General Knowledge Notes in BengaliNotes

বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি PDF

Locomotion and Movement of Animals

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি নিয়ে। কোনো না কোনো অঙ্গ বা অঙ্গাণুর সাহায্যে প্রাণীরা তাদের গমন (অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর ) সম্পন্ন করে। গমনে সাহায্যকারী এই অঙ্গগুলিকে গমন অঙ্গ বলে। যেমন মানুষের হাত ও পা , তিমির প্যাডেল , ব্যাঙের পা , পাখির ডানা , হাঁসের লিপ্ত পদ , শামুকের মাংসল পদ ইত্যাদি প্রাণীদের বিভিন্ন গমন অঙ্গ।নিচে দেওয়া রইলো কিছু প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতির একটি তালিকাAnimals and their Movements list PDF Download.

গমন অঙ্গ কাকে বলে ?

গমনে সাহায্যকারী অঙ্গকে গমন অঙ্গ বলে। মানুষের হাত ও পা, তিমির প্যাডেল, ব্যাঙের পা ইত্যাদি প্রাণীদের বিভিন্ন গমন অঙ্গ। বিস্তারিত তালিকা নিচে দেওয়া রইলো।

বিভিন্ন প্রাণীর গমন অঙ্গের নাম

প্রাণীর নামগমন অঙ্গগমন পদ্ধতি
অ্যামিবা, এন্ট্যামিবাক্ষনপদঅ্যামিবয়েড
আরশোলাতিনজোড়া পা ও দুইজোড়া ডানাফ্লাইং ও ওয়াকিং
ইউগ্লিনা, ট্রাইপ্যানোসোমা, নকটিউলিকাফ্ল্যাজেলাফ্ল্যাজেলীয় গতি
উড়ুক্কু টিকটিকি, কাঠবিড়ালী, সাপপ্যাটাজিয়ামনিষ্ক্রিয় উড্ডয়ন
উড়ুক্কু মাছবৃহৎ বক্ষ পাখনা বা পেক্টরাল ফিননিষ্ক্রিয় উড্ডয়ন
কেঁচোসিটি বা সিটাক্রিপিং
চিংড়িপ্লিওপডসুইমিং
জেলিফিস, সিপিয়া, ললিগো, অক্টোপাসপেশীসুইমিং
জোঁকচোষক অঙ্গলুপিং
টিকটিকিদুইজোড়া পাক্রলিং
তারামাছটিউব ফীটলুপিং
তিমি, শুশুক, ডলফিন, সীলপুচ্ছ ও ফ্লিপারসন্তরণ
পাখিডানা ও পাফ্লাইং , ওয়াকিং
প্যারামিসিয়াম, ভটিসেলা ও পালিনাসিলিয়াসিলিয়ারী গমন
প্রজাপতি, মথদুজোড়া ডানাওড়া
বাদুড়, চামচিকাঅস্থিযুক্ত প্যাটাজিয়ামউড্ডয়ন
ব্যাংপালিপিং, সুইমিং, ক্রলিং
মাছপাখনা, মায়াটোম পেশী, পটকাসুইমিং
মাছিএকজোড়া ডানাওড়া
মানুষহাত ও পাওয়াকিং, সুইমিং, ক্রলিং, রানিং (দ্বিপদ গমন পদ্ধতি)
শামুক, ঝিনুকমাংসল পদস্লিপিং
হাইড্রাকর্ষিকালুপিং, সামারসল্টিং
প্রাণীদের গমন অঙ্গের নাম

দেখে নাও :

Download Section 

  • File Name : বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি PDF – বাংলা কুইজ
  • File Size : 1.3 MB
  • Format : PDF
  • No. of Pages : 03
  • Language : Bengali
  • Subject : Biology / Lifescience

অ্যামিবার গমন অঙ্গের নাম কী ?

ক্ষণপদ 

ইউগ্লিনার গমন অঙ্গের নাম কি ?

ফ্ল্যাজেলা

কেঁচোর গমন অঙ্গের নাম কি ?

সিটা

তিমির গমন অঙ্গের নাম কি ?

পুচ্ছ ও ফ্লিপার

শামুক-এর গমন অঙ্গের নাম কি?

মাংসল পদ

তারামাছ-এর গমন অঙ্গের নাম কি?

টিউব ফিট

Organs and methods of Locomotion of animals in Bengali

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button