Daily Current Affairs in BengaliCurrent Affairs

26th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

Daily Bengali Current Affairs at a Glance 

  • সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) 2023 সালের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ৬.১% এ সংশোধন করেছে।
  • উত্তরপ্রদেশ সরকার ডাক্তারের ঘাটতি মেটাতে সরকারি চিকিৎসকদের অবসরের বয়স ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৫ বছর করার প্রস্তাব বিবেচনা করছে।
  • কার্গিল বিজয় দিবস প্রতি বছর ২৬শে জুলাই পালন করা হয়।
  • গোয়া বিশ্বের বৃহত্তম জাতীয় পুরুষ প্রতিযোগিতা “দ্য রুবারু” মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতার আয়োজন করবে।
  • দীপক মিগ্লানিকে সাও টোমে এবং প্রিন্সিপ গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে।
  • দক্ষিণ কোরিয়ার চাংওনে সম্প্রতি সমাপ্ত ISSF জুনিয়র শ্যুটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ ভারত পদক তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।
  • আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিপক্ষের ৭ উইকেট তুলে নিয়েছেন সায়াজরুল ইজাত ইদ্রাস।
  • বিহার সরকার অশ্বমেধ দেবীকে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন নিযুক্ত করেছে।
  • বিশ্বের সবচেয়ে বড় অফিস তৈরি করা হল সুরাটে।
  • বারাণসী আদালত জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সের একটি ASI সমীক্ষা করার নির্দেশ দিয়েছে ।

26th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৬শে জুলাই – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 26th July Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 25th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি IMF ২০২৩ সালের ভারতের GDP কত শতাংশ বৃদ্ধির পূর্বাভাস করেছে ?

(A) ৬.১%
(B) ৬.৩%
(C) ৬.৫%
(D) ৬.৭%

উত্তর
(A) ৬.১%
সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) 2023 সালের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ৬.১% এ সংশোধন করেছে।

২. সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার ডক্টরদের অবসরের বয়স বাড়িয়ে কত করেছে ?

(A) ৬২
(B) ৬৪
(C) ৬৬
(D) ৬৫

উত্তর
(D) ৬৫
উত্তরপ্রদেশ সরকার ডাক্তারের ঘাটতি মেটাতে সরকারি চিকিৎসকদের অবসরের বয়স ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৫ বছর করার প্রস্তাব বিবেচনা করছে।

৩. ২০২৩ সালে ২৬শে জুলাই কার্গিল বিজয় দিবসের কোন বার্ষিকী পালন করা হল ?

(A) ২২তম
(B) ২৪তম
(C) ২৬তম
(D) ২৮তম

উত্তর
(B) ২৪তম

কার্গিল বিজয় দিবস প্রতি বছর ২৬শে জুলাই পালন করা হয়।

দেখে নাও : কার্গিল বিজয় দিবস সম্পর্কিত বিস্তারিত তথ্য

৪. ভারতের কোন রাজ্য বিশ্বের বৃহত্তম জাতীয় পুরুষ প্রতিযোগিতার (national male pageant ) আয়োজন করবে?

(A) কেরালা
(B) গোয়া
(C) মহারাষ্ট্র
(D) সিকিম

উত্তর
(B) গোয়া

  • গোয়া বিশ্বের বৃহত্তম জাতীয় পুরুষ প্রতিযোগিতা “দ্য রুবারু” মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতার আয়োজন করবে।
  • এটি বিশ্বের পুরুষদের জন্য সবচেয়ে বড় এবং সবচেয়ে সম্মানজনক প্রতিযোগিতা।

৫. সাও টোমে এবং প্রিন্সেপে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) নামগ্যা সি. খাম্পা
(B) মণীশ গুপ্ত
(C) সন্দীপ চক্রবর্তী
(D) দীপক মিগ্লানি

উত্তর
(D) দীপক মিগ্লানি

  • দীপক মিগ্লানিকে সাও টোমে এবং প্রিন্সিপ গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে।
  • সাও টোমে এবং প্রিন্সিপ আফ্রিকার পশ্চিম উপকূলে গিনি উপসাগরে অবস্থিত একটি ছোট দ্বীপ দেশ।

৬. দক্ষিণ কোরিয়ার চাংওনে ISSF জুনিয়র শ্যুটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ পদক তালিকায় ভারতের স্থান কত?

