Indian History in Bengali PDF – 101 MCQ
100 Question Answer on Indian History PDF Download

Indian History in Bengali PDF – 101 MCQ
দেওয়া রইলো ভারতের ইতিহাসের ১০১টি প্রশ্ন ও উত্তর । Indian History in Bengali PDF – 101 MCQ । প্রশ্নগুলি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ো। এরকম আরও সেট আমরা ভবিষ্যতে ছাড়তে থাকবো যদি তোমাদের ভালো লাগে ।
PDF ডাউনলোড লিংক এই পোস্টটির নিচে দেওয়া রয়েছে।
Also Check :
- ভূগোলের ৫০০ টি MCQ প্রশ্ন ও উত্তর – PDF ডাউনলোড
- ৫০০ টি বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর – PDF
- ৫০০+ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ( PDF ) – পার্ট ১
- ভারতের ইতিহাস – ৩০০টি MCQ ( PDF )
Indian History MCQ in Bengali
১. ইলতুতমিসের পর দাসবংশের সিংহাসনে কে বসেন ?
(A) রুকনুদ্দিন ফিরােজ
(B) নাসিরুদ্দিন
(C) কুতুবউদ্দিন
(D) মােহম্মদ ঘােরী
২. যে হুণেরা গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেছিল তারা কোথা থেকে ভারতে এসেছিল ?
(A) মধ্য এশিয়া
(B) পশ্চিম এশিয়া
(C) মঙ্গোলিয়া
(D) দক্ষিণ পূঃ এশিয়া
৩. ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধধর্ম বিস্তিত হয়েছিল ?
(A) কম্বােডিয়া
(B) থাইল্যান্ড
(C) শ্রীলঙ্কা
(D) চিন
৪. উপনিষদের মূল বিষয়বস্তু কী ?
(A) দর্শন
(B) যােগ
(C) আইন নীতি
(D) ধর্ম
৫. “দুরাণী” বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
(A) ইব্রাহিম লােদি
(B) আহমদ শাহ আবদালি
(C) মুরশিদকুলি খাঁ
(D) সেলিম দুরাণী
৬. বিখ্যাত অজন্তার গুহাচিত্রের শিল্পে নীচের কোনটির গল্প কাহিনির পরিচয় পাওয়া যায় ?
(A) পঞ্চতন্ত্র
(B) রামায়ণ
(C) মহাভারত
(D) জাতক
৭. ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয় ?
(A) গুপ্তযুগ
(B) মৌর্যযুগ
(C) মােগল যুগ
(D) কুষাণ যুগ
৮. _______________ হলেন প্রাচীন ভারতের একমাত্র শাসক যিনি তার সাম্রাজ্যকে পামীর মালভূমি অতিক্রম করে মধ্য এশিয়া পর্য বিস্তত করেছিলেন ?
(A) সমুদ্রগুপ্ত
(B) কনিষ্ক
(C) অশােক
(D) হর্ষবর্ধন
৯. পালযুগে রচিত রামচরিতে’র রচয়িতা কে ?
(A) শ্রীধর ভট্ট
(B) সন্ধ্যাকর নন্দী
(C) বিগ্রহপাল
(D) কৃত্তিবাস
১০. বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
(A) নরসিংহ বর্মন
(B) রাজেন্দ্র চোল
(C) হরিহর ও বুককা
(D) বিজয় সেন
১১. ভারতের ইতিহাসে গুপ্তচরবৃত্তির সূত্রপাত প্রথম কোন সময়ে হয় ?
(A) বৈদিক যুগে
(B) মৌর্য যুগে
(C) গুপ্ত যুগে
(D) মােগল যুগে
১২. আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন ?
(A) সক্রেটিস
(B) হােমার
(C) এ্যারিস্টোটল
(D) প্লেটো
১৩. কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয় ?
(A) শশাঙ্ক মহীপাল
(B) ধর্মপাল
(C) দ্বিতীয় মহীপাল
(D) লক্ষ্মণ সেন
১৪. পালবংশের কোন রাজাকে বঙ্গদেশের প্রধান প্রধান ব্যক্তিরা একত্র হয়ে বঙ্গদেশের সিংহাসনে বসান ?
(A) ধর্মপাল
(B) গােপাল
(C) মহীপাল
(D) দেবপাল
১৫. সম্রাট অশােকের শাসন ব্যবস্থায় “রাজুক” শ্রেণি নীচের কোন বিভাগের দায়িত্বে ছিলেন ?
