QuizQuiz

বাংলা কুইজ – সেট ৮৮ – খেলাধুলা

Bengali Quiz – Set 88 – Sports Special

১. ২০১৯ সালে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ (৫০-৫০) প্রতিযোগিতায় ‘Man of the Series’ পুরষ্কার পান কোন ক্রিকেটার ?

উত্তর :
কেন উইলয়ামসন

২. আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট- এ এক ইনিংসে ২৭৫ রান করে, সর্ব্বোচ দলগত রান করার রেকর্ড করল কোন দল ?

উত্তর :
আফগানিস্তান

৩. এজরা কাপ কোন খেলা সম্পর্কিত ?

উত্তর :
পোলো

৪. কোন সাল থেকে ২৯- এ আগস্ট ভারতে জাতীয় ক্রীড়া দিবস পালন করা চালু হয় ?

উত্তর :
২০১২

৫.২০১৯ সালে Women’s Football World cup জেতে কোন দেশ ?

উত্তর :
মার্কিন যুক্তরাষ্ট্র

৬. আগষ্ট ২০১৯ সাল থেকে শুরু হওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন্সিপ এ মোট কতগুলি দেশ অংশগ্রহণ করেছে ?

উত্তর :

৭. “The Unbreakable” কোন অলম্পিক পদক জয়ী ভারতীয়র আত্মজীবনী ?

উত্তর :
মেরী কম

৮. ২০১৯ বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপগুলি ব্যাডমিন্টন টুর্নামেন্ট মহিলা বিভাগে স্বর্ণ পদক অর্জন করে কে নতুন রেকর্ড গড়লেন ?

উত্তর :
পি ভি সিন্ধু

৯. ফিফা র‌্যাঙ্কিং অনুসারে Indian Men Football Team এর র‌্যাঙ্ক কত ?

উত্তর :
১০৪ (সেপ্টম্বর ২০১৯)

১০. স্নুকারে কতগুলি লাল বল রয়েছে ?

উত্তর :
১৫

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button