
Bengali Quiz – Set 82
১. সৌদি আরবের প্রতীকে ( Emblem ) কোন গাছের ছবি দেখা যায় ?
উত্তর :
খেজুর ( Date Palm )
২. একমাত্র কোন ক্রিকেট দলটি আন্তর্জাতিক টেস্ট ম্যাচে দুইবার টাই করেছে ?
উত্তর :
অস্ট্রেলিয়া
৩. ইন্দিরা গান্ধীকে প্রিয়দর্শিনী নামটি কে দিয়েছিলেন ?
উত্তর :
রবীন্দ্রনাথ ঠাকুর
৪. সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি ?
উত্তর :
ইউরেনাস
৫. লন্ডনবাসীরা তাদের ভূগর্ভস্থ রেল স্টেশনকে কি বলে ডাকে ?
উত্তর :
টিউব
৬ . Pall-Bearer কাদের বলে ?
উত্তর :
কফিন বহনকারীদের
৭. লন্ডন শহরের ট্যাক্সির রং কি ?
উত্তর :
কালো
৮. সিরহিন্দী বেগমের নামে তৈরী সিরহি দরজা পার করলে তুমি কোথায় পৌঁছবে ?
উত্তর :
তাজ মহল
৯. চাচা চৌধুরীর কমিক্সে সাবু, বিনি চাচীর তৈরী কোন খাবারের লোভে পৃথিবীতে থেকে গিয়েছিলো ?
উত্তর :
পরোটা ও হালুয়া
১০. “Bapi– the Love of My Life” – বইটি কার মেয়ে তাঁকে উৎসর্গিত করেছে ?
উত্তর :
রবি শঙ্কর
To check our latest Posts - Click Here
Thanks bangla quiz, keepup