(A) ধর্ম সংক্রান্ত বিষয়
(B) সৈন্য পরিচালনা
(C) রাজস্ব আদায়
(D) বিচার ব্যবস্থা
১৬. ঐতিহাসিকেরা দিল্লির কোন সুলতানকে “বৈপরীত্যের মিশ্রণ ” বলে আখ্যা দিয়েছেন ?
(A) ইব্রাহিম লােদি
(B) মােহম্মদ বিন তুঘলক
(C) আলাউদ্দীন খলজী
(D) গিয়াসুদ্দিন বলবন
১৭. ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসাবে কার নাম বিবেচিত হয় ?
(A) অশােক
(B) কনিষ্ক
(C) পুষ্যমিত্র সুঙ্গ
(D) চন্দ্রগুপ্ত মৌর্য
১৮. সংস্কৃত নাটক “ রত্নাবলী ” কে লিখেছিলেন ?
(A) বানভট্ট
(B) হর্ষবর্ধন
(C) শ্রীহর্ষ
(D) কালিদাস
১৯. বিশ্বের একশাে সর্বোত্তম বই এর মধ্যে কালিদাসের একটি বিখ্যাত রচনা অন্তর্ভুক্ত । কোন রচনাটি ?
(A) কুমারসম্ভব
(B) শকুন্তলা
(C) মেঘদূত
(D) রঘুবংশ
২০. কাঞ্চি নীচের কোন রাজ্যের রাজধানী ছিল ?
(A) রাষ্ট্রকূট
(B) পল্লব
(C) চোল
(D) চালুক্য
২১. চোল এবং পল্লব উভয়দেরই রাজধানী নীচের কোনটি ছিল ?
(A) কাঞ্চিপুরম
(B) কান্দলা
(C) কোট্টায়ম
(D) কনৌজ
২২. শ্রীচৈতন্যদেবের বিখ্যাত জীবনী গ্রন্থ “চৈতন্য চরিতামৃত” গ্রন্থের গ্রন্থকার কে ?
(A) কৃত্তিবাস
(B) ভানুসিংহ
(C) কৃষ্ণদাস কবিরাজ
(D) তুলসীদাস
২৩. “দানসাগর” ধর্মগ্রন্থের রচয়িতা কে ?
(A) বল্লাল সেন
(B) লক্ষ্মণ সেন
(C) জয়দেব
(D) শ্রীধর ভট্ট
২৪. ভারতের কোন যুগকে অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের রানি এলিজাবেথের যুগ ও গ্রীসের পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন ?
(A) গুপ্ত যুগ
(B) সুলতান যুগ
(C) মৌর্য যুগ
(D) মােগল যুগ
২৫. ‘ শকাব্দের ‘ প্রবর্তক কে ?
(A) অশােক
(B) রুদ্রদমন
(C) কনিষ্ক
(D) বিক্রমাদিত্য
২৬. মাদুরাই কাদের রাজধানী ছিল ?
(A) চোল
(B) পল্লব
(C) রাষ্ট্রকূট
(D) পাণ্ড্য
২৭. পালবংশের প্রতিষ্ঠাতা কে ?
(A) ধর্মপাল
(B) মহীপাল
(C) গােপাল
(D) দেবপাল
২৮. নন্দবংশের শক্তিকে কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন ?
(A) তক্ষশীলা
(B) কনৌজ
(C) মগধ
(D) উজ্জয়িনী
২৯. সেনবংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কাকে বলা হয় ?
(A) লক্ষ্মণ সেন
(B) বিজয় সেন
(C) বল্লাল সেন
(D) সামন্ত সেন
৩০. কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনের রচিত বই – এর নাম কী ?
(A) কাশ্মীর সমগ্র
(B) রাজতরঙ্গিনী
(C) রাজচক্রবর্তী
(D) হিমাদ্রিপঞ্জী
৩১. অশােকের রাজত্বকাল কোন শতাব্দীতে ?
(A) খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী
(B) খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী
(C) দ্বিতীয় শতাব্দী খ্রিস্টাব্দ
(D) তৃতীয় শতাব্দী খ্রিস্টাব্দ
৩২. সম্রাট অশােক কার পুত্র ছিলেন ?
(A) চন্দ্রগুপ্ত
(B) অজাতশত্র
(C) বিন্দুসার
(D) বিম্বিসার
৩৩. নাগার্জুন কে ছিলেন ?
