
সাধারণ জ্ঞান MCQ – সেট ১০১
General Awareness MCQ – Set 102
২৩৮১. শৈবাল এবং ছত্রাকের সংমিশ্রণ থেকে নিচের কোনটি গঠিত ?
(A) পরাশ্রয়ী উদ্ভিদ্
(B) লাইকেন
(C) মস
(D) মাইকো-রাইজাল
(B) লাইকেন
২৩৮২. পাটলিপুত্র এবং এটির রাজধানী মগধ কে প্রতিষ্ঠা করেছিলেন ?
(A) অশোক
(B) উদয়িন
(C) মহাপদ্ম নন্দ
(D) বিম্বিসার
(B) উদয়িন
২৩৮৩. “মাস্টার অফ নাইট্রাইটস” কাকে বলা হয় ?
(A) প্রফুল্ল চন্দ্র রায়
(B) ল্যাভয়সিয়ার
(C) ক্যাভেন্ডিস
(D) প্রিস্টলে
(A) প্রফুল্ল চন্দ্র রায়
২৩৮৪. ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী প্রথম ভারতীয় কে ?
(A) সাইনা নেহওয়াল
(B) শ্রীকান্ত কিদম্বী
(C) পুল্লেলা গোপীচাঁদ
(D) পি ভি সিন্ধু
(D) পি ভি সিন্ধু
জাপানের নাওমি ওকুহারাকে হারিয়ে পি ভি সিন্ধু এই শিরোপা জিতে নিয়েছেন
২৩৮৫. নিম্নের কোন প্রাণীটির মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় ?
(A) খরগোশ
(B) আরশোলা
(C) তিমি
(D) সিংহ
(B) আরশোলা
২৩৮৬. নিচের কোনটি সঠিক ?
(A) হরিপ্রসাদ চৌরাসিয়া – বাঁশি
(B) বিসমিল্লাহ খান – সরোদ
(C) আমজাদ আলী খান – তবলা
(D) জাকির হুসেন – সানাই
(A) হরিপ্রসাদ চৌরাসিয়া – বাঁশি
বিসমিল্লাহ খান – সানাই
আমজাদ আলী খান – সরোদ
জাকির হুসেন – তবলা
২৩৮৭. ২০১৯ সালের ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডস -এ কতজন দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন ?
(A) ৩
(B) ৪
(C) ৫
(D) ৬
(D) ৬
বিমল কুমার (ব্যাডমিন্টন), সন্দীপ গুপ্ত (টেবিল টেনিস), মহিন্দর সিং ধিলন (অ্যাথলেটিক্স), মেরজবান প্যাটেল (হকি), রামবীর সিং খোখার (কাবাডি) এবং সঞ্জয় ভরদ্বাজ (ক্রিকেট)
২৩৮৮. পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেছেন ?
(A) রোনাল্ড রস
(B) হপকিন্স
(C) জেমস আর ডিকসন
(D) জোনাস সল্ক
(D) জোনাস সল্ক
২৩৮৯. কার্বন ঘটিত যৌগের রসায়ন ______ হিসাবে পরিচিত ।
(A) বায়ো-কেমিস্ট্রি
(B) ফিজিক্যাল কেমিস্ট্রি
(C) ইন-অর্গানিক কেমিস্ট্রি
(D) অর্গানিক কেমিস্ট্রি
(D) অর্গানিক কেমিস্ট্রি
২৩৯০. ব্লিচিং পাউডারে উপস্থিত প্রকৃত ব্লিচিং এজেন্টটি হলো
(A) ক্লোরিন
(B) অক্সিজেন
(C) ক্যালসিয়াম অক্সাইড
(D) ক্লোরিন ও অক্সিজেন দুটোই
(A) ক্লোরিন