QuizQuiz

বাংলা কুইজ – সেট ৩৯

Bengali Quiz – Set 39

১. শিক্ষা, জ্যোতিষ, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, দ্বন্দ্ব – এই ৬ টিকে আমরা একত্রে কি নামে চিনি?

উত্তর :
বেদাঙ্গ

২. মহাভারতের আদিনাম কি?

উত্তর :
জয় সংহিতা

৩. মহেন্দ্রাদিত্য কার উপাধি ছিল?

উত্তর :
কুমারগুপ্ত

৪. কোন সংস্কৃত কবিতা লেখার জন্য সমুদ্রগুপ্ত “কবিরাজ” উপাধি পান?

উত্তর :
কৃষ্ণ চরিতাম

৫. ১৯০৫ সালে কোথা থেকে অধ্যাপক শ্যাম শাস্ত্রী কৌটিল্যের অর্থশাস্ত্র আবিষ্কার করেন?

উত্তর :
ওরিয়েন্টাল লাইব্রেরি ( মহীশূর)

৬. কোন বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধরা হীনযান ও মহাযানে বিভক্ত হয়ে যায়?

উত্তর :
চতুর্থ

৭. ষোড়শ মহাজনপদগুলির মধ্যে কোনটি একমাত্র  দক্ষিণ ভারতে ছিল?

উত্তর :
অস্মক

৮. গৃহত্যাগের পর গৌতম বুদ্ধ সর্বপ্রথম কার কাছে দীক্ষা নেন?

উত্তর :
আলারা কালামা

৯. সিন্ধু সভ্যতার একমাত্র কোন শহরে ঘোড়ার হাঁড়ের সন্ধান পাওয়া গিয়েছে?

উত্তর :
সুরকোটোডা

১০. গৌতম বুদ্ধকে “Worthy son of India” কে বলেছেন?

উত্তর :
আল বেসিন

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button