
Bengali Quiz – Set 61
১. পাঞ্জাবি ভাষা লেখার জন্য কোন শিখ গুরু গুরুমুখী লিপি বানিয়েছিলেন?
উত্তর :
গুরু অঙ্গদ
২. প্রথম বিশ্বকাপ ক্রিকেট কত সালে, কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর :
১৯৭৫, ইংল্যান্ড
৩. মহরানা প্রতাপের ঘোড়ার সমাধি “চেতক সমাধি” ভারতের কোন রাজ্যে রয়েছে?
উত্তর :
রাজস্থান
৪. কাল্পনিক গল্প অনুযায়ী লিলিপুটের রাজ্যে কাকে বন্দী বানানো হয়েছিল?
উত্তর :
গালিভার
৫. ভারতের একমাত্র মহিলা প্রেসিডেন্টের পরে পরেই কে প্রেসিডেন্ট হয়েছিলেন?
উত্তর :
প্রণব মুখার্জী
৬. কোন্ গুপ্ত সম্রাট শত যুদ্ধের নায়ক নামে খ্যাত?
উত্তর :
সমুদ্রগুপ্ত
৭. ভারতের সবুজ বিপ্লবের জনক কে?
উত্তর :
এম. এস. স্বামীনাথন
৮. নীল আর্মস্ট্রং অ্য়াপোলো-১১ থেকে চাঁদে নামার সময় যে যানটি ব্যবহার করেছিলেন সেটির নাম কি?
উত্তর :
ঈগল যান
৯. “মোজাইক সোনা” কোন যৌগকে বলা হয়?
উত্তর :
স্ট্যানাস সালফাইড
১০. ক্যান্টোনিজ ও সেজওয়ান রান্নার পদ্ধতি প্রধানত কোন দেশের?
উত্তর :
চীন
To check our latest Posts - Click Here