(A) দাক্ষিণাত্যের এক হিন্দু রাজা
(B) একজন বৌদ্ধ দার্শনিক
(C) বৈদিক যুগের একজন ঋষি
(D) জৈনধর্মের এক তীর্থঙ্কর
৩৪. বিখ্যাত আর্যভট্ট কোন বিষয়ে পণ্ডিত ছিলেন ?
(A) চিকিৎসাশাস্ত্র
(B) শারীরবিদ্যা
(C) জ্যোতির্বিদ্যা
(D) সাহিত্য
৩৫. কে বলেছিলেন “রাম আর রহিম একই ভগবানের দুটি ভিন্ন নাম” ?
(A) রামানন্দ
(B) শ্রীচৈতন্য
(C) শ্রীরামকৃষ্ণ
(D) কবির
৩৬. কার রাজসভা নবরত্ন এর জন্য বিখ্যাত ছিল ?
(A) হর্ষবর্ধন
(B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(C) অশােক
(D) সমুদ্রগুপ্ত
৩৭. চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশি নীচের কোন শাসককে পরাজিত করেছিলেন ?
(A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(B) ধর্মপাল
(C) হর্ষবর্ধন
(D) সমুদ্রগুপ্ত
৩৮. “বৃহৎ সংহিতা ” কার রচনা ?
(A) বরাহমিহির
(B) শুদ্রক
(C) বানভট্ট
(D) হরিষেণ
৩৯. সমুদ্রগুপ্তের নানা বিবরণ সমৃদ্ধ ‘ এলাহাবাদ প্রশস্তি ’ কে রচনা করেছিলেন ?
(A) শুদ্রক
(B) হরিষেণ
(C) ভবভূতি
(D) ইসুবন্ধু
৪০. মৌর্য পরবর্তী যুগে মধ্যভারত ও দাক্ষিণাত্যে কাদের রাজত্ব সবচেয়ে উল্লেখযােগ্য ?
(A) চোল
(B) চালুক্য
(C) সাতবাহন
(D) পল্লব
৪১. চৈনিক পরিব্রাজক হিউয়েন-সাঙ কার রাজত্বকালে ভারতে এসেছিলেন ?
(A) চন্দ্রগুপ্ত মৌর্য
(B) চন্দ্র গুপ্ত বিক্রমাদিত্য
(C) অশােক
(D) হর্ষবর্ধন
৪২. মেগাস্থিনিস কার রাজদূত হিসেবে ভারতে এসেছিলেন ?
(A) দারিয়ুস
(B) আলেকজান্ডার
(C) মহম্মদ বিন কাসিম
(D) সেলুকস নিকেটর
৪৩. “কোন মানুষের অপর কোনও মানুষের সম্প্রদায় বা জাত জানার প্রয়ােজন নেই ” —এই বাণীটি কার ?
(A) শ্রীচৈতন্য
(B) রামানন্দ
(C) কবির
(D) রামানুজ
৪৪. ‘ ইন্ডিকা’ কে লিখেছিলেন ?
(A) আলেকজান্ডার
(B) পতঞ্জলি
(C) হিউয়েন সাঙ
(D) মেগাস্থিনিস
৪৫. কাকে “ ভারতের নেপােলিয়ান ” আখ্যা দেওয়া হয়েছে ?
(A) সমুদ্রগুপ্ত
(B) অশোক
(C) চন্দ্রগুপ্ত
(D) হর্ষবর্ধন
৪৬. উঃ পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তত ছিল ?
(A) শতদ্রু নদী
(B) পাঞ্জাব
(C) বিতস্তা
(D) হিন্দুকুশ
৪৭. কোন সুলতান নিজেকে “নিয়াবত -ই-খুদাই ” বা “ঈশ্বরের প্রতিনিধি” বলে আখ্যা দিয়েছিলেন ?
(A) আলাউদ্দীন খলজী
(B) বলবন
(C) ইলতুতমিস
(D) গিয়াসুদ্দিন তুঘল
৪৮. কোন গ্রীক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যােগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন ?
(A) সেলুকাস
(B) ফা – হিয়েন
(C) মিনান্দার
(D) মেগাস্থিনিস
৪৯. সমুদ্রগুপ্তের কীর্তি নীচের কোনটিতে বর্ণিত রয়েছে ?
(A) গিরনার শিলালিপি
(B) হাতিগুম্ফা শিলালিপি
(C) এলাহাবাদ স্তম্ভ শিলালিপি
(D) সারনাথ শিলালিপি
৫০. বাহমনী বংশের প্রতিষ্ঠাতা কে ?
