Daily Current Affairs in BengaliCurrent Affairs

14th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

14th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৪ই জুন  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 14th June Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি ভারতের ৭৪তম গ্র্যান্ডমাস্টার হলেন?

(A) বিদিত গুজরাঠি
(B) বিশ্বনাথন আনন্দ
(C) রাহুল শ্রীবৎসভ
(D) আর প্রজ্ঞানন্ধা

উত্তর :
(C) রাহুল শ্রীবৎসভ

  • ভারতের ৭৪তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন তেলেঙ্গানার রাহুল শ্রীবৎসভ।
  • ইতালিতে ৯তম Cattolica Chess Festival -এ এর কৃতিত্ব অর্জন করেন তিনি।
  • বিশ্বনাথন আনন্দ হলেন ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার।

২. সম্প্রতি কোন দেশ ইরাকের পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী হয়ে উঠলো?

(A) রাশিয়া
(B) ইরান
(C) ভেনেজুয়েলা
(D) ওমান

উত্তর :
(A) রাশিয়া

  • রাশিয়া সৌদি আরবকে পেছনে ফেলে ইরাকের পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী হয়ে উঠেছে।
  • ভারত ২০২২ সালের মে মাসে প্রায় ২৫ মিলিয়ন ব্যারেল রাশিয়ান তেল কিনেছিল।
  • মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পরে, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেলের গ্রাহক।

৩. কোন দিনটি প্রতিবছর ‘বিশ্ব রক্তদাতা দিবস’ হিসেবে পালিত হয়?

(A) ১০ই মার্চ
(B) ১৪ই জুন
(C) ৩০শে মে
(D) ১৪ই এপ্রিল

উত্তর :
(B) ১৪ই জুন

  • রক্তদানের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এই দিনটি পালিত হয়।
  • ২০২২ সালের থিম হল ‘Blood donation is an act of solidarity. Join the effort and save lives.’।
  • দিনটি কার্ল ল্যান্ডস্টেইনারের জন্মদিনকে চিহ্নিত করে যিনি ১৯০১ সালে ABO রক্তের গ্রুপ সিস্টেম আবিষ্কার করেছিলেন।

৪. চেন্নাইতে চলমান National Inter-State Athletics Meet এ সম্প্রতি কে মহিলাদের ট্রিপল জাম্পে জাতীয় রেকর্ড ভাঙলেন?

(A) শৈলী সিং
(B) ঐশ্বর্য বাবু
(C) ডোনাল্ড মাকিমাইরাজ
(D) মনপ্রীত কৌর

উত্তর :
(B) ঐশ্বর্য বাবু

  • কর্ণাটকের ঐশ্বর্য বাবু ১৪.১৪ মিটারের বিশাল দূরত্ব লাফিয়ে ১৩ই জুন ২০২২-এ চেন্নাইতে চলমান National Inter-State Athletics Meet এ মহিলাদের ট্রিপল জাম্পে একটি জাতীয় রেকর্ড ভেঙেছেন।

৫. কোন দেশ প্রথম প্রতিটি সিগারেটের উপর সতর্ক বার্তা ছাপানো শুরু করেছে?

(A) ভারত
(B) কানাডা
(C) জাপান
(D) চীন

উত্তর :
(B) কানাডা

  • কানাডা প্রতিটি সিগারেটের উপর সতর্ক বার্তা চাপানো শুরু করেছে।
  • বর্তমানে সিগারেট গুলিতে লেখা হচ্ছে ‘Poison in every puff’।

৬. সম্প্রতি কে Tony Awards 2022-এ সেরা অভিনেতার (মিউজিক্যাল) পুরস্কার জিতেছেন?

(A) মৌলিন রুজ
(B) মাইলস ফ্রস্ট
(C) জর্জ ফার্থ
(D) স্টিফেন সন্ডহেম

উত্তর :
(B) মাইলস ফ্রস্ট

  • ১২ই জুন, ২০২২ এ নিউ ইয়র্ক সিটিতে Tony Awards অনুষ্ঠিত হয়েছিল।
  • “Paradise Square” এর জন্য জোয়াকিনা কালুকাঙ্গো সেরা অভিনেত্রীর (মিউজিক্যাল) পুরস্কার জিতেছেন।
  • সেরা পরিচালক (মিউজিক্যাল) হলেন মারিয়েন এলিয়ট “Company” এর জন্য।

৭. সম্প্রতি কে IWF Youth World Championships এ পুরুষদের ৫৫-কিলোগ্রাম ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন?

(A) গুরদীপ সিং
(B) সনপতি গুরুনাইডু
(C) বিকাশ ঠাকুর
(D) সতীশ শিবলিঙ্গম

উত্তর :
(B) সনপতি গুরুনাইডু

  • ভারতীয় ভারোত্তোলক সানাপতি গুরুনাইডু ১২ই জুন মেক্সিকোর লিওনে IWF Youth World Championships এ পুরুষদের ৫৫-কিলোগ্রাম ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন৷


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button