QuizQuiz

বাংলা কুইজ – সেট ৬৩

Bengali Quiz – Set 63

১. কোন ব্যাঙ্ক সম্প্রতি বাংলার গোয়েন্দা ফেলুদার ছবিযুক্ত কার্ড চালু করলো?

উত্তর :
UBI

২. কে ১৯৯১ সালে শান্তিতে নোবেল প্রাইজ পেলেও স্বীকৃতি ভাষণ দেন ২০১২ সালে?

উত্তর :
অঙ-সান-সু-কি

৩. টিপু সুলতানের ব্যবহৃত বস্তুগুলিতে কোন প্রাণীর ছবি বেশি দেখা যেত?

উত্তর :
বাঘ

৪. কোন বিখ্যাত কুইজ মাস্টার তৃণমূল কংগ্রেস থেকে রাজ্য সভার সদস্য হয়েছেন?

উত্তর :
ডেরেক ও’ব্রায়েন

৫. তেজোস্ক্রিয়তা আবিষ্কার করেন কে?

উত্তর :
হেনরি বেকেরেল

৬. ভারতের প্রথম মহিলা শহীদ কে?

উত্তর :
প্রীতিলতা ওয়াদ্দেদার

৭. কাকে বাংলার বিপ্লববাদের মন্ত্রগুরু বলা হতো?

উত্তর :
অরবিন্দ ঘোষ

৮. পৃথিবীর ৯০ শতাংশ ওরাংওটাং কোন দেশে রয়েছে?

উত্তর :
ইন্দোনেশিয়া

৯. ভারতের কোন রাজ্যকে আগে রাজপুতানা বলা হতো?

উত্তর :
রাজস্থান

১০. “Asol Aap ” আন্দামান নিকোবরের একটি নৌকা প্রতিযোগিতা । এই প্রতিযোগিতাটির বিশেষত্ব কি?

উত্তর :
নৌকা গুলি বালির ওপর চালানো হয়

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

দেখে নাও
Close
Back to top button