C) ক্যাসপার রুড
(D) নোভাক জোকোভিচ

উত্তর
(D) নোভাক জোকোভিচ

  • সার্বিয়ান খেলোয়াড় নোভাক জোকোভিচ নরওয়ের ক্যাসপার রুডকে হারিয়ে ২০২২ সালের ATP ফাইনালস একক শিরোপা জিতে নিয়েছেন।
  • ২০১৫ সাল থেকে ইভেন্টে এটি জোকোভিচের প্রথম শিরোপা ছিল।
৭. সম্প্রতি কে আবুধাবি ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছেন?

(A) ম্যাক্স ভার্স্ট্যাপেন
(B) চার্লস লেক্লারক
(C) সার্জিও পেরেজ
(D) কেভিন ম্যাগনাসেন

উত্তর
(A) ম্যাক্স ভার্স্ট্যাপেন

  • রেড বুল দলের ফর্মুলা ওয়ান (F1) বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাক্স ভার্স্ট্যাপেন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে F1 আবুধাবি রেসের শেষ সিজনে জিতেছেন।
  • চার্লস লেক্লারক দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

৮. Network Readiness Index 2022-এ ভারতের স্থান কত?

(A) ৬১তম
(B) ৬২তম
(C) ৪৪তম
(D) ৫০তম

উত্তর
(A) ৬১তম

  • US-ভিত্তিক Portulans Institute, এই নেটওয়ার্ক রেডিনেস ইনডেক্স ২০২২ রিপোর্ট প্রকাশ করেছে।
  • টেলিকম মন্ত্রকের জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে যে ভারতের সামগ্রিক স্কোর ২০২১ সালের ৪৯.৭৪ থেকে ২০২২ সালে ৫১.১৯-এ উন্নীত হয়েছে।

৯. সম্প্রতি প্রকাশিত ‘The World: A Family History’ শিরোনামের বইটির লেখক কে?

(A) সারাহ ওয়াটার্স
(B) সাইমন সেবাগ মন্টেফিওরি
(C) রুথ ওয়্যার
(D) জাডি স্মিথ

উত্তর
(B) সাইমন সেবাগ মন্টেফিওরি

  • ব্রিটিশ ইতিহাসবিদ সাইমন সেবাগ মন্টেফিওরি ‘The World: A Family History’ নামে একটি নতুন বই প্রকাশ করেছেন।
  • এটি দুই খণ্ডের বই এবং হ্যাচেট ইন্ডিয়া দ্বারা প্রকাশিত হবে।
  • তার রচিত অন্যান্য বই হল ‘Stalin: The Court of the Red Tsar’, ‘Monsters: History’s Most Evil Men and Women’, ‘Jerusalem: The Biography’, ইত্যাদি।

১০. কোন রাজ্যসরকার স্বাধীনতা সংগ্রামীদের পেনশন ডাবল করার ঘোষণা করেছ?

(A) মহারাষ্ট্র
(B) অসম
(C) ওডিশা
(D) পশ্চিমবঙ্গ

উত্তর
(A) মহারাষ্ট্র

  • মহারাষ্ট্র সরকার মুক্তিযোদ্ধাদের পেনশন প্রতি মাসে দশ হাজার থেকে দ্বিগুণ করে কুড়ি হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে।
  • ভারতের স্বাধীনতা সংগ্রাম, মারাঠওয়াড়া মুক্তি সংগ্রাম এবং গোয়া মুক্তি আন্দোলনের সাথে যুক্ত মুক্তিযোদ্ধারা এই স্কিমের আওতায় রয়েছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button