সাধারণ জ্ঞান MCQ – সেট ১৩৬

Table of Contents
General Awareness MCQ – Set 136
২৭৮১. ছত্রাক সংক্রমণের কারণে হাঁস-মুরগিতে কোন রোগটি হয় ?
(A) অ্যাসপার গিলোসিস
(B) এন্টেরাইটিস
(C) প্যারাটাইফয়েড
(D) পল্লুওরাম
উত্তর :
অ্যাসপার গিলোসিস ছাড়া বাকিগুলো ব্যাকটেরিয়া জনিত রোগ ।
২৭৮২. আটলান্টিক মহাসাগরের আকৃতি কিরূপ ?
(A) প্রায় গোলাকৃতি
(B) S আকৃতির
(C) প্রায় ত্রিভুজাকার
(D) ওপরের কোনোটিই নয়
উত্তর :
২৭৮৩. সেরিয়াম অক্সাইড নিম্নলিখিত কোন কাঁচের একটি উপাদান ?
(A) সফ্ট গ্লাস (Soft Glass )
(B) ক্রুকস গ্লাস (Crookes Glass )
(C) কোয়ার্টজ গ্লাস (Quartz Glass )
(D) ফ্লিন্ট গ্লাস (Flint Glass )
উত্তর :
ক্রুকস গ্লাস (Crookes Glass ) আলট্রা ভায়োলেট রশ্মি শোষণ করে ।
২৭৮৪. কোন মন্দিরটিকে “ব্ল্যাক প্যাগোডা” বলা হয় ?
(A) ত্রিম্বকেশ্বর মন্দির, নাসিক
(B) বাঁকে বিহারি মন্দির, বৃন্দাবন
(C) রামানাথস্বামী মন্দির, রামেশ্বরম
(D) সূর্য মন্দির, কোনারক
উত্তর :
সূর্য মন্দির, কোনারক (ওড়িশা) ‘ব্ল্যাক প্যাগোডা’ নামেও পরিচিত। মন্দিরটি পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম রাজা নরসিমহদেব ১২৫০ খ্রিস্টাব্দে তৈরী করেন ।
২৭৮৫. নিচের কোন নদীটি “Oil River” নামে পরিচিত ?
(A) নীলনদ
(B) জামবেজি
(C) ব্রহ্মপুত্র
(D) নাইজার
উত্তর :
নাইজার নদী আফ্রিকার তৃতীয় দীর্ঘতম নদী।
২৭৮৬. কোন ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন ‘আগস্ট আন্দোলন’ নামে পরিচিত ?
(A) অসহযোগ আন্দোলন
(B) স্বদেশী আন্দোলন
(C) আইন অমান্য আন্দোলন
(D) ভারত ছাড়ো আন্দোলন
উত্তর :
বিখ্যাত ভারত ছাড়ো আন্দোলন ‘আগস্ট আন্দোলন’ নামেও পরিচিত। এটি ১৯৪৮ সালের ৮ই আগস্ট বোম্বের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে মহাত্মা গান্ধী দ্বারা শুরু করেছিলেন ।
২৭৮৭. ELISA পরীক্ষা সাধারণত এইডস নির্ধারন করতে ব্যবহৃত হয় । ELISA এ E কথাটির অর্থ হলো
(A) Energy
(B) Engineering
(C) Enzyme
(D) Ergometer
উত্তর :
The Enzyme-Linked Immunosorbent Assay (ELISA)
২৭৮৮. নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের সাইক্লোন সন্ন্যাসী হিসাবে পরিচিত ?
(A) স্বামী বিবেকানন্দ
(B) স্বামী দয়ানন্দ সরস্বতী
(C) রাজা রামমোহন রায়
(D) শ্রী রামকৃষ্ণ
উত্তর :
২৭৮৯. একটি পেন্ডুলামকে পৃথিবী থেকে চাঁদে নিয়ে গেলে সেটির দোলনকাল
(A) একই থাকবে
(B) কমে যাবে
(C) বেড়ে যাবে
(D) চাঁদে বাতাস না থাকায় সেটি দুলবে না
উত্তর :
বেড়ে যাবে ( 2π√l/g )
২৭৯০. নীচের কোন সূত্রটি তাপমাত্রা এবং গ্যাসের আয়তনের মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপন করে ?
(A) অ্যাভোগাড্রো প্রকল্প
(B) চার্লসের ’সূত্র
(C) বয়েলের সূত্র
(D) কোনোটিই নয়
উত্তর :
আরও দেখুন :
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৩৫
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৩৪
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৩৩
To check our latest Posts - Click Here