(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) চতুর্থ

উত্তর
(B) দ্বিতীয়

  • দক্ষিণ কোরিয়ার চাংওনে সম্প্রতি সমাপ্ত ISSF জুনিয়র শ্যুটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ ভারত পদক তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।
  • ভারতীয় শ্যুটাররা মোট ১৭টি পদক জিতেছে, যার মধ্যে ৬টি স্বর্ণ, ৬টি রৌপ্য এবং ৫টি ব্রোঞ্জ রয়েছে।

৭. পুরুষদের T20 তে সায়াজরুল ইজাত ইদ্রাস প্রথম সাত উইকেট নিয়েছেন। তিনি কোন দেশের ক্রিকেটার ?

(A) বাংলাদেশ
(B) নামিবিয়া
(C) মালয়েশিয়া
(D) আফগানিস্তান

উত্তর
(C) মালয়েশিয়া

  • বিশ্ব ক্রিকেটে মালয়েশিয়া নামটি বেশ অখ্যাত, আর সেই দেশের ৩২ বছর পেরোনো এক অখ্যাত বোলার সায়াজরুল ইজাত ইদ্রাস। নামটি আগে কেউ না শুনলেও এবার সেই সায়াজরুলই করে ফেলেছেন এক বিশ্বরেকর্ড।
  • আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিপক্ষের ৭ উইকেট তুলে নিয়েছেন তিনি। আর ৭টি উইকেটই তিনি নিয়েছেন বোল্ড করে।
  • ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া ‘বি’ অঞ্চলের বাছাইপর্বে চীনের বিপক্ষে এই রেকর্ড গড়েন সায়াজরুল।

৮. কোন রাজ্য সরকার অশ্বমেধ দেবীকে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন নিযুক্ত করেছে?

(A) বিহার
(B) উত্তর প্রদেশ
(C) ওড়িশা
(D) ঝাড়খণ্ড

উত্তর
(A) বিহার

  • বিহার সরকার অশ্বমেধ দেবীকে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন নিযুক্ত করেছে।
  • তিনি সমষ্টিপুর সংসদীয় আসনের প্রাক্তন JD(U) সাংসদ।

৯. বিশ্বের একক বৃহত্তম অফিস বিল্ডিং সম্প্রতি ভারতের কোন শহরে শুরু হতে চলেছে ?

(A) মুম্বাই
(B) সুরাট
(C) চেন্নাই
(D) আহমেদাবাদ

উত্তর
(B) সুরাট

  • বিশ্বের সবচেয়ে বড় অফিস তৈরি করা হল সুরাটে। নয়টি বহুতল মিলে তৈরি হল এই বিশাল আকারের অফিস। আকার আয়তনে এটি ছাপিয়ে গিয়েছে আমেরিকার পেন্টাগনকেও।
  • মোট ৭১ লাখ স্কোয়ার ফুট ফ্লোর স্পেস নিয়ে তৈরি সুরাটের এই অফিস।
  • ১৫ তলা উঁচু এই বিশাল অফিসে নয়টি আলাদা আলাদা বহুতল রয়েছে।

১০. সম্প্রতি খবরে আসা জ্ঞানবাপী মসজিদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

(A) মধ্যপ্রদেশ
(B) মহারাষ্ট্র
(C) উত্তরপ্রদেশ
(D) গুজরাট

উত্তর
(C) উত্তরপ্রদেশ
সম্প্রতি বারাণসী আদালত জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সের একটি ASI সমীক্ষা করার নির্দেশ দিয়েছিল , ‘ওয়াজুখানা’ এলাকা বাদ দিয়ে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button