Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৬১

General Awareness MCQ – Set 161

৩১০১. স্পাইনাল কর্ড ও ব্রেন-এর ঝিল্লির ফুলে যাওয়ার রোগটি হলো 

(A) লিউকোমিয়া
(B) প্যারালাইসিস
(C) স্ক্লেরোসিস
(D) মেনিনজাইটিস 

উত্তর :
(D) মেনিনজাইটিস 

৩১০২. কোন বছরে আকবর সিসোদিয়া রাজধানী চিতোর দখল করেছিলেন?

(A) ১৫৫০
(B) ১৫৭৬
(C) ১৫৬৮
(D) ১৫৯১

উত্তর :
(C) ১৫৬৮

৩১০৩. ভারতে কোন দিনটিতে বিজয় দিবস পালন করা হয় ?

(A) ডিসেম্বর ১৫
(B) ডিসেম্বর ১৬
(C) ডিসেম্বর ২০
(D) ডিসেম্বর ১৪

উত্তর :
(B) ডিসেম্বর ১৬

১৯৭১ সালে এই দিনে পরাজিত পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির আব্দুল্লাহ্‌ খান নিয়াজি ঢাকার রমনা রেসকোর্সে ৯৩,০০০ সেনাদলের সঙ্গে জেনারেল জগজিৎ সিং আরোরার নেতৃত্বাধীন ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশ মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। ভারতে প্রতি বছর ১৬ ডিসেম্বর তারিখটি সেই থেকে “বিজয় দিবস” হিসেবে পালিত হয়ে আসছে।


৩১০৪. বাংলার মিলটন কাকে বলা হয় ?

(A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(B) হেমচন্দ্র বন্দোপাধ্যায়
(C) রঙ্গলাল বন্দোপাধ্যায়
(D) রামতনু মল্লিক

উত্তর :
(B) হেমচন্দ্র বন্দোপাধ্যায়

৩১০৫. নিম্নলিখিত কোন তারিখে ব্যাংক তার ব্যালেন্সশিট প্রকাশ করে ?

(A) ৩১শে মার্চ
(B) ১লা এপ্রিল
(C) ৩১শে ডিসেম্বর
(D) ১লা জানুয়ারি

উত্তর :
(A) ৩১শে মার্চ

৩১০৬. আলিওয়ালের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?

(A) ইংরেজ ও মারাঠা
(B) ইংরেজ ও অযোধ্যার নবাব
(C) ইংরেজ ও শিখ
(D) ইংরেজ ও টিপু সুলতান

উত্তর :
(C) ইংরেজ ও শিখ

১৮৪৬ সালের ২৮শে জানুয়ারী পাঞ্জাবে ইংরেজ ও শিখদের মধ্যে আলিওয়ালের যুদ্ধ হয়েছিল ।


৩১০৭. ভারতীয় রেল সার্ভারের ব্যবহার এবং দ্রুত সংযোগের জন্য ভারতীয় রেলওয়ে কোন ভার্চুয়াল সার্ভার চালু করেছে?

(A) RailSagar
(B) RailCloud
(C) RailSilver
(D) RailBharat 

উত্তর :
(B) RailCloud



৩১০৮. পরমাণুর নিউক্লিয়াসের আসে পাশের কোন অঞ্চলে ইলেক্ট্রন থাকার সম্ভাবনা সবথেকে বেশি ?

(A) শেল ( Shell )
(B) ইলেক্ট্রন ক্লাউড ( Electron Cloud )
(C) সাব-শেল ( Sub Shell )
(D) অরবিটাল ( Orbital ) 

উত্তর :
(D) অরবিটাল ( Orbital ) 

৩১০৯. রানা প্রতাপ আকবর বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন নিচের কোন বিখ্যাত যুদ্ধে ?

(A) পানিপথ
(B) পলাশি
(C) হলদিঘাট
(D) কলিঙ্গ 

উত্তর :
(C) হলদিঘাট

১৫৭৬ খ্রিস্টাব্দে ১৮ই জুন মহারানা প্রতাপ ও আকবরের সেনাপতি মান সিংহ -এর মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয় ।


৩১১০. বাচ্চাদের ভিটামিন ‘A’ খাওয়ানো হয় 

(A) রিকেট রোগ প্রতিরোধ করার জন্য
(B) রাতকানা রোগ প্রতিরোধ করার জন্য
(C) বেরিবেরি রোগ প্রতিরোধ করার জন্য
(D) পোলিও রোগ প্রতিরোধ করার জন্য 

উত্তর :
(B) রাতকানা রোগ প্রতিরোধ করার জন্য 

আরো দেখুন :

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৬০

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৫৯

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৫৮

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button