Daily Current Affairs in BengaliCurrent Affairs

27th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

27th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৭শে ডিসেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 27th December Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 26th December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি কাকে ২০২২ সালের জন্য ‘একলব্য পুরস্কার’ দেওয়া হয়েছে?

(A) স্বস্তি সিং
(B) রোশিনী মিসবাহ
(C) জ্যোতি কুমারী
(D) বেদাঙ্গী কুলকার্নি

উত্তর
(A) স্বস্তি সিং

  • ২৪শে ডিসেম্বর ২০২২-এ সাইক্লিস্ট স্বস্তি সিংকে ‘একলব্য পুরস্কার’ দেওয়া হয়েছে।
  • রুতপর্ণা পান্ডা ২০২১ সালের ‘একলব্য পুরস্কার’ পেয়েছিলেন।

২. ‘ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল’ শিরোনামের প্রতিবেদন অনুসারে, ভারত কোন বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে?

(A) ২০২৭
(B) ২০৩৭
(C) ২০৩৫
(D) ২০৩০

উত্তর
(B) ২০৩৭

  • যুক্তরাজ্য-ভিত্তিক সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ (CEBR) ২০২২ সালের ডিসেম্বরে একটি রিপোর্টে জানিয়েছে যে ভারত ২০৩৭ সালের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।
  • এটি আশা করা হচ্ছে যে ২০২২-২৩ সালে ভারতীয় অর্থনীতি ৬.৮% বৃদ্ধি পাবে।
  •  আগামী ৫ বছরে ভারতের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি গড় ৬.৪% হবে বলে আশা করা হচ্ছে।

৩. ভোপালে ৬তম Elite National Women’s Boxing Championships 2022-এ কে স্বর্ণপদক জিতেছেন?

(A) নিখাত জারিন
(B) মনীষা মঈন
(C) মেরি কম
(D) সাইখোম মীরাবাই চানু

উত্তর
(A) নিখাত জারিন

  • বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন এবং টোকিও অলিম্পিকের ব্রোঞ্জ পদক বিজয়ী লভলিনা বোরগোহাইন ২৬শে ডিসেম্বর ২০২২-এ ভোপালে ৬তম এলিট জাতীয় মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২২-এ নিজ নিজ ওজন বিভাগে স্বর্ণপদক জিতেছেন।
  • রেলওয়ে দল ১০টি পদক নিয়ে পদক তালিকায় শীর্ষে রয়েছে এবং মধ্যপ্রদেশ এবং হরিয়ানা যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে।

৪. কোন প্রতিষ্ঠান ‘Central Excise and Service Tax Settlement Commission’ গঠন করেছে?

(A) SEBI
(B) Enforcement Directorate
(C) CBDT
(D) CBIC

উত্তর
(D) CBIC

  • সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (CBIC) দ্বারা কাস্টমস, সেন্ট্রাল এক্সাইজ এবং সার্ভিস ট্যাক্স সেটেলমেন্ট কমিশন প্রতিষ্ঠিত হয়েছে।
  • চেয়ারপারসন: বিবেক জোহরি
  • প্রতিষ্ঠা: ১লা জানুয়ারি ১৯৬৪

৫. ভারত কোন প্রতিবেশী দেশের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনা শুরু করতে সম্মত হয়েছে?

(A) চীন
(B) নেপাল
(C) বাংলাদেশ
(D) শ্রীলংকা

উত্তর
(C) বাংলাদেশ

  • ভারত ও বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব একটি মুক্ত বাণিজ্য চুক্তির (FTA) জন্য আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।
  • ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং বাংলাদেশি বাণিজ্য ও শিল্পমন্ত্রী টিপু মুনশি এক বৈঠকে এই চুক্তিতে পৌঁছেছেন।

৬. রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান ও CEO হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) ভি.কে. ত্রিপাঠী
(B) পঙ্কজ সিং
(C) অনিল কুমার লাহোতি
(D) অশ্বনী শরণ

উত্তর
(C) অনিল কুমার লাহোতি

  • অনিল কুমার লাহোতিকে রেলওয়ে বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।
  • তিনি ১লা জানুয়ারী, ২০২৩-এ চেয়ারম্যান হিসাবে বিনয় কুমার ত্রিপাঠির স্থলাভিষিক্ত হবেন।

৭. ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী ইঞ্জিনিয়ার-ইন-চিফ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) লেফটেন্যান্ট জেনারেল অরবিন্দ ওয়ালিয়া
(B) লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং
(C) লেঃ জেনারেল অনিল চৌহান
(D) লেফটেন্যান্ট জেনারেল হরপাল সিং

উত্তর
(A) লেফটেন্যান্ট জেনারেল অরবিন্দ ওয়ালিয়া

  • লেফটেন্যান্ট জেনারেল অরবিন্দ ওয়ালিয়াকে ভারতীয় সেনাবাহিনীর নতুন ইঞ্জিনিয়ার-ইন-চিফ হিসাবে মনোনীত করা হয়েছে।
  • তিনি লেফটেন্যান্ট জেনারেল হরপাল সিং-এর স্থলাভিষিক্ত হবেন যিনি ৩১শে ডিসেম্বর, ২০২২-এ অবসর নিচ্ছেন৷

৮. সম্প্রতি কোন দেশে ব্রেন-ইটিং অ্যামিবার সংক্রমণ রিপোর্ট করা হয়েছে?

(A) দক্ষিণ কোরিয়া
(B) চীন
(C) উত্তর কোরিয়া
(D) জাপান

উত্তর
(A) দক্ষিণ কোরিয়া

  • দক্ষিণ কোরিয়ায় একটি বিরল এবং মারাত্মক মস্তিষ্ক খাওয়া অ্যামিবা আবিষ্কৃত হয়েছে।
  • প্রাইমারি অ্যামেবিক মেনিনগোয়েনসেফালাইটিস (পিএএম) অ্যামিবা নেগেলেরিয়া ফাউলেরি দ্বারা সৃষ্ট একটি বিরল এবং গুরুতর সংক্রমণ, যা সাধারণত উষ্ণ মিষ্টি জল এবং মাটিতে পাওয়া যায়।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button