QuizQuiz

বাংলা কুইজ – সেট ৩৫

Bengali Quiz - Set 35

১. চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী কোন নদীর তীরে হর্ষবর্ধনকে যুদ্ধে হারিয়েছিলেন?

উত্তর :
নর্মদা

২. “A Nation in Making” বইটি কার আত্মজীবনী?

উত্তর :
সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়

৩. আমেরিকা যুক্তরাষ্ট্রের পতাকায় কতগুলি তারা রয়েছে?

উত্তর :
৫০ টি ( এই ৫০ টি তারা ৫০ টি স্টেট এর প্রতীক)

৪. কোন ভারতীয় মহিলা প্রথম রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছিলেন?

উত্তর :
বিজয়লক্ষ্মী পণ্ডিত

৫. “Pakistan or partition of India” – গ্রন্থটির লেখক কে?

উত্তর :
ভীমরাও আম্বেদকর

৬. পর্যায় সারণিতে সব থেকে ভারী ধাতু কোনটি?

উত্তর :
অসমিয়াম

৭. ICC ( ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) এর পূর্ব নাম কি ছিল?

উত্তর :
Imperial Cricket Conference

৮. ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ দুর্গ থেকে তাঁর ঘোড়ায় লাফ দেন এবং পালান | তিনি পালিয়ে গেলেও তার প্রিয় ঘোড়াটি মারা যায়| এই ঘোড়াটির নাম কি ছিল?

উত্তর :
বাদল

৯. পশ্চিমবঙ্গের স্টেট ট্রি কোনটি?

উত্তর :
ছাতিম

১০. ভাইরাস শব্দের অর্থ কি?

উত্তর :
বিষ

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

দেখে নাও
Close
Back to top button