(A) আলাউদ্দীন বাহমনী শাহ
(B) ফিরােজ শাহ
(C) জয়পাল
(D) ব্রহ্মগুপ্ত
৫১. নীচের কোন শহরে স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন ?
(A) কলকাতা
(B) কটক
(C) বিষ্ণুপুর
(D) বালাসাের
৫২. পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ?
(A) দেবপাল
(B) ধর্মপাল
(C) গােপাল
(D) মহীপাল
৫৩. পালযুগে কোন দুই খ্যাতনামা শিল্পী ভাস্কর্য ও চিত্রকলায় বিস্ময়কর নৈপুণ্য দেখিয়েছিলেন ?
(A) শ্রীধর ভট্ট ও সন্ধ্যাকর নন্দী
(B) অগ্নিমিত্র ও বসুমিত্র
(C) ধীমান ও বীতপাল
(D) বিগ্রহ পাল ও নারায়ণ পাল
৫৪. পশ্চিম ভারতে চালুক্য বংশের পরবর্তী রাজবংশ নীচের কোনটি ?
(A) চোল
(B) পল্লব
(C) রাষ্ট্রকুট
(D) পান্ড
৫৫. বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন ?
(A) ধর্মপাল
(B) বিজয় সেন
(C) বল্লাল সেন
(D) শশাঙ্ক
৫৬. কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য ?
(A) চন্দ্রগুপ্ত মৌর্য
(B) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য
(C) হর্ষবর্ধন
(D) অশােক
৫৭. কবির কার শিষ্য ছিলেন ?
(A) রামানন্দ
(B) শ্রীচৈতন্য
(C) শঙ্করাচার্য
(D) মাধবাচার্য
৫৮. চিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভারতের কোন সুলতান স্থাপন করেছিলেন ?
(A) জালালউদ্দিন খলজী
(B) ইব্রাহিম লােদি
(C) কুতুবউদ্দিন আইবক
(D) গিয়াসুদ্দিন বলবন
৫৯. ” শকাব্দ” কবে থেকে শুরু হয়েছিল ?
(A) ৭৮খ্রিস্টাব্দ
(B) ৪ খ্রিস্টপূর্ব
(C) ৭৬ খ্রিস্টাব্দ
(D) ৭৬ খ্রিষ্টপূর্ব
৬০. আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন ?
(A) ১০০১ খ্রিস্টাব্দে
(B) ১০১৮ খ্রিস্টাব্দে
(C) ৭১২ খ্রিস্টাব্দে
(D) ৭৬০ খ্রিস্টাব্দে
৬১. প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কী বলা হত ?
(A) গ্রামণী
(B) গ্রামমুখ
(C) পাঞ্চাল
(D) বালি
৬২. কার রাজত্বকালে দিল্লির সুলতানের সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তারলাভ করেছিল ?
(A) গিয়াসুদ্দিন বলবন
(B) ইলতুতমিস
(C) মােহম্মদ বিন তুঘলক
(D) আলাউদ্দীন খলজী
৬৩. “গীত গােবিন্দ ” কে রচনা করেছিলেন ?
(A) সুরদাস
(B) জয়দেব
(C) বিদ্যাপতি
(D) শ্রীচৈতন্য
৬৪. কে এগারাে শতকে ভক্তিবাদ প্রচারে বিশেষ ভূমিকা গ্রহণ করেন ?
(A) বল্লাল সেন
(B) রামানুজ
(C) শঙ্করাচার্য
(D) মাধবাচার্য
৬৫. “কাদম্বরী” কাব্যের রচয়িতা কে ?
(A) কালিদাস
(B) বানভট্ট
(C) বিশাখদত্ত
(D) হরিষেণ
৬৬. শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখায় কোন ধর্ম বিভক্ত ?
(A) বৌদ্ধধর্ম
(B) জৈনধর্ম
(C) শৈবধর্ম
(D) বৈয়বধর্ম
৬৭. নীচের কোন জন দাস বংশের একজন বিখ্যাত শাসক ছিলেন ?
(A) আহম্মদ শাহ আবদালি
(B) ইলতুতমিস
(C) হুমায়ুন
(D) শেরশাহ
৬৮. নীচের ধর্মসংস্কারকদের মধ্যে কে সপ্তম শতকে বৈদিক ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার করেন ?
(A) কুমারিল ভট্ট
(B) শংকরাচার্য
(C) রামানুজ
(D) মাধবাচার্য
৬৯. নীচের কোন সুলতানকে সেই সময় কার লেখকরা তার অপরিসীম দানশীলতার জন্য এক বিশেষ আখ্যা দিয়েছিলেনঃ “লাখ বখ্শ ” বা ” Giver of Lakhs” ?
