সাধারণ জ্ঞান MCQ – সেট ১৬২

General Awareness MCQ – Set 162
৩১১১. প্লুরা মানবদেহের কোন অংশে পাওয়া যায় ?
(A) ফুসফুস
(B) হৃদপিণ্ড
(C) ব্রেন
(D) বৃক্ক
ফুসফুসের আবরণী হল প্লুরা ।
৩১১২. গোয়া কোন নদীর তীরে অবস্থিত ?
(A) মুলা মাথা
(B) মান্ডভী
(C) গোমতী
(D) সবরমতি
গোয়া মান্ডভী নদীর তীরে অবস্থিত । মান্ডভী ও জুয়াড়ি হলো গোয়ার দুই প্রধান নদী । মান্ডভী নদীর অপর নাম হলো মহাদেই ।
৩১১৩. সাইন্যাপসিস গ্যাপ কোনদুটি মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় ?
(A) দুটি বৃক্কের মধ্যবর্তী অঞ্চল
(B) দুটি চোখের মধ্যবর্তী অঞ্চল
(C) দুটি নিউরোনের মধ্যবর্তী অঞ্চল
(D) ব্রেন ও স্পাইনাল কর্ডের মধ্যবর্তী অঞ্চল
৩১১৪. নিম্নের কোনটি একটি CPU -এর মধ্যে থাকে ?
(A) প্রাইমারি স্টোরেজ
(B) সেকেন্ডারি স্টোরেজ
(C) মাউস
(D) কিবোর্ড
৩১১৫. ইন্দো গ্রিক রাজা মিলিন্দকে কে বৌদ্ধধর্মে দীক্ষিত করেছিলেন ?
(A) নাগসেন
(B) গৌতম বুদ্ধ
(C) আলারা কালামা
(D) উপগুপ্ত
৩১১৬. -5D পাওয়ার যুক্ত একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব হবে
(A) ৫ সেমি
(B) ১০ সেমি
(C) ১৫ সেমি
(D) ২০ সেমি
৩১১৭. সিওল কমিউনিক (Seoul Communiqué ) কি সম্পর্কিত ?
(A) জীববৈচিত্র্য সুরক্ষা
(B) বন্যজীবন সংরক্ষণ
(C) পারমাণবিক সুরক্ষা
(D) গ্লোবাল নিরস্ত্রীকরণ
৩১১৮. ভারতের প্রথম বেসরকারি ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা “কলকাতা পতাকা” -টির নকশা ডিজাইন করেছিলেন
(A) দাদাভাই নৌরজি
(B) শ্যামাপ্রসাদ মুখার্জি
(C) শচীন্দ্রপ্রসাদ বসু
(D) পিঙ্গালি ভেঙ্কাইয়া
![]() | কলকাতা পতাকা ভারতের প্রথম বেসরকারি ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা। শচীন্দ্রপ্রসাদ বসু এই পতাকাটির নকশা অঙ্কন করেন। ১৯০৬ সালের ৭ অগস্ট কলকাতার পার্সিবাগান স্কোয়ারে (গ্রিন পার্ক) প্রথম এটি উত্তোলন করা হয়। এই পতাকায় কমলা, হলুদ ও সবুজ রঙের তিনটি সমান আকারের আনুভূমিক ভাগ ছিল। উপরের ভাগে আটটি অর্ধ-প্রস্ফুটিত পদ্মফুল এবং নিচের ভাগে সূর্য ও অর্ধচন্দ্র অঙ্কিত ছিল। মধ্যের ভাগটিতে সংস্কৃত ভাষায় বন্দেমাতরম্ (সংস্কৃত: वन्दे मातरम्) কথাটি নীল রঙে লিখিত ছিল। |
৩১১৯. সিঙ্গাপুর ঘোষণাপত্র নিচের কোন গ্রুপের সাথে সম্পর্কিত ?
(A) OECD
(B) G-20
(C) G-7
(D) কমনওয়েলথ দেশসমূহ
৩১২০. ভারতের সংবিধান ভারতের সুপ্রিম কোর্টকে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে বিরোধ নিষ্পত্তি করার ক্ষমতা প্রদান করে ________ এর মাধ্যমে ।
(A) Appellate Jurisdiction
(B) Original Jurisdiction
(C) Advisory Jurisdiction
(D) Writ Jurisdiction
আরো দেখুন :
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৬১
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৬০
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৫৯
To check our latest Posts - Click Here