সাম্প্রতিকী – ২০১৮ মে মাস

২১. কোস্টারিকার নতুন রাষ্ট্রপতি হিসেবে সম্প্রতি কে শপথ গ্রহণ করলেন?
(A) ফ্যাব্রিসিও আলভারাদো মুনোজ
(B) কার্লোস আলভারাডো
(C) এপিসি ক্যাম্পবেল বার
(D) লুইস গিলারমো সলিস
২২. ২০১৮ ওয়ার্ল্ড রোবট কনফারেন্স (WRC) কোন দেশ আয়োজন করছে?
(A) ভারত
(B) দক্ষিণ কোরিয়া
(C) চীন
(D) ভিয়েতনাম
২৩. কে মালয়েশিয়ায় নতুন প্রধানমন্ত্রী হয়েছেন?
(A) তুনকু আবদুল রহমান
(B) মাহাথির বিন মোহমাদ
(C) দাইম জইনউদ্দিন
(D) আবদুল্লাহ আহমদ বদওয়ি
২৪. কোন রাজ্য সরকার কৃষকদের জন্য রয়থু বন্ধু প্রকল্প চালু করেছে?
(A) তেলেঙ্গানা
(B) কেরালা
(C) অন্ধ্র প্রদেশ
(D) তামিলনাড়ু
২৫. সিকিম সরকার কোন বলিউড ব্যক্তিত্বকে রাষ্ট্রের সবুজ প্রতিনিধি (Green Ambassador) হিসেবে মনোনীত করেছে?
(A) শ্রেয়া ঘোষাল
(B) আতিফ আসলাম
(C) মোহিত চৌহান
(D) সোনু নিগম
২৬. ওড়িশার কোন জেলায় পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম শিলা আবিষ্কৃত হয়েছে?
(A) কেন্দুঝার
(B) নয়াপাড়া
(C) কটক
(D) কেন্দ্রেপাড়া
২৭. সম্প্রতি কোন বলিউড ব্যক্তিত্বকে স্বর মওলি পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে?
(A) জয়েন্দ্র
(B) লতা মঙ্গেশকর
(C) অমিতাভ বচ্চন
(D) শ্রীদেবী
২৮. কিংবদন্তি হকি খেলোয়াড় মনসুর আহমেদ সম্প্রতি মারা গেলেন । তিনি কোন দেশের হয়ে খেলতেন?
(A) ইরান
(B) ভারত
(C) পাকিস্তান
(D) বাংলাদেশ
২৯. জার্মানির হান্নোভারে আন্তর্জাতিক শুটিং প্রতিযোগিতায় মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে কোন ভারতীয় শ্যুটার স্বর্ণ জয় করলেন?
(A) পি. শ্রী. নিভেথা
(B) মানু ভ্যাকের
(C) অপূরভি চান্দেলা
(D) হীনা সিধু
৩০. আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) নতুন স্বাধীন চেয়ারম্যান কে হতে চলেছেন?
(A) অজয় শিরকে
(B) গিলেস ক্লার্ক
(C) শশাঙ্ক মনোহর
(D) ডেভ রিচার্ডসন
৩১. ভারতের কোন শহরে প্রথম সম্পূর্ণরূপে মহিলা পরিচালিত পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র গড়ে উঠেছে?
(A) ফাগওরা
(B) উজ্জয়ন
(C) উদয়পুর
(D) কোচি
ফাগওরা, পাঞ্জাব
৩২. কে ডি.আর.ডি.ও লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড -২০১৭ তে সম্মানিত হয়েছেন ?
(A) বাসুদেব কাল্কুনিতে আত্রে
(B) জি. সথীস রেড্ডি
(C) এস. ক্রিস্টোফার
(D) ভি. কে. সরস্বত
৩৩. ২০১৮ ফর্মুলা ১ স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স টুর্নামেন্ট কে জিতেছেন ?
(A) ভালত্তেরি বট্টাস
(B) নিকো রোসবার্গ
(C) সেবাস্টিয়ান ভেট্টেল
(D) লুইস হ্যামিলটন
৩৪. “স্বচ্ছ- সর্বেক্ষন” সার্ভের রিপোর্ট অনুযায়ী ভারতের প্রথম পরিচন্নতম শহর কোনটি?
(A) ইন্দোর
(B) বিজয়ওয়াডা
(C) গাজিয়াবাদ
(D) ভোপাল
৩৫. ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া (NHAI) -এর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) দীপক কুমার
(B) সঞ্জয় মিত্র
(C) রাঘবচন্দ্র
(D) যুধভির সিং মালিক
৩৬. কোন রাজ্য সরকার পথ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য বিনামূল্যে চিকিৎসা প্রকল্প চালু করতে চলেছে?
(A) গুজরাট
(B) পাঞ্জাব
(C) মহারাষ্ট্র
(D) তামিলনাড়ু
৩৭. কনিষ্ঠতম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট আরোহন করেছেন –
(A) বাচেন্দ্রি পাল
(B) অরুনিমা সিনহা
(C) শিবাঙ্গী পাঠক
(D) মালাবাথ পূর্বা
৩৮. মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোন রাজ্য সরকার ‘Chatra Parivahan Security Scheme’ চালু করছে?
(A) ঝাড়খন্ড
(B) মণিপুর
(C) অসম
(D) হরিয়ানা
৩৯. ইউরোপ-ভারত সাংস্কৃতিক বন্ধনকে শক্তিশালী করার জন্য ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোন বলিউড ব্যক্তিত্বকে সম্প্রতি সম্মান দেওয়া হয়েছে?
(A) অক্ষয় কুমার
(B) প্রিয়াঙ্কা চোপড়া
(C) অমিতাভ বচ্চন
(D) দীপিকা পাড়ুকোন
৪০. ললিত কলা একাডেমির নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন –
(A) এম এল শ্রীবাস্তব
(B) পি কৃষ্ণ সেটটি
(C) এন কে জয়শঙ্কর
(D) উত্তম পাচার্নে
To check our latest Posts - Click Here