(A) কুতুবউদ্দীন
(B) বলবন
(C) ইলতুতমিস
(D) নাসিরুদ্দিন
৭০. নীচের কোন রাজবংশ মহাবলিপুরম প্রতিষ্ঠা করেন ?
(A) চোল
(B) চালুক্য
(C) পল্লব
(D) পান্ড্য
৭১. নীচের কোন রাজশক্তি নৌবলে শ্রেষ্ঠ ছিল ?
(A) চোল
(B) পল্লব
(C) পুষ্যভৃতি
(D) রাষ্ট্রকূট
৭২. মহাবীর ছিলেন—
(A) প্রথম তীর্থঙ্কর
(B) বিংশতিতম তীর্থঙ্কর
(C) তেইশতম তীর্থঙ্কর
(D) চব্বিশতম তীর্থঙ্কর
৭৩. শশাঙ্কের রাজধানীর নাম কী ?
(A) সুবর্ণগিরি
(B) কনৌজ
(C) কর্ণসুবর্ণ
(D) গৌড়
৭৪. ইতিহাসের সময় অনুসারে ভারতে নীচের রাজবংশগুলির আবির্ভারের সঠিক সময়ক্রম কোনটি?
(A) দাস , খলজী , তুঘলক , সৈয়দ, লােদি
(B) খলজী , সৈয়দ, তুঘলক , দাস , লােদি
(C) লােদি , দাস , সৈয়দ, খলজী , তুঘলক
(D) সৈয়দ, তুঘলক , লােদি , দাস , খলজী
৭৫. বঙ্গদেশে কোন রাজার মৃত্যুর পরে দীর্ঘদিন ধরে অরাজকতার রাজত্ব চলতে থাকে যে সময়টাকে ইতিহাসে মাৎস্যন্যায় বলা হয় ?
(A) বল্লাল সেন
(B) শশাঙ্ক
(C) দ্বিতীয় মহীপাল
(D) ধর্মপাল
৭৬. নীচের কোনটি কনিষ্কের রাজধানী ?
(A) কনৌজ
(B) উজ্জয়িনী
(C) পাটলিপুত্র
(D) পেশােয়ার
৭৭. নীচের কে একজন অন্ধ কবি , কৃষ্ণ – পূজারি এবং কৃষ্ণ মাহাত্ম্য বিশেষভাবে প্রচার করেছিলেন ?
(A) সুরদাস
(B) কবির
(C) রামানন্দ
(D) জয়দেব
৭৮. “বুদ্ধচরিতের” রচয়িতা কে ?
(A) বুদ্ধঘােষ
(B) অশ্বঘােষ
(C) বসুমিত্র
(D) লােপামুদ্রা
৭৯. সম্রাট অশােকের সাম্রাজ্যে নীচের কোন অঞ্চলটি অন্তর্ভুক্ত ছিল না ?
(A) মাদ্রাজ
(B) তক্ষশীলা
(C) কাশ্মীর
(D) কনৌজ
৮০. কোন মহাপুরুষের জন্ম এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে বলেই জানা গেছে ?
(A) বুদ্ধদেব
(B) মহাবীর
(C) শংকরাচার্য
(D) চৈতন্য
৮১. 1420 খ্রিস্টাব্দে এক বিদেশী পর্যটক বিজয়নগর রাজ্যে এসেছিলেন । কে তিনি ?
(A) ফা – হিয়েন
(B) নিকোলাে কোন্টি
(C) ভাস্কো – ডা – গামা
(D) মার্কোপােলাে
৮২. কোন কোন ঐতিহাসিক কাকে “দাক্ষিণাত্যের আকবর ” আখ্যা দিয়ে থাকেন ?
(A) ফিরােজ শাহ
(B) আলাউদ্দীন খলজী
(C) দ্বিতীয় পুলকেশি
(D) টিপু সুলতান
৮৩. ভারতের প্রাচীন যুগের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী কোন রাজার রাজসভা অলংকৃত করেছিলেন ?
(A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(B) অশােক
(C) বিম্বিসার
(D) সমুদ্রগুপ্ত
৮৪.
১০২. ভারতীয় ইতিহাসে কোন যুগকে সংস্কৃত সাহিত্যের পক্ষে সুবর্ণ যুগ বলা যেতে পারে ?
