Daily Current Affairs in BengaliCurrent Affairs

23rd December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

23rd December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৩শে ডিসেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 23rd December Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 22nd December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ডঃ সুহেল আজাজ খান সম্প্রতি কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন?

(A) ওমান
(B) সৌদি আরব
(C) ইরান
(D) কাতার

উত্তর
(B) সৌদি আরব

  • ডঃ সুহেল আজাজ খানকে ২২শে ডিসেম্বর ২০২২-এ সৌদি আরবে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে।
  • তিনি ডঃ আউসফ সাঈদের স্থলাভিষিক্ত হবেন।
  • এর আগে তিনি তিনি রিয়াদে ভারতীয় দূতাবাসে সেপ্টেম্বর ২০১৭ থেকে জুন ২০১৯ এর মধ্যে ডেপুটি চিফ অফ মিশন হিসেবে কাজ করেছেন।

২. ১লা জানুয়ারী, ২০২৩ থেকে এয়ার ইন্ডিয়ার এয়ারলাইন বিজনেসের প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হবে?

(A) রাজীব লক্ষ্মণ করন্দিকার
(B) অরুণ কুমার সিং
(C) দীনেশ কুমার শুক্লা
(D) অলোকে সিং

উত্তর
(D) অলোকে সিং

  • বর্তমানে এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, এয়ারএশিয়া ইন্ডিয়া এবং ভিস্তারা এই চারটি এয়ারলাইন্স টাটা গ্রুপের অংশ।

৩. সম্প্রতি কাকে তিন বছরের জন্য ‘অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের’ (AERB) চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে?

(A) দীনেশ কুমার শুক্লা
(B) সঞ্জয় কুমার
(C) গৌরব জয়সওয়াল
(D) প্রেম কুমার ধুমল

উত্তর
(A) দীনেশ কুমার শুক্লা

  • অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড ১৫ই নভেম্বর ১৯৮৩ সালে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক অ্যাটমিক এনার্জি অ্যাক্ট, ১৯৬২-এর অধীনে গঠিত হয়েছিল।

৪. ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং ২০২২ ‘রাইজিং স্টার অফ দ্য ইয়ার’ পুরস্কারের জন্য সম্প্রতি কে মনোনীত হয়েছেন?

(A) অন্তিম পাংহাল
(B) ববিতা কুমারী
(C) সাক্ষী মালিক
(D) ভিনেশ ফোগাট

উত্তর
(A) অন্তিম পাংহাল

  • ভারতীয় মহিলা কুস্তিগীর অন্তিম পাংঘল ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং ২০২২ রাইজিং স্টার অফ দ্য ইয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
  • মোট পাঁচ জন নারীর মনোনীত তালিকায় রয়েছেন জাপানের নোনোকা ওজাকি, মার্কিন যুক্তরাষ্ট্রের অমিত ইলোর, সুইডেনের এমা মালমগ্রেন এবং রোমানিয়ার আন্দ্রেয়া আনা।

৫. ব্রিটিশ ম্যাগাজিন ‘এম্পায়ার’ দ্বারা সর্বকালের ৫০ জন সর্বশ্রেষ্ঠ অভিনেতার একটি আন্তর্জাতিক তালিকায় স্থান পাওয়া একমাত্র ভারতীয় অভিনেতা কে?

(A) হৃত্বিক রোশন
(B) অক্ষয় কুমার
(C) অমিতাভ বচ্চন
(D) শাহরুখ খান

উত্তর
(D) শাহরুখ খান

  • “যব তক হ্যায় জান” চলচ্চিত্রের তার সংলাপ – “জিন্দেগি তো হর রোজ জান লেতি হ্যায়… বম তো সিরফ এক বার লেগা” তার ক্যারিয়ারের “আইকনিক লাইন” হিসাবে স্বীকৃত হয়েছে।

৬. পুমা ইন্ডিয়ার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) দীপিকা পাড়ুকোন
(B) আলিয়া ভাট
(C) ক্যাটরিনা কাইফ
(D) আনুশকা শর্মা

উত্তর
(D) আনুশকা শর্মা

  • Puma India ২০২২ সালের ডিসেম্বরে বলিউড অভিনেতা এবং উদ্যোক্তা আনুশকা শর্মাকে তার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে।
  • ভারতে এই ব্র্যান্ডের অন্যান্য অ্যাম্বাসেডরদের মধ্যে রয়েছেন কারিনা কাপুর খান, এমসি মেরি কম, যুবরাজ সিং, সুনীল ছেত্রী এবং সম্প্রতি হার্ডি সান্ধু।

৭. প্রতি বছর জাতীয় কৃষক দিবস কবে পালিত হয়?

(A) ২০শে ডিসেম্বর
(B) ২৩শে ডিসেম্বর
(C) ২২শে ডিসেম্বর
(D) ২১শে ডিসেম্বর

উত্তর
(B) ২৩শে ডিসেম্বর

  • ভারতে জাতীয় কৃষক দিবস প্রতি বছর ২৩শে ডিসেম্বর পালিত হয়।
  • আমাদের ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের জন্মবার্ষিকী উপলক্ষে দিনটি পালিত হয়।
  • ২০২২-এর থিম হল: “Igniting Young Minds By Innovative Farmers”।

৮. কোন ভারতীয় ডকুমেন্টারি মুভিটি অস্কার ২০২৩-এ “ডকুমেন্টারি শর্ট ফিল্ম ক্যাটাগরির” জন্য শর্টলিস্টেড হয়েছে?

(A) All That Breathes
(B) Nothing Is Los
(C) The Last Film Show
(D) The Elephant Whisperers

উত্তর
(D) The Elephant Whisperers

  • কার্তিকি গনসালভেস পরিচালিত The Elephant Whisperers সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম বিভাগে শর্টলিস্টেড হয়েছে।
  • RRR চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘নাটু নাটু’-ও ২০২৩ সালের অস্কারের জন্য শর্টলিস্টেড হয়েছে ৷
  • প্যান নলিন দ্বারা পরিচালিত গুজরাটি সিনেমা Chhello Show “International Feature Film” ক্যাটেগরিতে শর্টলিস্টেড হয়েছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button