রাষ্ট্রবিজ্ঞান MCQ – সেট ২৬
Indian Polity MCQ – Set 26
BanglaQuiz Question ID : 1916
১. নীচের কোন প্রধানমন্ত্রী লোকসভায় অনাস্থা প্রস্তাবে হেরে যাওয়ার আগে পদত্যাগ করেছিলেন ?
(A) ইন্দিরা গান্ধী
(B) চন্দ্রশেখর
(C) প্রতাপ সিং
(D) চরণ সিং
BanglaQuiz Question ID : 1921
২. নীতি আয়োগ (NITI Aayog ) হলো একটি
(A) Satutory Body
(B) Think Tank
(C) NGO
(D) Constitutional Body
BanglaQuiz Question ID : 1922
৩. পাঞ্জাব ও হরিয়ানার আলাদা রাজ্যের স্বীকৃতির সাথে কোন কমিশন যুক্ত ?
(A) ধর কমিশন
(B) দাস কমিশন
(C) শাহ কমিশন
(D) রাধা কৃষ্ণান কমিশন
BanglaQuiz Question ID : 1941
৪. ভারতীয় সংবিধানের কোন পার্টটি কেন্দ্র শাসিত অঞ্চল সম্পর্কিত ?
(A) পার্ট ৬
(B) পার্ট ৭
(C) পার্ট ৮
(D) পার্ট ৯
BanglaQuiz Question ID : 2001
৫. ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় কতগুলি আইটেম রয়েছে ?
(A) ৪৭
(B) ৫২
(C) ৬৬
(D) ৯৭
রাজ্য তালিকা – ৬১
কেন্দ্র তালিকা – ১০০
যুগ্ম তালিকা – ৫২
BanglaQuiz Question ID : 2063
৬. ভারতীয় সংবিধানের রাজ্য তালিকায় কতগুলি আইটেম রয়েছে ?
(A) ৬৬
(B) ৬১
(C) ৫২
(D) ১০০
রাজ্য তালিকা – ৬১
কেন্দ্র তালিকা – ১০০
যুগ্ম তালিকা – ৫২
BanglaQuiz Question ID : 2071
৭. পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরটি হলো
(A) গ্রাম পঞ্চায়েত
(B) পঞ্চায়েত সমিতি
(C) আঞ্চলিক পরিষদ
(D) জেলা পরিষদ
BanglaQuiz Question ID : 2072
৮. পৌরসভার সদস্য হওয়ার জন্য কোনো ব্যক্তির নূন্যতম বয়স হতে হবে
(A) ২১ বছর
(B) ২৫ বছর
(C) ৩০ বছর
(D) ২২ বছর
BanglaQuiz Question ID : 2073
৯. প্রথম সংবিধান সংশোধনী আইন পাশ হয়েছিল কত সালে ?
(A) ১৯৪৯
(B) ১৯৫১
(C) ১৯৫৫
(D) ১৯৬০
BanglaQuiz Question ID : 2074
১০. কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ৬ বছর করা হয়েছিল ?
(A) ২৪ তম
(B) ৪২ তম
(C) ৬১ তম
(D) ৪৪ তম
আরো দেখুন :
রাষ্ট্রবিজ্ঞান MCQ – সেট ২৫
রাষ্ট্রবিজ্ঞান MCQ – সেট ২৪
রাষ্ট্রবিজ্ঞান MCQ – সেট ২৩
To check our latest Posts - Click Here