(A) সেন বংশের শাসনকাল
(B) গুপ্তযুগ
(C) মৌর্যযুগ
(D) পালবংশের শাসনকাল
৮৫. “পঞ্চতন্ত্র” কে রচনা করেছিলেন ?
(A) পাণিনি
(B) ভারবী
(C) বানভট্ট
(D) বিষ্ণুশর্মা
৮৬. সম্রাট অশােকের শিলালিপিতে তাকে অন্য কি নামেও উল্লিখিত করা হয়েছে ?
(A) চক্রবর্তী
(B) ধর্মকীর্তি
(C) শৌর্যাদিত্য
(D) প্রিয়দর্শী
৮৭. চৈনিক পরিব্রাজক ফা – হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন ?
(A) চন্দ্রগুপ্ত মৌর্য
(B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(C) হর্ষবর্ধন
(D) অশােক
৮৮. হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন ?
(A) লক্ষ্মণ সেন
(B) ধর্মপাল
(C) ভাস্কর বর্মণ
(D) শশাঙ্ক
৮৯. নীচের কোন অঞ্চল সাতবাহনের রাজ্য বলে পরিচিত ?
(A) কলিঙ্গ
(B) কোঙ্কন অঞ্চল
(C) অন্ধ্র অঞ্চল
(D) মধ্যপ্রদেশ
৯০. সুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ?
(A) পুষ্যমিত্র
(B) অজাতশত্রু
(C) অগ্নিমিত্র
(D) বিম্বিসার
৯১. কার রাজত্বকালে চোল সাম্রাজ্য সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল ?
(A) প্রথম রাজেন্দ্র চোল
(B) দ্বিতীয় রাজেন্দ্র চোল
(C) রাজারাজা
(D) প্রথম পুলকেশি
৯২. সম্রাট অশােকের অনুশাসন কোন লিপিতে খােদিত করা হয়েছিল ?
(A) পালি
(B) সংস্কৃত
(C) প্রাকৃত
(D) ব্রাহ্মী
৯৩. গুপ্তযুগে কে “ উত্তর রামচরিত ” নাটক রচনা করেছিলেন ?
(A) কালিদাস
(B) বিশাখদত্ত
(C) ভারবি
(D) ভবভূতি
৯৪. হর্ষবর্ধনের জীবনী “ হর্ষচরিত ” কার লেখা ?
(A) ফা – হিয়েন
(B) হিউয়েন সাঙ
(C) বানভট্ট
(D) অশ্বঘােষ
৯৫. বঙ্গদেশে ভক্তিবাদ আন্দোলনের সাথে নীচের কোন নামটি বিশেষ স্মরণীয় ?
(A) তুলসীদাস
(B) শ্রীচৈতন্য
(C) কবির
(D) বিবেকানন্দ
৯৬. কাদের রাজত্বকালে ভারতে সবচেয়ে বেশি স্বর্ণমুদ্রা ও তাম্রমুদ্রা ব্যবহৃত হয়েছিল ?
(A) গুপ্ত
(B) মােগল
(C) মৌর্য
(D) কুষাণ
৯৭. রৌপ্য মুদ্রার পরিবর্তে তামার নােট দিল্লির কোন সুলতান চালু করেন ?
(A) মােহম্মদ বিন তুঘলক
(B) গিয়াসুদ্দিন তুঘলক
(C) ইলতুতমিস
(D) বলবন
৯৮. কোন রাজবংশের বিখ্যাত রাজার নাম জয়পাল ?
(A) পাল বংশ
(B) সেন বংশ
(C) মৌর্য বংশ
(D) শাহী বংশ
৯৯. নীচের কোন শাসক মহারাজাধিরাজ উপাধিতে ভূষিত ছিলেন ?
(A) কনিষ্ক
(B) চন্দ্রগুপ্ত মৌর্য
(C) অশােক
(D) সমুদ্রগুপ্ত
১০০. বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় দেখতে পাওয়া যায় ?
(A) হাম্পি
(B) বিজাপুর
(C) থাঞ্জাভুর
(D) কাঞ্চি
১০১. ভারতে প্রথম আফগান শাসনের প্রতিষ্ঠাতা কে ?
(A) ইব্রাহিম লােদি
(B) শেরশাহ সুরি
(C) বহলল লােদি
(D) সিকান্দার ললাদি
Download Section
- File Name : Indian History in Bengali PDF
- File Size : 398 KB
- No. of Pages : 19
- Format : PDF
- Langauage : Bengali
- Subject : Indian History
To check our latest Posts - Click Here