সাধারণ জ্ঞান MCQ – সেট ৪৬
General Awareness MCQ – Set 46
১৪০১. ছত্তিশগড় রাজ্যটির নামকরণের কারণ হল –
(A) এ রাজ্যে ছত্রিশটি গর্জনকারী জলপ্রপাত আছে
(B) রাজ্যটি ১৯৩৬ সালে গঠিত হয়েছিল
(C) এ রাজ্যে ছত্রিশটি দুর্গ আছে
(D) ৩৬টি আলাদা আলাদা আন্দোলনের ফলে এই রাজ্যটি তৈরী
১৪০২. পশ্চিমবঙ্গের কোথায় আবাসিক শহর গড়ে উঠেছে ?
(A) বালুরঘাট
(B) কল্যাণী
(C) যাদবপুর
(D) বান্ডেল
১৪০৩. শরীরচর্চা : জিম :: খাওয়া-দাওয়া : _____
(A) খাবার
(B) রেস্টুরেন্ট
(C) জল
(D) ডায়েট
১৪০৪. কে “সিনর অরল্যান্ডো মাৎসোতা” ছদ্মনাম গ্রহণ করেছিলেন ?
(A) রাসবিহারী বসু
(B) রাসবিহারী ঘোষ
(C) মোহন সিং
(D) সুভাষচন্দ্র বসু
১৪০৫. পাখির পায়ের মত আকৃতির ব-দ্বীপ দেখা যায় –
(A) নীলনদের মোহনায়
(B) সিন্ধুনদের মোহনায়
(C) হোয়াংহো নদীর মোহনায়
(D) মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়
১৪০৬. পূর্ব চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় যে নামে পরিচিত –
(A) টাইফুন
(B) হ্যারিকেন
(C) উইলি উইলি
(D) টর্নেডো
১৪০৭. রিমোট সেন্সিং হল –
(A) টোপোগ্রাফিক ম্যাপ বিশ্লেষণ
(B) উপগ্রহ চিত্র বিশ্লেষণ
(C) ল্যান্ড ম্যাপ বিশ্লেষণ
(D) খনিজ ম্যাপ বিশ্লেষণ
১৪০৮. তাঞ্জোরের বৃহদ্যেশ্বর মন্দির কে নির্মাণ করেছিলেন ?
(A) উত্তম চোল
(B) অপরাজিত
(C) বিজয়ালয় চোল
(D) রাজা রাজা চোল
১৪০৯. ২০১৮ সালে কোন খেলোয়াড় পদ্ম ভূষণ পুরস্কার পেয়েছিলেন ?
(A) সচিন টেন্ডুলকার
(B) অনিল কুম্বলে
(C) ইরফান পাঠান
(D) এম এস ধোনি
১৪১০. কোন ভারতীয় ব্যাঙ্ক প্রথম তাৎক্ষণিক PPF একাউন্ট তৈরির পরিষেবা দিয়েছে ?
(A) কোটাক মাহিন্দ্রা
(B) ICICI
(C) HDFC
(D) KVP
To check our latest Posts - Click Here