Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৭৪

General Awareness MCQ – Set 174

৩২৩১. ওরাঙ্গ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?

(A) মণিপুর
(B) মিজোরাম
(C) ত্রিপুরা
(D) আসাম

[spoiler title=”উত্তর : “] (D) আসাম

ওরাঙ্গ জাতীয় উদ্যান  আসামের দারং ও সোনিতপুর জেলায় ব্রহ্মপুত্র নদের উত্তর তীরে অবস্থিত ।  পার্কটিতে প্রচুর ভারতীয় এক-শিংযুক্ত গণ্ডার, পিগমি হোগ, হাতি, বুনো মহিষ এবং বাঘ রয়েছে ।

[/spoiler]

৩২৩২. ক্ষুদ্রতম মানব ক্রোমোজোম কোনটি ?

(A) ক্রোমোজোম ১০
(B) ক্রোমোজোম ১৬
(C) ক্রোমোজোম  ২০
(D) ক্রোমোজোম  ২১

[spoiler title=”উত্তর : “] (D) ক্রোমোজোম  ২১ [/spoiler]

৩২৩৩. নিম্নলিখিত কোন শহরটিতে ভারতীয় রেলের ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস অবস্থিত ?

(A) বারাণসী
(B) চেন্নাই
(C) মুম্বাই
(D) ঝাঁসি

[spoiler title=”উত্তর : “] (A) বারাণসী [/spoiler]

৩২৩৪. আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত ( International Court of Justice ) -এ  কতজন  বিচারপতি থাকেন ?

(A)
(B) ১০
(C) ১২
(D) ১৫

[spoiler title=”উত্তর : “] (D) ১৫

International Court of Justice ( ICJ ) ১৫ জন বিচারকের সমন্বয়ে গঠিত। ICJ -এর বিচারকগণ জাতিসংঘের সাধারণ পরিষদ এবং সুরক্ষা কাউন্সিলের দ্বারা নয় বছরের মেয়াদে নির্বাচিত হয়। নেদারল্যান্ডসের  হেগে-তে  এটির সদর দফতর রয়েছে।

[/spoiler]

৩২৩৫. নিচের কোন শাসক মুঘল সম্রাট শাহ জাহানের নির্মিত লাহোরের মতি মসজিদকে রত্ন ভাণ্ডারে পরিণত করেছিলেন?

(A) দ্বিতীয় বাহাদুর শাহ
(B) ঔরঙ্গজেব
(C) ফারুকসিয়ার
(D) মহারাজা রঞ্জিত সিং

[spoiler title=”উত্তর : “] (D) মহারাজা রঞ্জিত সিং [/spoiler]

৩২৩৬. দলমা  অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?

(A) মহারাষ্ট্র
(B) বিহার
(C) ঝাড়খণ্ড
(D) পশ্চিমবঙ্গ

[spoiler title=”উত্তর : “] (C) ঝাড়খণ্ড

দলমা  অভয়ারণ্য  ঝাড়খণ্ডের জামশেদপুর শহর থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত । এখানে হাতি, হরিণ, স্লথ ভালুক প্রভৃতি অনেক প্রাণী রয়েছে।

[/spoiler]

৩২৩৭. কত সালে ডোগরি ভাষা ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত হয়েছিল ?

(A) ২০০২
(B) ২০০৩
(C) ২০০৪
(D) ২০০৮

[spoiler title=”উত্তর : “] (B) ২০০৩

২০০৩ সালে ৯২ তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, ৪টি নতুন ভাষা – বোডো, মৈথিলী , ডোগরি এবং সাঁওতালি – ভারতীয় সংবিধানের ৮তম তফসিলে যুক্ত করা হয়েছিল।

[/spoiler]


৩২৩৮. নিম্নলিখিত কোন দেশ থেকে ভারত সর্বোচ্চ পরিমাণে চা আমদানি করে ?

(A) চীন
(B) কেনিয়া
(C) নেপাল
(D) বাংলাদেশ

[spoiler title=”উত্তর : “] (C) নেপাল

ভারত সবথেকে বেশি পরিমানে চা আমদানি করে নেপাল থেকে ।

[/spoiler]

৩২৩৯. নিচের কোনটি স্যার হামফ্রি ডেভি আবিষ্কার করেছিলেন?

(A) সেফটি ল্যাম্প
(B) বাষ্প ইঞ্জিন
(C) সেফটি পিন
(D) এক্স-রে

[spoiler title=”উত্তর : “] (A) সেফটি ল্যাম্প

১৮১৫ সালে তিনি সফল ভাবে ডেভি বা সেফটি ল্যাম্প আবিষ্কার করেন । এছাড়াও তিনি একাধিক ক্ষার ধাতু এবং মৃৎ ক্ষার ধাতু আবিষ্কার করেছেন। ডেভির আবিষ্কৃত মৌলগুলি হলঃ সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিয়াম, বোরন ইত্যাদি।

[/spoiler]

৩২৪০. নিচের মধ্যে কে সর্বশেষ সাতবাহন শাসক ছিলেন?

(A) চতুর্থ পুলুমায়ি
(B) সিমুক
(C) কৃষ্ণ
(D) যজ্ঞশ্রী সাতকর্ণি

[spoiler title=”উত্তর : “] (A) চতুর্থ পুলুমায়ি

শেষ সাতবাহন শাসক চতুর্থ পুলুমায়ি ।

[/spoiler]

আরো দেখুন :

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৭৩

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৭২

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৭১

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button